ভারতীয় সংবিধানের সংগৃহিত উৎস তালিকা

ভারতীয় সংবিধানের সংগৃহিত উৎস তালিকা

দেওয়া রইলো ভারতিয় সংবিধানের বিভিন্ন উৎস –র তালিকা ।

ভারত শাসন আইন, ১৯৩৫ 🇮🇳

  • যুক্তরাষ্ট্রীয় কাঠামো
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা
  • রাজ্যপাল

ব্রিটিশ যুক্তরাজ্য 🇬🇧

  • প্রধানমন্ত্রীর পদ ও তার কার্যকর্ম
  • মন্ত্রীদের ক্যাবিনেট ব্যবস্থা
  • সংসদীয় শাসন ব্যবস্থা
  • একক নাগরিকত্বের ধারণা
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  • লোকসভার স্পিকার কার্যাবলী
  • রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান
  • শক্তিশালী নিম্ন কক্ষ বিশিষ্ট আইনসভা

আমেরিকা যুক্তরাষ্ট্র 🇺🇸

  • প্রস্তাবনা
  • মৌলিক অধিকারের ধারণা
  • লিখিত সংবিধানের ধারণা
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা
  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা
  • সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি
  • রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
  • সুপ্রিম কোর্টের ধারণা
  • রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার

জাপান🇯🇵

  • সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী

সুইডেন

  • লোকপাল বিল

জার্মানি 🇩🇪

  • জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ

অস্ট্রেলিয়া 🇳🇿

  • যুগ্ম তালিকা
  • প্রস্তাবনার ভাষা
  • ব্যবসা-বাণিজ্যের অধিকার

ফ্রান্স 🇫🇷

  • ‘প্রজাতন্ত্র’ ধারণা
  • স্বাধীনতা, সাম্য ও সৌভাতৃত্বের ধারণা

কানাডা 🇨🇦

  • আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধরণের সরকার
  • শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি
  • কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন

সোভিয়েত রাশিয়া 🇷🇺

  • মৌলিক কর্তব্য
  • লোকসভার স্পিকারের কার্যাবলী
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ন্যায় বিচার

আয়ারল্যান্ড 🇮🇪

  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি

দক্ষিণ আফ্রিকা 🇿🇦

  • সংবিধান সংশোধন পদ্ধতি
  • রাজ্যসভায় সদস্য নির্বাচন

Comments are closed.

Scroll to Top