এক নজরে বিশ্ব । World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য

এক নজরে বিশ্ব । World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য

এক নজরে বিশ্ব , World at a Glance , পৃথিবী সম্পর্কিত তথ্য – কিছু তথ্য দেওয়া রইলো ।

পৃথিবীর বয়সআনুমানিক 4.543 বিলিয়ন বছর
পৃথিবীর মোট আয়তন510, 940,000 বর্গ কিমি
স্থলভাগ148, 940, 000 বর্গ কিমি
জলভাগ361, 132, 000 বর্গ কিমি
ভর5.972 ×1024
ঘনফল1.08321 ×1012Km3
সূর্য থেকে দূরত্ব149.6 মিলিয়ন Km
চন্দ্র থেকে দূরত্ব384, 400 Km
পৃথিবীর সর্বোচ্চ স্থানমাউন্ট এভারেস্ট (নেপাল)
পৃথিবীতে গভীরতম অংশপ্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ
আহ্নিক গতির ঘূর্ণনের সময়23 ঘণ্টা 56 মিনিট 40.91 সেকেন্ড
বার্ষিক গতির ঘূর্ণনের সময়365 দিন 5 ঘন্টা 48 মিনিট
উপগ্রহচাঁদ
মোট মহাদেশ7 টি
এশিয়া,
আফ্রিকা,
ইউরোপ,
উত্তর আমেরিকা,
দক্ষিন আমেরিকা,
অস্ট্রেলিয়া,
আন্টার্টিকা
মোট মহাসাগর 5 টি
প্রশান্ত
আটলান্টিক
ভারতীয়
আর্কটিক , এবং
দক্ষিণ।
বৃহত্তম মহাদেশএশিয়া (আয়তনে )
ক্ষুদ্রতম মহাদেশঅস্ট্রেলিয়া (আয়তনে)
বৃহত্তম দেশরাশিয়া (আয়তনে)
চীন (জনসংখা )
ক্ষুদ্রতম দেশভ্যাটিকান সিটি ( আয়তন ও জনসংখ্যা)
বৃহত্তম মহাসাগরপ্রশান্ত মহাসাগর
ক্ষুদ্রতম মহাসাগরআর্কটিক মহাসাগর
দীর্ঘতম নদীনীল নদ
বৃহত্তম হ্রদকাস্পিয়ান সাগর
পৃথিবীর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

পৃথিবীর সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য

  • একমাত্র গ্রহ যেখানে প্রাণের সন্ধান মিলেছে।
  • পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ
  • পৃথিবীকে বলা হয় Blue Planet বা Blue Marble
  • সূর্যের আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছুতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেণ্ড।
  • পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
  • মহাশূন্যে পৃথিবীর গতিবেগ ঘণ্টায় ৬৬,৭০০ মাইল।
  • পৃথিবীর মোট জলের মাত্র ৩% সুপেয়।
  • পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ৩০ ভাগ দখল করে আছে এশিয়া মহাদেশ। মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগ বাস করে এশিয়া মহাদেশেই।
  • ভেনিজুয়েলার Angel Falls পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
  • রাশিয়ার বৈকাল হ্রদ (Baikal Lake) পৃথিবীর সবচেয়ে গভিরতম হ্রদ এর গভীরতা ৫৩১৫ ফুট।

এরকম আরও কিছু পোস্ট

পৃথিবীর বিভিন্ন উপসাগর তালিকা

পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের ভৌগোলিক উপনাম

Scroll to Top