ভারতের বিভিন্ন হ্রদের নাম, প্রকৃতি ও অবস্থান
| নং | হ্রদ | প্রকৃতি | অবস্থান |
|---|---|---|---|
| ১ | অষ্টমুদী হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | কেরলের কোলাম জেলা |
| ২ | উলার হ্রদ | স্বাদুজলের হ্রদ | জন্মু ও কাশ্মীর |
| ৩ | ওসমান সাগর হ্রদ | কৃত্রিম হ্রদ | হায়দ্রাবাদ শহর |
| ৪ | কল্লেরু হ্রদ | স্বাদুজলের হ্রদ | অন্ধ্রপ্রদেশ |
| ৫ | কালিভেলি হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | তামিলনাড়ু |
| ৬ | চন্দ্রতাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
| ৭ | চিল্কা হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | ওড়িশা |
| ৮ | ডাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | শ্রীনগর |
| ৯ | তাওয়া জলাশয় | কৃত্রিম হ্রদ | মধ্যপ্রদেশ |
| ১০ | পংগং হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | জন্মু কাশ্মীরের লাদাখ |
| ১১ | পুলিকট হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | অন্ধ্রপ্রদেশ ও তামিল নাড়ুর সীমান্তে |
| ১২ | পুস্কর হ্রদ | কৃত্রিম হ্রদ | রাজস্থান |
| ১৩ | ভীমতাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | উত্তারাখন্ড |
| ১৪ | ভেম্বানাদ হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | কেরল |
| ১৫ | রেনুকা হ্রদ | স্বাদুজলের হ্রদ | হিমাচলপ্রদেশ |
| ১৬ | লোকটাক হ্রদ | স্বাদুজলের হ্রদ | মনিপুর |
| ১৭ | সম্বর হ্রদ | লবনাক্ত জলের হ্রদ | জয়পুর |
| ১৮ | সাতা / সাততাল হ্রদ | স্বাদুজলের হ্রদ | উত্তরাখন্ড |
| ১৯ | সুখনা হ্রদ | কৃত্রিম হ্রদ | চন্ডীগড় |
| ২০ | সুরাজতল হ্রদ | স্বাদুজলের হ্রদ | হিমাচল প্রদেশ |
| ২১ | হিমায়ুত সাগর হ্রদ | কৃত্রিম হ্রদ | হায়দ্রাবাদ শহর |
দেখে নাও :
UNESCO স্বীকৃত ভারতের ঐতিহ্যবাহী স্থানসমূহ
ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা
বিভিন্ন ভৌগোলিক শব্দের অর্থের তালিকা
বিভিন্ন ভৌগোলিক শব্দের অর্থের তালিকা
হ্রদ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
| ১ | ভারতের বৃহত্তম লবণাক্ত (স্থলভাগ বেষ্টিত/Inland) হ্রদের নাম কি? | সম্বর হ্রদ |
| ২ | অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? | কেরালার কোলাম জেলাতে |
| ৩ | আফ্রিকায় মরু হ্রদ কি নামে পরিচিত? | শটস্ |
| ৪ | উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে? | কোর বা তাল |
| ৫ | উত্তর-পূর্ব ভারতের দীর্ঘতম স্বাদু জলের হ্রদ কোনটি? | লোকটাক (মনিপুর) |
| ৬ | উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদের নাম কি? | লুনার লেক |
| ৭ | কৃত্রিমভাবে তৈরী গোবিন্দসাগর হ্রদ কোথায় অবস্থিত? | হিমাচল প্রদেশ |
| ৮ | কোন দেশকে হ্রদের দেশ বলা হয়? | ফিনল্যান্ড |
| ৯ | কোন হ্রদ থেকে নদী নির্গত হয় নি? | আরল সাগর |
| ১০ | কোন হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয়? | ডাল লেক |
| ১১ | গোবিন্দ সাগর কি ধরনের হ্রদ? | কৃত্রিম হ্রদ |
| ১২ | গোবিন্দ সাগর, রানাপ্রতাপ সাগর কি ধরনের হ্রদ? | কৃত্রিম হ্রদ |
| ১৩ | নাকো হ্রদ কোথায় অবস্থিত? | হিমাচল প্রদেশে |
| ১৪ | পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? | তামিলনাডু |
| ১৫ | বায়ুর কাজের ফলে সৃষ্ট হ্রদকে কি বলে? | প্লায়া |
| ১৬ | ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ (Lagoon) এর নাম কি? | চিলিকা |
| ১৭ | ভারতের উচ্চতম হ্রদের নাম কি? | লাদাখের প্যাং গং (পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ) |
| ১৮ | ভারতের কোন হ্রদটি ভাসমান হ্রদ নামে পরিচিত? | লোকটাক |
| ১৯ | ভারতের কোন হ্রদে সর্বোচ্চ জল লবণাক্ততা আছে? | সংহার |
| ২০ | ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি? | সম্বর হ্রদ (রাজস্থান) |
| ২১ | ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ কোনটি? | সম্বর হ্রদ (রাজস্থান) |
| ২২ | ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? | কাশ্মীরের উলার লেক |
| ২৩ | ভূগর্ভস্থ জলের দ্বারা সৃষ্ট হ্রদ কে কি বলে? | কার্স্ট হ্রদ ( স্কুটারি, পোলজি) |
| ২৪ | ভূমিধসের ফলে সৃষ্ট একটি হ্রদ এর নাম কি? | গোহনা হ্রদ (দেবপ্রয়াগ এর কাছে) |
| ২৫ | মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত? | তিব্বত |
| ২৬ | লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? | মণিপুর |
| ২৭ | সমুদ্র তরঙ্গের দ্বারা সৃষ্ট হ্রদকে কি বলে? | উপহ্রদ (চিলিকা, পুলিকট) |
Covered Topics :
ভারতের হ্রদসমূহের তালিকা, ভারতের বিভিন্ন হ্রদের নাম,
