জীবনবিজ্ঞান অধ্যায় : হরমোন – প্রশ্ন ও উত্তর

জীবনবিজ্ঞান অধ্যায় : হরমোন – প্রশ্ন ও উত্তর

জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হরমোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর । দেওয়া রইলো উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর।

দেখে নাও – অভিযোজন ও অভিব্যক্তি – প্রশ্ন ও উত্তর

1. নেফ্রনের বৃক্ক নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হলো?
– ACTH
– TSH
– GTH
– ADH

2. মানবদেহে হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম বলেন –
– জে জ্যানসেন এবং জেড জ্যানসেন
– বেলিস এবং স্টারলিং
– স্লেইডেন ও সোয়ান
– ওয়াটসন এবং ক্রিক

3. অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী?
– ভেন্ট
– বেলিস
– স্টারলিং
– কুরোসাওয়া

4. মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কী?
– অ্যাড্রিনালিন
– পিনিয়াল গ্রন্থি
– যকৃত
– থাইরয়েড

5. একটি নিউরো হরমোন হলো?
– গ্লুকাগন
– ইনসুলিন
– অ্যাড্রিনালিন
– সোমাটোস্ট্যাটিন

দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

6. বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন কোনটি?
– জিব্বেরেলিন
– সাইটোকাইনিন
– অক্সিন
– ইথিলিন

7. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি তা হলো?
– ডরমিন
– জিব্বেরেলিন
– অক্সিন
– কাইনিন

8. প্রভু গ্রন্থির প্রভু হলো?
– পিটুইটারি
– হাইপোথ্যালামাস
– অ্যাড্রিনালিন
– থ্যালামাস

9. অক্সিন হরমোন সংশ্লেষিত হয় যে অ্যামাইনো অ্যাসিড থেকে তা হলো?
– ভ্যালিন
– লাইসিন
– ট্রিপটোফ্যান
– ফিনাইল অ্যালানিন

10. নিচের কোনটি একটি উদ্বায়ী হরমোন?
– ফেরোমোন
– গ্যাসট্রিন
– ফ্লোরিজেন
– রেনিন

দেখে নাও – ৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর

11. গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে –
– অক্সিটোসিন
– প্রোজেস্টেরন
– টেস্টোস্টেরন
– রেনিন

12. অ্যান্টিজিব্বেরেলিন নামে যেটি পরিচিত তা হলো?
– ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড
– ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড
– অ্যাবসিসিক অ্যাসিড
– অক্সালিক অ্যাসিড

13. হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোনটি প্রয়োগ করা হয়?
– অ্যাড্রিনালিন
– গ্লুকাগন
– ইনসুলিন
– থাইরক্সিন

14. অগ্নাশয়ের ডেল্টা কোশ থেকে নিঃসৃত হরমোনটি হলো?
– গ্লুকাগন
– রিলাক্সিন
– সোমাটোস্টেটিন
– ইনসুলিন

15. ফুল ফোটাতে সাহায্যকারী হরমোন কোনটি ?
– ভার্নালিন
– ফ্লোরিজেন
– অক্সিন
– ডারমিন

দেখে নাও – কোশ তত্ত্ব ও কোশের গঠন – প্রশ্ন ও উত্তর

16. পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে –
– অক্সিন
– ABA
– জিব্বেরেলিন
– সাইটোকাইনিন

17. ক্যালোরিজেনিক হরমোন বলা হয়?
– অ্যাড্রিনালিনকে
– থাইরক্সিনকে
– ইনসুলিনকে
– গ্লুকাগনকে

18. BMR বৃদ্ধিকারী হরমোন হলো?
– গ্লুকাগন
– ইনসুলিন
– গ্যাস্ট্রিন
– থাইরক্সিন

19. ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায় নিম্নলিখিত কোন হরমোনটি?
– জিব্বেরেলিন
– ফ্লোরিজেন
– অক্সিন
– ইথিলিন

20. GH হরমোন এর অভাবে যে রোগটি হয় –
– অতিকায়ত্ব
– বামনত্ব
– কুশিং বর্ণিত রোগ
– গয়টার

দেখে নাও – জীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

21. অ্যান্টিডায়াবেটিক হরমোন কাকে বলা হয়?
– ভেসোপ্রোসিন
– গ্লুকাগন
– সোমাটোটেস্টেটিন
– ইনসুলিন

22. প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্যারাথহরমোন এর স্বল্প ক্ষরণে নিম্নলিখিত কোন রোগটি ঘটে ?
– মিক্সিডিমা
– অ্যাক্রোমেগ্যালি
– টিটেনি
– হাইপারক্যালসোমিয়া

23. অ্যান্ড্রোজেন হিসাবে পরিচিত হলো –
– প্রোস্টাগ্লান্ডিন
– রিল্যাক্সিন
– রেনিন
– টেস্টোস্টেরন

24. কোন হরমোনের অভাবে বাহসংকোচক ক্রিয়া (vasoconstrictor action) ব্যাহত হয়?
– STH
– LH
– ADH
– MSH

25. উদ্ভিদের নাইট্রোজেন বিহীন জৈব আম্লিক হরমোনটি হল?
– জিব্বেরেলিন
– কাইনিন
– IPA
– অক্সিন

দেখে নাও – মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র – প্রশ্ন ও উত্তর

26. জরায়ুর সংকোচন ঘটিয়ে শিশুর জন্মদানে সাহায্য করে?
– ACTH
– অক্সিটোসিন
– ADH
– STH

27. FSH হরমোনটি রাসায়নিক প্রকৃতিতে কেমন?
– গ্লাইকোপ্রোটিন
– পলিপেপটাইড
– ক্ষারীয়

28. ফ্লোরিজেন হলো এক ধরনের?
– প্রাণী হরমোন
– প্রকল্পিত হরমোন
– প্রাকৃতিক হরমোন
– কৃত্রিম হরমোন

29. কোনটি একটি লোকাল হরমোন?
– অক্সিটোসিন
– অক্সিন
– অ্যাড্রিনালিন
– টেস্টোস্টেরন

30. একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হলো –
– জিব্বেরেলিন
– অ্যাবসিসিক অ্যাসিড
– অক্সিন
– সাইটোকাইনিন

Comments are closed.

Scroll to Top