বায়োলজির প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো ৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও – কোশ তত্ত্ব ও কোশের গঠন – প্রশ্ন ও উত্তর
1. সুন্দরবন দিবস কবে পালিত হয়?
– 3 অক্টোবর
– 22 এপ্রিল
– 3 জুন
– 5 অক্টোবর
2. ক্ষুদ্রতম করোটিয় স্নায়ুর নাম কী?
– অ্যাবডুসেন্স
– হাইপোগ্লসাল
– ভেগাস
– ট্রকলিয়ার
3. ম্যালেরিয়া রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়-
– ডাটুরিন
– কুইনাইন
– থেইন
– রেসারপিন
4. পাকস্থলীর দূরবর্তী অংশ যা ডিওডেনামে মুক্ত হয়, তাকে বলে —
– পাইলোরাস
– ভেগাস
– ওমেনটাম
– ফানডাস
5. সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন?
– নল ও রুসকা
– লিউয়েনহক
– রবার্ট হুক
– জ্যানসেন ভাতৃদ্বয়
6. রেণু কোন প্রকার জননের একক?
– অযৌন জনন
– যৌন জনন
– অঙ্গজ জনন
7. জেনেটিক কোড আবিষ্কার করেন?
– হরগোবিন্দ খোরানা
– হুগো দ্য ভ্রিস
– কার্ল ল্যান্ডস্টেইনার
– ওয়ালথর ফ্লেমিং
8. যখন কোশের মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস থাকে, তখন তাকে কী বলা হয়?
– ইউক্যারিয়ন
– ডাইক্যারিয়ন
– হেটারোক্যারিয়ন
– পলিক্যারিয়ন
9. 44A + XO এইরূপ ক্রোমোজোম বিন্যাস কোন রোগের ক্ষেত্রে দেখা যায়?
– জ্যাকোব’স সিনড্রোম
– টার্নার সিনড্রোম
– ডাউন সিনড্রোম
– ক্লাউন ফিল্টার সিনড্রোম
10. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল –
– পাখি
– কেঁচো
– অ্যামিবা
– মানুষ
দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : কোষ ও কোষের গঠন – প্রশ্ন ও উত্তর
11. ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?
– ভিটামিন সি
– ভিটামিন বি
– ভিটামিন এ
– ভিটামিন ডি
12. দুটি গ্যামেটের মিলনকে বলা হয়
– সংশ্লেষ
– অপুংজনি
– নিষেক
13. পোলিও টিকা কে আবিষ্কার করেন?
– জেনার
– ভন ভেহরিং
– জোনাস ই স্যাক
– রোনাল্ড রস
14. মসের ক্যাপসুলে অবস্থিত দাঁতের মতো গঠনকে কী বলা হয়?
– পেরিস্টোম
– অ্যাম্বার
– প্রোটোনিমা
– স্যালভিনিয়া
15. Ophthalmology শাখার পাঠ্যবিষয় কোনটি?
– চক্ষু
– পক্ষী
– ক্যান্সার
– কীটপতঙ্গ
16. নিম্নলিখিত কোন উদ্ভিদে জোড় কলম করা হয়?
– পেয়ারা
– আলু
– শুশনি
– আদা
17. একটি সংক্রমণ যুক্ত ভাইরাস কণাকে কি বলে?
– ভিরিয়ন
– ইন্টারফেরন
– ক্যাপসিড
– এনভেলপ
18. গ্যামেট কোন প্রকার জননের একক?
– যৌন জনন
– অঙ্গজ জনন
– অযৌন জনন
19. অক্সিডেটিভ ফসফোরাইলেশন যে সময়ে ঘটে সেটি হল –
– বাষ্পমোচন
– শ্বসন
– প্রোটিন সংশ্লেষ
– নাইট্রোজেন বিপাক
20. নিম্নলিখিত কোনটি একটি জরায়ুজ উভচর ( Viviparous Amphibian ) ?
– ফ্রাইনোসোমা
– কাইরোম্যাক্স
– স্যালাম্যান্ডার
– কিটোডারমা
দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : কোষ ও কোষের গঠন – প্রশ্ন ও উত্তর
21. প্রথম সজীব কোষ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
– লিউয়েনহক
– রবার্ট হুক
– ওয়াটসন
– রবার্ট ব্রাউন
22. গ্ল্যাইকোজেনের ” Repeating unit ” হল —
– ম্যাননোজ
– গ্যালাকটোজ
– গ্লুকোজ
– ফ্রুক্টোজ
23. MMR ভ্যাকসিন নিন্মলিখিত কোন রোগ গুলির ক্ষেত্রে কার্যকরী?
– মাম্পস , মিসি্লস্ , রুবেল্লা
– মাম্পস , মিসি্লস্ , র্যাবিস
– মাম্পস , ম্যালেরিয়া , রুবেল্লা
– ম্যালেরিয়া , মাম্পস , রুবেল্লা
24. “কুফার কোশ ” কোন অঙ্গে দেখতে পাওয়া যায়?
– বৃক্ক
– যকৃত
– মস্তিষ্ক
– ফুসফুস
25. হেপাটিক পোর্টাল তন্ত্র শুরু হয় –
– যকৃত থেকে বৃক্কে
– যকৃত থেকে হৃৎপিন্ড
– বৃক্ক থেকে যকৃতে
– পরিপাকতন্ত্র থেকে যকৃতে
26. জলে ভাসমান ফার্নের উদাহরণ হল-
– ইকুইজিটাম
– লাইকোপোডিয়াম
– অ্যাজোল্লা
– মারসিলিয়া
27. বিজ্ঞানের যে শাখায় শুধুমাত্র মোলাস্কা পর্বের প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় –
– প্যালিওন্টোলজি
– অ্যানিওরোলজি
– ম্যালাকোলজি
– প্যালানোলজি
28. সন্ধ্যামালতীতে কী ধরনের পরাগযোগ দেখা যায়
– উভয়ই
– স্বপরাগযোগ
– ইতরপরাগযোগ
29. মিউকর ছত্রাকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় –
– ঊগ্যামি
– অটোগ্যামি
– অ্যানাইসোগ্যামি
– আইসোগ্যামি
30. গোলাপ🌹 গাছে কী প্রকার কলম তৈরি করা হয়
– শাখা কলম
– জোড় কলম
– গুটি কলম
– দাবা কলম
দেখে নাও – মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর
31. পরাগরেণু সৃষ্টি হয়
– গর্ভকেশরে
– পরাগধানীতে
– পুংকেশরে
– গর্ভমুণ্ডে
32. ভিটামিন B5 এর রাসায়নিক নাম কী?
– প্যান্টোথেনিক অ্যাসিড
– নিয়াসিন
– রাইবোফ্ল্যাভিন
– লাইসিন
33. বৃতির প্রতি অংশকে বলা হয়
– পাপড়ি
– পুংকেশর
– ডিম্বক
– বৃত্যংশ
34. স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিন্ডের ডান অলিন্দ থেকে কোন কপাটিকা ঠেলে রক্ত ডান নিলয়ে যায়?
– মাইট্রাল
– বাইকাসপিড
– সেমিলিউনার
– ট্রাইকাসপিড
35. সবচেয়ে ক্ষুদ্রতম RNA কোনটি?
– rRNA
– mRNA
– tRNA
36. কোন প্রাণীর জিহ্বাতে কোনো স্বাদকোরক থাকে না ?
– কুমির
– ইঁদুর
– ব্যাঙ
– টিকটিকি
37. Father of Parasitology কাকে বলা হয়?
– G. Cuvier
– F. Platter
– T. H. Morgan
– P. L. Sclater
38. নিম্নের কে হৃৎপিন্ডকে বিনা বাধায় সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করে?
– এন্ডোকার্ডিয়াম
– পেরিকার্ডিয়াল তরল
– এপিকার্ডিয়াম
– মায়োকার্ডিয়াম
39. সেন্ট্রোমেয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলা হয়?
– মেটাসেন্ট্রিক
– টেলোসেন্ট্রিক
– অ্যাসেন্ট্রিক
– সাব মেটাসেন্ট্রিক
40. দুটি ভিন্নধর্মী জনন কোশের মিলনে যে জনন সম্পন্ন হয়, তাকে বলে –
– যৌন জনন
– অঙ্গজ জনন
– অযৌন জনন
– অপুংজনি
দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর
41. নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় –
– ভ্রুণাণু
– নির্ণীত নিউক্লিয়াস
– সস্য নিউক্লিয়াস
42. নিম্নলিখিত কোনটি তিনটি double bond যুক্ত ফ্যাটি অ্যাসিড?
– লিনোলেইক অ্যাসিড
– লিনোলেনিক অ্যাসিড
– ওলেইক অ্যাসিড
– অ্যারাকিডোনিক অ্যাসিড
43. ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি শব্দটির প্রবর্তন করেন কে?
– বেন্থাম ও হুকার
– ভাইসম্যান
– অগাস্তিন পি দ্য কনডোলে
– হাবার্ট স্পেনসার
44. নিম্নলিখিত কোনটি একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড?
– অ্যারাকিডোনিক অ্যাসিড
– স্টিয়ারিক অ্যাসিড
– অ্যারাকিডিক অ্যাসিড
– পামিটিক অ্যাসিড
45. মাইকোপ্লাজমা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
– ফানজি
– প্রোটিস্টা
– মনেরা
– অ্যানিমালিয়া
46. অষ্টম করোটিয় স্নায়ুর নাম কী?
– ভেগাস নার্ভ
– হাইপোগ্লসাল নার্ভ
– ট্রকলিয়ার নার্ভ
– অডিটোরি নার্ভ
47. ফুলের যে অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে?
– বৃতি
– পুংস্তবক
– স্ত্রী স্তবক
– পাপড়ি
48. জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁছে দেওয়া হয়?
– জাইলেম
– ক্যাম্বিয়াম
– ফ্লোয়েম
– মজ্জা
49. পিরামিডাল কোশ কোথায় দেখা যায়?
– গুরুমস্তিষ্ক
– বৃহদন্ত্র
– লঘুমস্তিষ্ক
– শ্বাসনালী
50. প্লিউরোব্র্যাঙ্কিয়া কোন পর্বের অন্তর্ভুক্ত প্রানী ?
– নিডারিয়া
– নিমিটোডা
– প্ল্যাটিহেলমিনথিস
– টিনোফোরা
দেখে নাও – 50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
51. মাইটোকন্ড্রিয়ার নামকরণ কে করেন?
– ক্যামিলিয়ো গলগি
– সিম্পার
– সি. বেন্ডা
– রবার্ট ব্রাউন
52. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের নালিকা বান্ডিল গঠিত হয় ___________ থেকে ।
– প্রোক্যাম্বিয়াম
– প্রোটোডার্ম
– প্রোমেরিস্টেম
– ক্যাম্বিয়াম
53. নিম্নলিখিত কোনগুলো নন- জেনেটিক RNA ?
– rRNA
– mRNA
– tRNA
– সবগুলো
54. হৃৎপিন্ডের আবরনকে কী বলে?
– হৃৎ্ধরাঝিল্লি
– এন্ডোকার্ডিয়াম
– ক্যাপসুল
– প্লুরা
55. কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
– পারকিনজি
– রাদারফোর্ড
– রবার্ট হুক
– রবার্ট ব্রাউন
56. জন্মের পূর্বে দাঁত পড়ে যায় কোন স্তন্যপায়ী প্রাণীর?
– পলিগার্ডিয়াস
– শ্লথ
– ক্যাঙ্গারু
– কিটোডারমা
Comments are closed.