কোষ ও কোষের গঠন – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো কোষ ও কোষের গঠন সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ।
1. কাদের দুটি গলগি বডি থাকে?
– সিভনল
– ফার্নের শুক্রাণু
– প্যারামিবা
– সবকটিই
দেখে নাও : দ্বিপদ নামকরন ও জীবের শ্রেনীবিন্যাস – প্রশ্ন ও উত্তর
2. ফ্লিপ-ফ্লপ সঞ্চালন দেখা যায়—-
– মাইটোকন্ড্রিয়া
– গলগি বডি
– কোশ পর্দা
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
3. কোন অঙ্গানু কে কোশের ট্রাফিক পুলিশ বলা হয়?
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– মাইটোকন্ড্রিয়া
– গলগি বডি
– রাইবোজোম
4. কোন কোশ অঙ্গানুর অপর নাম ‘কনড্রিওজোম’?
– মাইটোকন্ড্রিয়া
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– গলগি বডি
– রাইবোজোম
5. কোশান্তরের ব্যাপন ও অভিস্রবণে সহায়তা করা —– এটি কার কাজ?
– কোষপর্দা
– ER
– সাইটোপ্লাজম
– সেন্ট্রোজোম
6. অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে—-
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– গলগি বডি
– মাইটোকন্ড্রিয়া
– রাইবোজোম
7. “প্রোটোপ্লাজমই জীবনের ভৌত আধার” উক্তিটি কার?
– হেকেল
– টমাস হাক্সলে
– পোর্টার
– বেনডেন
দেখে নাও : দ্বিপদ নামকরন ও জীবের শ্রেনীবিন্যাস – প্রশ্ন ও উত্তর
8. থাইরক্সিন গঠনে সাহায্য করে- কে?
– কোশ পর্দা
– লাইসোজোম
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– মাইটোকন্ড্রিয়া
9. মাইটোকন্ড্রিয়া কে অর্ধ স্বনির্ভর অঙ্গানু বলা হয় কারন—
– নিজস্ব প্যাঁচানো DNA উপস্থিত
– এটি স্বপ্রজননশীল
– প্রোটিন সংশ্লেষে সক্ষম
– সবকটিই
10. কোন বিজ্ঞানী সর্বপ্রথম গ্লাইকোক্যালিক্স শব্দটি প্রবর্তন করেন?
– পোর্টার
– সিঙ্গার ও নিকলসন
– রবার্টসন
– বেনেট
11. মাইটোকন্ড্রিয়ার ভিতরে সূক্ষ্ম দানা গুলিকে বলে—-
– পোরিন
– অক্সিজোম
– ফেরোডক্সিন
– ক্রিস্টি
দেখে নাও : মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর
12. Allison এবং Maleucci বিজ্ঞানীর মতে কোন অঙ্গানুর নিঃসৃত উৎসেচক ক্যানসার এর অন্য তম কারন?
– ভ্যাকুওল
– এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
– প্লাস্টিড
– লাইসোজোম
13. কোন বিজ্ঞানী রাইবোজোম কে মাইক্রোজোম আখ্যা দেন?
– ব্রাউন
– ক্লড
– রবিনসন
– দুভে
14. নিম্নের কার মধ্যে অক্সিডেজ উৎসেচক টি উপস্থিত থাকে?
– স্ফেরোজোম
– পারঅক্সিজোম
– গ্লাইঅক্সিজোম
– সেন্ট্রোজোম
15. অ্যালিউরোনপ্লাস্ট—এই রকমের প্লাস্টিডের মধ্যে সঞ্চিত হয়—
– প্রোটিন খাদ্য
– ফ্যাট খাদ্য
– শ্বেতসার খাদ্য
– ভিটামিন খাদ্য
16. কোন বিজ্ঞানীর মতে ‘জীবনের প্রকাশ ঘটাতে সক্ষম একখন্ড প্রোটোপ্লাজমকে কোশ বলে’?
– ম্যাক্স সুলজ
– হার্ট উইগ
– পি সিকেভিত
– ওয়েবস্টার
দেখে নাও : কোষ চক্র ও কোষ বিভাজন – প্রশ্ন ও উত্তর
17. নিম্নের কোন ছত্রাক টি কোশ তত্ত্বের ব্যতিক্রমী?
– অ্যাগারিকাস
– ইষ্ট
– পাক্কিনিয়া
– মিউকর
18. “Omnis cellula-e-cellula” মতবাদটি কার?
– ম্যাক্স সুলজ
– ভিরচাও
– হার্ট উইগ
– ডি রবার্টস
19. উদ্ভিদ কোশের লাইসোজোম কে কি বলে?
– স্ফেরোজোম
– মনোজোম
– ডিকটিওজোম
– বায়োপ্লাস্ট
দেখে নাও : ভিটামিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
20. লাইসোজোম এর আবিষ্কার করা বিজ্ঞানী ডি ডুভে কোন দেশের অধিবাসী?
– বেলজিয়াম
– ফ্রান্স
– সুইডেন
– স্কটল্যান্ড
21. স্তন্যপায়ী প্রাণীদের কি প্রকারের রাইবোজোম দেখা যায়?
– 55 s
– 80 s
– 70 s
– 65 s
22. বাদামি প্লাস্টিক অন্তর্ভুক্ত—-
– ক্রোমোপ্লাস্ট
– লিউকোপ্লাস্টিড
– ক্লোরোপ্লাস্ট
– এলাইপ্লাস্ট
23. কোশ তত্ত্বের প্রবর্তন করেন—-
– ফ্লেমিং ও ওয়ালডেয়ার
– হার্ট উইগ ও ভিরচাও
– স্লেইডেন ও সোয়ান
– লিউয়েনহুক
Comments are closed.