ভারতের ইতিহাস – সশস্ত্র বিপ্লবী আন্দোলন – প্রশ্ন ও উত্তর
আধুনিক ভারতের ইতিহাসের সশস্ত্র বিপ্লবী আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া রইলো ।
দেখে নাও – ৫০টি সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
1. নিম্নের কে অনুশীলন সমিতির সদস্য ছিলেন না?
– যতীন্দ্রনাথ ব্যানার্জী
– বারীন্দ্রকুমার ঘোষ
– রাসবিহারী বসু
– সতীশচন্দ্র বসু
2. অলিন্দ যুদ্ধে কে/কারা সায়ানাইড খেয়ে তৎক্ষণাৎ মৃত্যু বরণ করেন?
– দীনেশ
– বিনয়
– বাদল
– বিনয় ও দীনেশ
3. কবে যুগান্তর দল কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন?
– 1909 সালে 30 এপ্রিল
– 1908 সালে 30 মার্চ
– 1908 সালে 30 এপ্রিল
– 1909 সালে 30 এপ্রিল
4. বুড়ি বালাম জায়গাটি কোথায়?
– ওড়িশা
– ছোটনাগপুর অঞ্চল
– দক্ষিণ বঙ্গ
– উত্তরাঞ্চল
5. যতীন দাস লাহোর ষড়যন্ত্র মামলার বিচার চলাকালীন কত দিন অনশনের পর মৃত্যু বরণ করেন?
– 64 দিন
– 48 দিন
– 72 দিন
– 56 দিন
6. ‘কোমাগাতামারুর’ ঘটনা কত সালে ঘটে?
– 1914 সালে
– 1913 সালে
– 1916 সালে
– 1909 সালে
7. বুড়ি বালামের তীরে সাহেব টেগার্ট ও বাঘা যতীনের যুদ্ধ কত সালে হয়?
– 1915 সালে 18 এপ্রিল
– 1930 সালে 12 মার্চ
– 1930 সালে 8 ডিসেম্বর
– 1915 সালে 7 সেপ্টেম্বর
8. দামোদর বিনায়ক সাভারকর, 1899 সালে কোথায় ‘মিত্রমেলা’ প্রতিষ্ঠা করেন?
– কানপুর
– নাসিক
– রাজকোট
– দেরাদুন
9. কত সালে যুগান্তর দল ও অনুশীলন সমিতি নিষিদ্ধ হয়?
– 1913 সালে
– 1911 সালে
– 1909 সালে
– 1906 সালে
10. নিম্নের কোন সমিতি “মুক্তি কোন পথে” বইটি প্রকাশ করেন?
– যুগান্তর দল
– বেঙ্গল ভলেন্টিয়ার্স
– ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
– অনুশীলন সমিতি
দেখে নাও – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – সেট ৩
11. রাসবিহারী বসু “পি এন ঠাকুর” ছদ্মনামে কোথায় পালিয়ে যান?
– সিঙ্গাপুর
– ফ্রান্স
– সানফ্রান্সিসকো
– জাপান
12. কত সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়?
– 1902 সালে
– 1906 সালে
– 1904 সালে
– 1905 সালে
13. বিনয়-বাদল-দীনেশ কত সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করে?
– 1930 সালে 8 ডিসেম্বর
– 1930 সালে 22 মার্চ
– 1930 সালে 7 সেপ্টেম্বর
– 1930 সালে 18 এপ্রিল
14. নিম্নের কোনটি পুলিনবিহারী দাস প্রতিষ্ঠা করেন?
– মাদ্রাজ অনুশীলন সমিতি
– বেঙ্গল অনুশীলন সমিতি
– ঢাকা অনুশীলন সমিতি
– বোম্বে অনুশীলন সমিতি
15. যুগান্তর দল কত সালে গড়ে ওঠে?
– 1905 সালে
– 1902 সালে
– 1904 সালে
– 1906 সালে
16. নাসিকের জেলাশাসক জ্যাকসনকে কে হত্যা করেন?
– অনন্ত লক্ষ্মন কানহেরী
– প্রীতিলতা ওয়েদ্দদার
– অরবিন্দ ঘোষ
– কল্পনা দত্ত
17. “ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট” পাস করেন কে?
– আল মিন্টো
– লর্ড মিয়ো
– লর্ড কার্জন
– লর্ড লিটন
18. পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের মূল নেতা কে ছিলেন?
– বারীন্দ্রকুমার ঘোষ
– রাসবিহারী বসু
– সতীশচন্দ্র বসু
– ভূপেন্দ্রনাথ দত্ত
19. রাসবিহারী বসু “পি এন” ছদ্মনামে কোন দেশে পলায়ন করেন?
– ফ্রান্স
– সানফ্রান্সিসকো
– সিঙ্গাপুর
– জাপান
20. কত সালে সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন করেন?
– 1930 সালে 18 এপ্রিল
– 1932 সালে 18 এপ্রিল
– 1932 সালে 18 মার্চ
– 1930 সালে 18 মার্চ
Comments are closed.