ভূগোলের প্রশ্ন ও উত্তর
151. DVC কোন বহুমুখী পরিকল্পনাকে অনুকরণ করে গড়ে তোলা হয়?
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি।
152. তিলাইয়া ও ও মাইথন বাঁধ কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে?
উত্তর : দামোদরের উপনদী বরাকরের উপর।
153. জলসেচে অতিরিক্ত ভৌম জলের ব্যবহার মৃত্তিকায় কি সমস্যা সৃষ্টি করে?
উত্তর : মৃত্তিকা লবণাক্ত ও অনূর্বর হয়।
154. ভারতের একটি প্রবাল দ্বীপ এর নাম লেখ।
উত্তর : লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ ।
155. মৌসুমী জলবায়ুর দেশ কাকে বলা হয়?
উত্তর : ভারতকে।
156. গ্রীষ্মকালে ( এপ্রিল-মে-বা-চৈত্র-বৈশাখ) বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যে বজ্রবিদ্যুত্সহ ঝড় ও শিলাবৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর : কালবৈশাখী
157. কালবৈশাখী অসমে কি নামে পরিচিত?
উত্তর : বরদৈছলা
158. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে?
উত্তর : লু
159. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে যে ধূলি ঝড় হয় তার নাম কি?
উত্তর : আঁধি
160. চেরি ব্লসমস্ কি?
উত্তর : প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কর্ণাটকে কফি চাষে সুবিধা করে বলে একে কফি বৃষ্টি বা চেরি ব্লসমস্ বলে।
161. প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত?
উত্তর : আম্র বৃষ্টি।
162. ভারতের সর্বাধিক বৃষ্টি কোথায় হয়?
উত্তর : মেঘালয় এর মৌসিনরামে।
163. ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর : লাদাখ ।
163. ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর : তামিলনাড়ুর করমন্ডল উপকূলে।
164. ভারতের আবহাওয়া দফতর (মৌসম ভবন) কোথায় অবস্থিত ?
উত্তর : নতুন দিল্লি।
165. ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোথায় দেখা যায়?
উত্তর : মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
165. জেট বায়ু প্রবাহের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে?
উত্তর : মৌসুমী বায়ুর।
166. লা নিনার সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
উত্তর : লা নিনা যে বছর দেখা যায় সে বছর মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকে ফলে ভারতে বৃষ্টি বেশি হয়।
167. এল নিনোর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
উত্তর : যে বছর এল নিনো দেখা যায় সে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় ও ভারতে খরা (বৃষ্টিপাত) হয়।
168. এল নিনো কথার অর্থ কি?
উত্তর : খ্রীষ্টের দুরন্ত সন্তান বা শিশু যীশু।
169. লা নিনা কথার অর্থ কি?
উত্তর : শান্ত বালিকা।
170. NLM এর পুরো কথাটি কি?
উত্তর : Northern Limit of Monsoon.
181. ভারতে কোন মাটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে ?
উত্তর : পলিমাটি ।
182. কোন মাটির আরেক নাম ব্ল্যাক কটন সয়েল?
উত্তর : কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি ।
183. ভারতে পডজল মাটি কোথায় দেখা যায় ?
উত্তর : হিমালয় পার্বত্য অঞ্চলে ।
184. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?
উত্তর : রাজস্থানের যোধপুর ।
185. পশ্চিমবঙ্গের কোথায় খোয়াই অঞ্চল দেখা যায় ?
উত্তর : বীরভূমের শান্তিনিকেতন ও পশ্চিম মেদিনীপুরের গনগনি অঞ্চলে ।
186. খোয়াই বলতে কী বোঝো ?
উত্তর : বৃষ্টির জলের মাধ্যমে মাটির ক্ষয় কাজ বেশি হলে বিভিন্ন নালা সৃষ্টি হয়, সেই নালা গুলি ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে বিশাল আকার ধারণ করলে সে অঞ্চলে এবরো খেবরো বিচ্ছিন্ন ভূমিরূপ এর সৃষ্টি হয়, একে খোয়াই বা badland বলে।
187. সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায় ?
উত্তর : ভারতের থর ভূমি অঞ্চলে ।
188. ল্যাটেরাইট মাটির বি স্তরে যে শক্ত আবরণ দেখা যায়, তাকে কি বলে ?
উত্তর : ডুরিক্রাস্ট
189. হার্ডপ্যান কোন মাটিতে দেখা যায়?
উত্তর : পডসল ।
190. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর : উত্তরাখণ্ডের দেরাদুনে।
141. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে?
উত্তর : বিন্ধ্যপর্বতকে।
142. ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
উত্তর : সুবর্ণরেখা ও মাহী।
143. উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়?
উত্তর : কূপ ও নলকূপ।
144. দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি প্রচলিত?
উত্তর : জলাশয়।
145. কোন নদীকে স্কাই রিভার বলে?
উত্তর : ব্রহ্মপুত্র।
146. ভারতের কোন রাজ্য ভৌম জলসংরক্ষন ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে?
উত্তর : তামিলনাড়ু।
147. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
উত্তর : দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)
148. ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : পশ্চিমবঙ্গে ।
149. মালচিং কি?
উত্তর : মৃত্তিকার ওপর আবর্জনা জমা করে বাস্পীভবন রোধ করার পদ্ধতি।
150. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর : কৃষ্ণা ।
161. প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত?
উত্তর : আম্র বৃষ্টি।
162. ভারতের সর্বাধিক বৃষ্টি কোথায় হয়?
উত্তর : মেঘালয় এর মৌসিনরামে।
163. ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্থিত ?
উত্তর : লাদাখ ।
163. ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়?
উত্তর : তামিলনাড়ুর করমন্ডল উপকূলে।
164. ভারতের আবহাওয়া দফতর (মৌসম ভবন) কোথায় অবস্থিত ?
উত্তর : নতুন দিল্লি।
165. ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোথায় দেখা যায়?
উত্তর : মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
165. জেট বায়ু প্রবাহের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে?
উত্তর : মৌসুমী বায়ুর।
166. লা নিনার সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
উত্তর : লা নিনা যে বছর দেখা যায় সে বছর মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকে ফলে ভারতে বৃষ্টি বেশি হয়।
167. এল নিনোর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক?
উত্তর : যে বছর এল নিনো দেখা যায় সে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় ও ভারতে খরা (বৃষ্টিপাত) হয়।
168. ভারতের প্রথম পাট শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
উত্তর : হুগলির রিষড়ায় 1854 সালে।
169. ভারতের প্রথম কাগজ শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
উত্তর : হুগলির শ্রীরামপুর 1840 সালে।
170. ভারতের গ্লাসগো কোন শহরকে বলে?
উত্তর : হাওড়া কে।
171. পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচা মাল কি?
উত্তর : ন্যাপথা ।
172. সোনালী চতুর্ভূজ প্রকল্প কোন ধরণের পরিবহনের সাথে যুক্ত?
উত্তর : সড়ক পথ।
173. হীরক চতুর্ভূজ প্রকল্প কোন ধরণের পরিবহনের সাথে যুক্ত?
উত্তর : রেল পরিবহণ
174. সোনালী চতুর্ভূজ প্রকল্প কোন চারটি শহরকে যুক্ত করেছে?
উত্তর : কোলকাতা – দিল্লি – মুম্বই – চেন্নাই
175. সোনালী চতুর্ভূজের কোন শাখার দৈর্ঘ্য সব থেকে বেশি?
উত্তর : কলকাতা – চেন্নাই।
176. ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে?
উত্তর : তামিলনাড়ুর চেন্নাই কে।
177. ভারতের কয়েকটি মোটরগাড়ি কোম্পানির নাম লেখ।
উত্তর : টাটা, মাহিন্দ্রা, অশোক লিল্যান্ড, মারুতি প্রভৃতি।
178. আধুনিক শিল্প দানব কাকে বলে?
উত্তর : পেট্রো রসায়ন শিল্প কে।
179. ভারতের প্রথম কার্পাস শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে ?
উত্তর : হাওড়ার ঘুসুড়ি বা ফোর্ট গ্লস্টার (1818) ।
180. বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করেছে ?
উত্তর : প্রথম ।
181. ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলে ?
উত্তর : মুম্বই কে ।
182. ভারতের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়ে উঠেছে ?
উত্তর : পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন ( বৈদ্যুতিক )
উত্তর প্রদেশের বারানসী (ডিজেল)
পাঞ্জাবের কাপুরথালা ( যাত্রীবাহী কামরা)
183. ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কার্পাস শিল্প কারখানা রয়েছে?
উত্তর : তামিলনাড়ু।
184. ভারতের কোথায় রেলওয়ে কোচ নির্মাণ কারখানা রয়েছে?
উত্তর : তামিলনাড়ুর পেরাম্বুর এ।
185. ভারতের কোথায় বিমান পোত শিল্প গড়ে উঠেছে?
উত্তর : কর্নাটকের বেঙ্গালুরু ও মহারাষ্ট্রের নাসিক এবং ওড়িশার কোরাপুটে।
186. HAL এর পুরো কথাটি কি?
উত্তর : হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ।
187. ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে?
উত্তর : গুজরাতের জামনগরে।
188. Monex কি ?
উত্তর : মৌসুমী বায়ু সংক্রান্ত গবেষণা কর্মসূচি ।
189. শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো ?
উত্তর : যে শিল্প কাঁচামালের উৎস বা বাজারের কাছে বা যেকোন স্থানে গড়ে ওঠে তাকে শিকড় আলগা শিল্প বলে। যেমন কার্পাস বয়ন শিল্প।
190. ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
উত্তর : মহারাষ্ট্রের ট্রমবে তে ।
191. ভারতের প্রথম স্পঞ্জ আয়রন কারখানা কোথায় গড়ে উঠেছে ?
উত্তর : কোটটাগুডাম
192. মৌসুমী বায়ু সাধারণত ভারতের মূল ভূখণ্ডের কবে প্রবেশ করে ?
উত্তর : ভারতের কেরালায় প্রবেশ করে সাধারণত 29 শে মে।
193. ধঙ্কার কি ?
উত্তর : উচ্চ গঙ্গা সমভূমির জলাভূমির মৃত্তিকা ।
194. ভারতে কোন শ্রেণীর অরন্যের পরিমাণ সর্বাধিক?
উত্তর : ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী ।
195. চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত একজনের নাম লেখ ।
উত্তর : সুন্দরলাল বহুগুণা ও চন্ডী প্রসাদ ভাট ।
196. চিপকো আন্দোলন বলতে কী বোঝো?
উত্তর : 1973 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামের ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামের সকলে বিশেষ করে মহিলারা গাছকে জড়িয়ে ধরে স্বতঃস্ফূর্ত আন্দোলন করে এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা বা আলিঙ্গন করে রাখা।
197. আপিকো আন্দোলন কোথায় ও কেন হয় ?
উত্তর : 1983 খ্রিস্টাব্দে কর্নাটকের সির্সি অঞ্চলের সালকানি বনাঞ্চলে স্থানীয় জনগণ বনভূমি ও প্লাবিত হওয়ার আশঙ্কায় জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা অ্যাপিকো আন্দোলন নামে পরিচিত ।
198. ভারতের ইতিহাসে প্রথম পরিবেশ আন্দোলন কোথায় সংঘটিত হয় ?
উত্তর : ভারতের পশ্চিম রাজস্থানের মারওয়ার অঞ্চলে বিষ্ণোই জনজাতির বাস। এরা বৃক্ষ ও পশুপ্রেমী। 1730 খ্রিস্টাব্দে গাছ কাটাকে কেন্দ্র করে অমৃতা দেবী নেতৃত্বে বিষ্ণোই আন্দোলন সংঘটিত হয় ।
199. বর্তমান ভারতের কত শতাংশ বনভূমি?
উত্তর : 2011 সালের হিসাবে 23.81% ।
200. প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয় ?
উত্তর : অরণ্য বা বনভূমি কে।
201. যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন একই থাকে তাকে কি বলে ?
উত্তর : বিশুদ্ধ কাঁচামাল, যেমন কার্পাস।
202. যে সকল কাঁচামাল থেকে উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে কি বলে ?
উত্তর : বিশুদ্ধ কাঁচামাল , যেমন লোহা
203. উদীয়মান বা সূর্যোদয়ের শিল্প কাকে বলা হয় ?
উত্তর : পেট্রোরসায়ন শিল্পকে।
204. অস্তাচলের শিল্প কাকে বলে ?
উত্তর : পাট শিল্পকে।
205. ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ?
উত্তর : তামিলনাড়ুর পোর্টোনোভো তে 1830 সালে।
206. বস্তু সূচক বা পণ্য সূচক বলতে কী বোঝো ?
উত্তর : কোন শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাত কে বস্তু সূচক বা পণ্যসূচক বলে ।
পণ্য সূচক এর মান 1 হলে বুঝতে হবে ওই শিল্পে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহার করা হয়েছে এবং যদি পণ্য সূচক এর মান 1 এর বেশি হয় তবে ও বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহার করা হয়েছে
207. ভারতের সিলিকন ভ্যালি কাকে ও কেন বলে ?
উত্তর : ভারতের অধিকাংশ তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে উঠেছে ব্যাঙ্গালোর শহরে । অনেকটা আমেরিকার সিলিকন ভ্যালির মত। তাই বেঙ্গালুরু কে ভারতের সিলিকন ভ্যালি বলে ।
208. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
দ্বিতীয়।
209. ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর : পশ্চিমবঙ্গ।
210. ভারতে গম উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর : উত্তর প্রদেশ ।
211. ভারতের জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর : মহারাষ্ট্র ।
212. ভারতে বাজরা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর : রাজস্থান ।
213. ভারতে রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
উত্তর : কর্ণাটক ।
214. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর : প্রথম ।
215. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম ?
216: আসাম ।
216. ভারতের কফি গবেষণা কেন্দ্র ?
উত্তর : কর্নাটকের চিকমাগালুর।
217 . ভারতের মিলেট জাতীয় শস্য গবেষণা কেন্দ্র ?
উত্তর : রাজস্থানের যোধপুর।
File Details –
File Name : 200 ভূগোলের প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 415 KB
No. of Pages : 13
Download Link : Click Here To Download
I am glad i got to find your THIS site. I have been examining out a few of your articles and its pretty stuff to read. I will surely bookmark your blog to make sure I could get an up to date post. You can find more info here
regards