200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

ভূগোলের প্রশ্ন ও উত্তর

51. ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোন পর্বতমালা দেখা যায়?
উত্তর : হিমালয় পর্বতমালা

52. হিমালয় পর্বতমালাকে উত্তর দক্ষিণ বরাবর কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর : চার ভাগে। যথা
শিবালিক
হিমাচল
হিমাদ্রী
টেথিস

53. ভূস্বর্গ কাকে বলা হয়?
উত্তর : কাশ্মীর কে।

54. কোন দুই পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত ?
উত্তর : জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতের মাঝে।

55. বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালাঅবস্থিত পূর্বে সেখানে কি ছিল?
উত্তর : টেথিস নামে এক অগভীর সমুদ্র।

দেখে নাও২০টি ভারতের ভূগোল প্রশ্ন ও উত্তর MCQ

56. দুন কি?
উত্তর : শিবালিক হিমালয়ে যে উপত্যকা দেখা যায় তাকে দুন বলে। যেমন – দেরাদুন ।

57. তাল কি?
উত্তর : শিবালিক হিমালয়ে অবস্হিত হ্রদগুলিকে তাল বলে। যেমন সাততাল, ভীম তাল

58. সাগরমাথা কাকে বলে?
উত্তর : নেপালে মাউন্ট এভারেস্ট সাগরমাথা নামে পরিচিত।

59. ভারতের বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর : উলার

60. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
উত্তর : কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ ।

61. খাদার কি?
উত্তর : নবীন পলি গঠিত উচ্চ গঙ্গা সমভূমি। খাদার পাঞ্জাবে বেট নামে পরিচিত।

62. বাগর কি?
উত্তর : প্রাচীন পলি গঠিত উচ্চ গঙ্গা সমভূমি।

63. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : গুরুশিখর 1722 মি ।

64. বীহড় কি?
উত্তর : মধ্য ভারতের চম্বল নদী উপত্যকার এবড়ো খেবড়ো ভূমি বীহড় নামে পরিচিত।

65. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর : নর্মদা নদীর ওপর ভোরঘাটে।

66. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখ।
উত্তর : পরেশনাথ পাহাড়, 1326 মি।

67. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : অমরকন্টক ( 1065মি) ।

68. মালনাদ কথার অর্থ কি?
উত্তর : কানাড়া ভাষায় মাল কথার অর্থ পাহাড় ও নাদ কথার অর্থ দেশ। কর্নাটক মালভূমির পশ্চিম ভাগে উঁচু নীচু ঢেউ খেলানো পাহাড়ময় অঞ্চলকে মালনাদ বলে।

69. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : দোদাবেতা, 2631মি ।

70. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : আনাইমুদি, 2695 মি।

71. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপ এর মাঝে।

72. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর : স্যাডল পিক (737 মি)।

73. ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি?
উত্তর : আরাবল্লী পর্বত।

74. ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
উত্তর : লাদাখ মালভূমি ।

75. বেট কি?
উত্তর : পঞ্জাবে নবীন পলি গঠিত সমভূমি বেট নামে পরিচিত।

76. চোস বা খোস কি?
উত্তর : পাঞ্জাবে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাবে চোস বা খোস বলে।

77. ভুর কি?
উত্তর : পাঞ্জাব সমভূমিতে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে ভুর বলে।

78. মরুস্থলী কি?
উত্তর : ভারতীয় থর মরুভূমির একেবারে পশ্চিম অংশে অবস্থিত উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় অঞলকে মরুস্থলী বা মৃতের দেশ বলে।

79. ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখ।
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন ।

80. পশ্চিম ঘাট পর্বতমালার দুটি গ্যাপ বা গিরিপথের নাম লেখ। 
উত্তর : ১. নাসিকের কাছে থলঘাট ও ২. পুনের কাছে ভোরঘাট

81. কচ্ছের রন কি?
উত্তর : গুজরাতের উত্তরে অগভীর জলাভূমি দেখা যায়। একে কচ্ছের রন বলে। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ।

82. কয়াল কি?
উত্তর : মালাবার (কেরালা) উপকূলে অবস্হিত অগভীর হ্রদ বা লেগুনকে স্থানীয় ভাবে কয়াল বলে। উদাহরণ – ভেম্বানাদ, অষ্টমুদি ।

83. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দক্ষিণে কোন পর্বতের সাথে মিশেছে?
উত্তর : নীলগিরি ।

84. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : জিন্দাগাধা (1690 মি)।

85. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : নকরেক ।

86. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : নামচাবারোয়া (7756মি) ।

87. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি?
উত্তর : ওড়িশা উপকূলের চিল্কা।

88. ভারতের নবীনতম রাজ্যের নাম কি?
উত্তর : তেলেঙ্গানা ।

89. কোন দুই পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা?
উত্তর : পীরপাঞ্জাল ও জাস্কর।

90. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত  ?
উত্তর : মনিপুরে ।

91. কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তর : কর্ণাটক।

92. ভারতের পাট গবেষণা কেন্দ্র ?
উত্তর : পশ্চিমবঙ্গের ব্যারাকপুর।

93. ভারতের দুগ্ধ গবেষণা কেন্দ্র ?
উত্তর : হরিয়ানার কর্নাল ।

94. ভারতের জাতীয় মৎস্য গবেষণা কেন্দ্র ?
উত্তর : মহারাষ্ট্রের মুম্বাই ।

95. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
দ্বিতীয়।

96. ভারতের ধান গবেষণা কেন্দ্র ?
উত্তর : উড়িষ্যার কটক।

97. ভারতের গম গবেষণা কেন্দ্র ?
উত্তর : দিল্লির পুসা ইনস্টিটিউট ।

98. ভারতের চা গবেষণা কেন্দ্র ?
উত্তর : অসমের জোরহাট ।

99. ভারতের আঁখ গবেষণা কেন্দ্র ?
উত্তর : উত্তর প্রদেশের লখনৌ ।

100. ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র ?
উত্তর : মহারাষ্ট্রের নাগপুর ।

1 thought on “200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners”

  1. I am glad i got to find your THIS site. I have been examining out a few of your articles and its pretty stuff to read. I will surely bookmark your blog to make sure I could get an up to date post. You can find more info here
    regards

Comments are closed.

Scroll to Top