পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা

পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ ও জেলা তালিকা দেওয়া রইলো (Administrative Divisions and Districts of West Bengal ) । পশ্চিমবঙ্গের মোট ৫টি প্রশাসনিক বিভাগ রয়েছে । সেগুলি হল –

প্রেসিডেন্সি বিভাগ

প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –

  • হাওড়া জেলা
  • কলকাতা জেলা
  • নদীয়া জেলা
  • উত্তর ২৪ পরগণা জেলা
  • দক্ষিণ ২৪ পরগণা জেলা

মেদিনীপুর বিভাগ

মেদিনীপুর বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –

  • বাঁকুড়া জেলা
  • পূর্ব মেদিনীপুর জেলা
  • পশ্চিম মেদিনীপুর জেলা
  • পুরুলিয়া জেলা
  • ঝাড়গ্রাম জেলা

বর্ধমান বিভাগ

বর্ধমান বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –

  • বীরভূম জেলা
  • হুগলী জেলা
  • পশ্চিম বর্ধমান জেলা
  • পূর্ব বর্ধমান জেলা

মালদা বিভাগ

মালদা বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –

  • মালদা জেলা
  • উত্তর দিনাজপুর জেলা
  • দক্ষিণ দিনাজপুর জেলা
  • মুর্শিদাবাদ জেলা

জলপাইগুড়ি বিভাগ

জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –

  • জলপাইগুড়ি জেলা
  • কোচবিহার জেলা
  • দার্জিলিং জেলা
  • আলিপুরদুয়ার জেলা
  • কালিম্পং জেলা

জলপাইগুড়ি বিভাগের ৫টি জেলা, মালদা বিভাগে ৪টি জেলা, বর্ধমান বিভাগে ৪টি জেলা, মেদিনীপুর বিভাগে ৫টি জেলা এবং প্রেসিডেন্সি বিভাগে ৫টি জেলা রয়েছে।

৫টি প্রশাসনিক বিভাগের প্রধান কার্যালয়

নংবিভাগ সদরদপ্তর
প্রেসিডেন্সি বিভাগ কলকাতা
মেদিনীপুর বিভাগ মেদিনীপুর
বর্ধমান বিভাগ চুঁচুড়া
মালদা বিভাগ ইংলিশ বাজার
জলপাইগুড়ি বিভাগ জলপাইগুড়ি
পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির সদর দপ্তর তালিকা

এরকম আরও কিছু পোস্ট :

পশ্চিমবঙ্গের ভূগোল – প্রশ্ন ও উত্তর

পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক তালিকা

Scroll to Top