জনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর
জনন ও বংশগতি সম্পর্কিত ২০টি প্রশ্নোত্তর দেওয়া রইলো।
1. কোন গ্রুপের রক্তের মানুষদের ‘বোম্বে ফেনোটাইপ’ বলে?
– বিরল O গ্রুপ
– বিরল A গ্রুপ
– বিরল AB গ্রুপ
– বিরল B গ্রুপ
(এটিকে hh গ্রুপও বলা হয়ে থাকে )
2. নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু পরিনত হয়——
– বীজ
– ডিম্বক
– ভ্রুণ
– জাইগোস্পোর
3. নিম্নের কোনটি প্লিওট্রপির উদাহরন নয়?
– ড্রোসোফিলার শক্ত ব্রিসল উৎপাদন
– ফিনাইলকিটোনিউরিয়া রোগের জিন
– মাওরি উপজাতির শ্বসনতন্ত্রের অসুখ ও বন্ধ্যাত্ব
– এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস
4. কোন বিজ্ঞানী মাইক্রোপ্রোপাজেশনের তিনটি পর্যায়ের কথা বলেন?
– সেসোনেগ
– মুরাশিগে
– হেনরি
– কোরেন্স
5. হিমোফিলিয়া-C কত নম্বর ফ্যাক্টরের অস্বাভাবিক সংশ্লেষের ফলে হয়?
– XI নম্বর
– VII নম্বর
– IX নম্বর
– VIII নম্বর
6. অ্যান্ডালুসিয়ান মুরগির দেখা যায়—–
– ব্যাক ক্রস
– মাল্টিপল অ্যালিল
– অসম্পূর্ণ প্রকটতা
– সহ প্রকটতা
7. নিম্নের কাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হল- ZZ-ZW
– ব্যাঙ
– মৌমাছি
– গিনিপিগ
– পাখি
8. কোন ছত্রাকের কনিডিয়া গঠিত হয়?
– ফাইটোপথোরা
– অ্যাগারিকাস
– পেনিসিলিয়াম
– রাইজোপাস
9. নিম্নের কার অটোগ্যামি দেখা যায়?
– ইষ্ট
– ক্ল্যামাইডোমোনাস
– প্যারামেসিয়াম
– স্পাইরোগাইরা
10. খরগোশের গায়ের বর্ণ কয়টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
– 3 টি
– 6 টি
– 4 টি
– 2 টি
11. স্ট্রোবাইলেশন দেখা যায়—-
– সিলাজিনেলা
– ফিতা কৃমি
– সাইকন
– রাইজোপাস
12. এন্ডোগ্যামি ঘটে——–
– ক্ল্যামাইডোমোনাস
– ফিতা কৃমি
– কেঁচো
– ভলভক্স
13. ব্ল্যাকবেরির কোন প্রকার কলম দেখা যায়?
– জোড় কলম
– গুটি কলম
– শাখা কলম
– দাবা কলম
14. পুনরুৎপাদন নিম্নের কার দেখা যায় না?
– কেঁচো
– প্ল্যানেরিয়া
– অরেলিয়া
– আ্যামিবা
15. কোন প্রাণীর তির্যক বিভাজন দেখা যায়?
– প্ল্যানেরিয়া
– সেরাটিয়াম
– ইউরোথিক্স
– প্লাজমোডিয়াম
16. নিম্নের কোনটি সাটন ও বোভেরি প্রবর্তন করেন?
– বংশগতির জিন তত্ত্ব
– পলিজেনিক উত্তরাধিকার
– সবগুলোই
– বংশগতির ক্রোমোজোম তত্ত্ব
17. কোন রোগকে ‘ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা’ বলা হয়?
– ডাউন সিন্ড্রোম
– থ্যালাসেমিয়া
– হিমোফিলিয়া
– অ্যানিমিয়া
18. হলোগ্যামি দেখা যায়——-
– ভলভক্স
– ক্ল্যামাইডোমোনাস
– প্যারামেসিয়াম
– ইষ্ট
19. ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ কী?
– 47,XXY
– 47,XY
– 45,XXY
– 47,XYY
20. মটর গাছের ফুলের রং প্রকটে বেগুনী হলে প্রচ্ছন্ন কী হবে?
– হলুদ
– নীল
– সবুজ
– সাদা
Comments are closed.