এক নজরে বিশ্ব । World at a Glance । পৃথিবী সম্পর্কিত তথ্য
এক নজরে বিশ্ব , World at a Glance , পৃথিবী সম্পর্কিত তথ্য – কিছু তথ্য দেওয়া রইলো ।
পৃথিবীর বয়স | আনুমানিক 4.543 বিলিয়ন বছর |
পৃথিবীর মোট আয়তন | 510, 940,000 বর্গ কিমি |
স্থলভাগ | 148, 940, 000 বর্গ কিমি |
জলভাগ | 361, 132, 000 বর্গ কিমি |
ভর | 5.972 ×1024 |
ঘনফল | 1.08321 ×1012Km3 |
সূর্য থেকে দূরত্ব | 149.6 মিলিয়ন Km |
চন্দ্র থেকে দূরত্ব | 384, 400 Km |
পৃথিবীর সর্বোচ্চ স্থান | মাউন্ট এভারেস্ট (নেপাল) |
পৃথিবীতে গভীরতম অংশ | প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ |
আহ্নিক গতির ঘূর্ণনের সময় | 23 ঘণ্টা 56 মিনিট 40.91 সেকেন্ড |
বার্ষিক গতির ঘূর্ণনের সময় | 365 দিন 5 ঘন্টা 48 মিনিট |
উপগ্রহ | চাঁদ |
মোট মহাদেশ | 7 টি এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্টিকা |
মোট মহাসাগর | 5 টি প্রশান্ত আটলান্টিক ভারতীয় আর্কটিক , এবং দক্ষিণ। |
বৃহত্তম মহাদেশ | এশিয়া (আয়তনে ) |
ক্ষুদ্রতম মহাদেশ | অস্ট্রেলিয়া (আয়তনে) |
বৃহত্তম দেশ | রাশিয়া (আয়তনে) চীন (জনসংখা ) |
ক্ষুদ্রতম দেশ | ভ্যাটিকান সিটি ( আয়তন ও জনসংখ্যা) |
বৃহত্তম মহাসাগর | প্রশান্ত মহাসাগর |
ক্ষুদ্রতম মহাসাগর | আর্কটিক মহাসাগর |
দীর্ঘতম নদী | নীল নদ |
বৃহত্তম হ্রদ | কাস্পিয়ান সাগর |
পৃথিবীর সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য
- একমাত্র গ্রহ যেখানে প্রাণের সন্ধান মিলেছে।
- পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয়, সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ।
- পৃথিবীকে বলা হয় Blue Planet বা Blue Marble।
- সূর্যের আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছুতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেণ্ড।
- পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।
- মহাশূন্যে পৃথিবীর গতিবেগ ঘণ্টায় ৬৬,৭০০ মাইল।
- পৃথিবীর মোট জলের মাত্র ৩% সুপেয়।
- পৃথিবীর মোট স্থলভাগের শতকরা ৩০ ভাগ দখল করে আছে এশিয়া মহাদেশ। মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগ বাস করে এশিয়া মহাদেশেই।
- ভেনিজুয়েলার Angel Falls পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত ।
- রাশিয়ার বৈকাল হ্রদ (Baikal Lake) পৃথিবীর সবচেয়ে গভিরতম হ্রদ এর গভীরতা ৫৩১৫ ফুট।