কার্বন ও কার্বনঘটিত যৌগ – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো কার্বন ও কার্বনঘটিত যৌগ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর।
দেখে নাও – প্রাইমারী টেট এর পরিবেশ বিদ্যার কিছু প্রশ্নোত্তর
1. নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে
– কার্বোরান্ডাম
– ডায়মন্ড
– গ্রাফাইট
– সিলিকা
2. PbCO3 থেকে CO2 প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়
– গাঢ় সালফিউরিক অ্যাসিড
– লঘু সালফিউরিক অ্যাসিড
– লঘু নাইট্রিক অ্যাসিড
– লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
3. পিচ্ছিলকারক পদার্থ (Lubricant) হিসেবে ব্যবহৃত হয়
– ফুলারিন
– গ্রাফাইট
– ভুসাকালি
– গ্যাস কার্বন
4. C60, C70 এগুলো আসলে কি
– গ্যাস কার্বন
– ফুলারীন
– চারকোল
– গ্রাফাইট
5. ব্লিচিং পাউডারের সঙ্গে কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়ায় পাওয়া যায়
– HCl গ্যাস
– অক্সিজেন
– হাইড্রোজেন
– ক্লোরিন
6. কার্বন-ডাই-অক্সাইড একটি
– আম্লিক অক্সাইড
– ক্ষারকীয় অক্সাইড
– উভধর্মী অক্সাইড
– প্রশম অক্সাইড
7. কার্বন মনো অক্সাইড এর শোষক হল
– FeSO4 দ্রবণ
– কস্টিক পটাশ দ্রবণ
– অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ
– ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণ
দেখে নাও – ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩
8. উচ্চচাপে উত্তপ্ত NaOH এর সঙ্গে বিক্রিয়ায় কার্বন মনো অক্সাইড উৎপন্ন করে কে ?
– সোডিয়াম এসিটেট
– সোডিয়াম অক্সালেট
– সোডিয়াম ফরমেট
– সোডিয়াম বেনজোয়েট
9. শর্করাতে কার্বন আছে তা প্রমাণ করা যায় শর্করার ______ করে
– জারণ এর সাহায্যে
– বিজারণ এর সাহায্যে
– আদ্র বিশ্লেষণ করে
– নিরুদন করে
10. ফসজিন এর রাসায়নিক নাম কি ?
– ফসফরাস ট্রাই ক্লোরাইড
– কার্বনিল ক্লোরাইড
– ফসফরাস অক্সিক্লোরাইড
– ফসফিন
11. CO2 সম্পর্কে কোনটি প্রযোজ্য নয় ?
– আম্লিক অক্সাইড
– কার্বনেট উৎপাদনকারী
– বিজারক
– এটি যুত যৌগ গঠন করে না
12. কার্বোরান্ডাম হল–
– বোরন নাইট্রাইড
– কোয়ার্জ
– ক্যালসিয়াম কার্বাইড
– সিলিকন কার্বাইড
দেখে নাও – জৈব রসায়নের ৫০টি প্রশ্ন ও উত্তর – Organic Chemistry
13. নিচের কোনটি লেড পেন্সিলে থাকে ?
– FeS
– গ্রাফাইট
– PbS
– Pb
14. কার্বন মনোঅক্সাইড সম্পর্কে কোনটি ঠিক নয়
– CO একটি লিগ্যান্ড কারণ কার্বন পরমাণুর ওপর একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে
– কার্বন মনোক্সাইড অনুটি অধ্রুবীয়
– CO অণুতে কার্বনের সংকরায়ন sp
– ধাতু নিষ্কাশনে এটি বিজারক হিসাবে ব্যবহৃত হয়
15. উত্তপ্ত HNO3 চারকোল এর সঙ্গে বিক্রিয়ায় গঠন করে
– বেঙ্জিন হেক্সাকার্বক্সিলিক অ্যাসিড
– CO
– CO2
– C6H5COOH
16. কোনটি কার্বনের অনিয়তাকার রূপভেদ ?
– কোক
– হীরক
– ফুলারিন
– গ্রাফাইট
17. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়
– CH4
– C2H6
– C2H4
– C3H8
দেখে নাও – 200+ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম
18. কার্বনের কোন রূপভেদ টিকে কালো সীসা বলা হয়
– চারকোল
– হীরক
– গ্রাফাইট
– গ্যাস কার্বন
19. কোন যৌগটিতে কার্বন কার্বন দিবন্ধন আছে
– C2H6
– HCHO
– C2H4
– C2H2
20. কাঠ কয়লা গ্যাস মুখোশ প্রস্তুতিতে ব্যবহৃত হয়, কারণ –
– এটি গ্যাস গুলি কে অধিশোষণ করে
– ক্ষতিকারক গ্যাস গুলি কে জারিত করে
– ক্ষতিকারক গ্যাসগুলোকে অক্ষতিকারক পদার্থের পরিণত করে
– গ্যাস গুলিকে শোষণ করে