200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners

ভূগোলের প্রশ্ন ও উত্তর

101. মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি ছিল?
উত্তর : পিক XV

102. পক প্রণালী কোথায় অবস্থিত ?
উত্তর : ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।

103. রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
উত্তর : ধ্রিয়ান।

104. গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি?
উত্তর : গঙ্গা।

105. সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : সিনকাবাব হিমবাহ ।

106. ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : তিব্বতের চেমায়ুং দং হিমবাহ।

107. মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে?
উত্তর : নর্মদা

108. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর : গোদাবরী ।

109. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ ।
উত্তর : লুনি ।

দেখে নাওপশ্চিমবঙ্গের ভূগোল –  প্রশ্ন ও উত্তর

110. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
উত্তর : সাংপো ।

101. মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি ছিল?
উত্তর : পিক XV

102. পক প্রণালী কোথায় অবস্থিত ?
উত্তর : ভারত ও শ্রীলঙ্কার মধ্যে।

103. রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত?
উত্তর : ধ্রিয়ান।

104. গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি?
উত্তর : গঙ্গা।

105. সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : সিনকাবাব হিমবাহ ।

106. ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : তিব্বতের চেমায়ুং দং হিমবাহ।

107. মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে?
উত্তর : নর্মদা

108. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর : গোদাবরী ।

109. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ ।
উত্তর : লুনি ।

110. ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত?
উত্তর : সাংপো ।

111. কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা?
উত্তর : ভাগীরথী ও অলকানন্দা নদী।

112. কোন নদীর ব-দ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে?
উত্তর : কাবেরী (থাঞ্জাভুর জেলা) নদী।

113. গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে কোন হ্রদ অবস্থিত ?
উত্তর : কোলেরু ।

114. কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত?
উত্তর : নর্মদা ও তাপ্তি।

115. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
উত্তর : ভাকরা-নাঙ্গাল ।

116. অলকানন্দা ও মন্দাকিনী নদী কোথায় মিশেছে?
উত্তর : রুদ্র প্রয়াগ

117. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে?
উত্তর : দৈর্ঘ্যের বিচারে গোদাবরী কে এবং পবিত্রতার দিক থেকে কাবেরী।

118. গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহন করা হয়?
উত্তর : 1985 সালে।

119. রাজস্থানে লবণাক্ত হ্রদ গুলি কি নামে পরিচিত? 
উত্তর : প্লায়া ।

120. ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত?
উত্তর : ডিহং ।

121. ভারতের প্রধান নদীর নাম কি?
উত্তর : গঙ্গা ।

122. গঙ্গা নদীর উৎস কোথায়?
উত্তর : উত্তরাখন্ডে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে।

123. গঙ্গা কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে?
উত্তর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়া-র কাছে।

124. গঙ্গার শাখা দুটির নাম কি কি?
উত্তর : প্রধান শাখা পদ্মা যেটা বাংলাদেশের মধ্য দিয়ে এবং আরেকটি শাখা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে।

125. গঙ্গা নদীর কোন অংশ ভাগীরথী নামে পরিচিত?
উত্তর : গিরিয়া থেকে নবদ্বীপ পর্যন্ত।

126. গঙ্গা নদীর কোন অংশ হুগলি নদী নামে পরিচিত?
উত্তর : নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত।

127. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত?
উত্তর : যমুনা।

128. ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ।
উত্তর : নর্মদা ও তাপ্তী।

129. কাবেরী নদীর ওপর অবস্হিত ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম কি? 
উত্তর : শিবসমুদ্রম ।

130. ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কি?
উত্তর : হীরাকুদ ।

131. ভারতের উচ্চতম বাঁধটির নাম কি?
উত্তর : ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ

132. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
উত্তর : উত্তর প্রদেশের সারদা খাল।

133. গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি?
উত্তর : যমুনা।

134. যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে?
উত্তর : উত্তরাখন্ডের কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে।

135. ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি?
উত্তর : অসমে ব্রহ্মপুত্র নদীর মধ্যে গঠিত মাজুলি দ্বীপ।

136. ভারতের কোন নদীর ব দ্বীপ দেখতে পাখির পায়ের মত?
উত্তর : কৃষ্ণা নদীর ।

137. ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? 
উত্তর : প্যাংগং ।

138. যোগ বা জেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত ?
উত্তর : সরাবতী নদীর ওপর ।

139. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে? 
উত্তর : নর্মদা নদীর ওপর ।

140. পুলিকট হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর : তামিলনাড়ুর চেন্নাই এর কাছে।

141. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে?
উত্তর : বিন্ধ্যপর্বতকে।

142. ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
উত্তর : সুবর্ণরেখা ও মাহী।

143. উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়?
উত্তর : কূপ ও নলকূপ।

144. দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত?
উত্তর : জলাশয়।

145. কোন নদীকে স্কাই রিভার বলে?
উত্তর : ব্রহ্মপুত্র।

146. ভারতের কোন রাজ্য ভৌম জলসংরক্ষন ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে?
উত্তর : তামিলনাড়ু।

147. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
উত্তর : দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)

148. ইডেন খাল কোন রাজ্যেঅবস্থিত ?
উত্তর : পশ্চিমবঙ্গে ।

149. মালচিং কি? 
উত্তর : মৃত্তিকার ওপর আবর্জনা জমা করে বাস্পীভবন রোধ করার পদ্ধতি।

150. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর : কৃষ্ণা ।

1 thought on “200+ ভূগোলের প্রশ্ন ও উত্তর – PDF । One Liners”

  1. I am glad i got to find your THIS site. I have been examining out a few of your articles and its pretty stuff to read. I will surely bookmark your blog to make sure I could get an up to date post. You can find more info here
    regards

Comments are closed.

Scroll to Top