শ্রীমতী রেখা শর্মা – জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন
জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী রেখা শর্মা আরও তিন বছর মেয়াদের জন্য মনোনীত হয়েছেন।
১৯৯০ সালের জাতীয় মহিলা কমিশন আইনের ১৯৯০ সালের ২০(৩) নম্বর ধারা অনুসারে, কমিশনের বর্তমান চেয়ারপার্সন শ্রী রেখা শর্মা আজ থেকে (৭ অগাস্ট, ২০২১) আরও তিন বছর মেয়াদে একই পদে মনোনীত হয়েছেন। তিনি ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বা নতুন করে নির্দেশ জারি না হওয়া পর্যন্ত – এর মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত কমিশনের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করবেন।