31. নিচের কোন কনা বায়ুকে সবচেয়ে বেশি আয়নিত করে?
– আলফা কনা
– গামা কনা
– বিটা কনা
– এক্স রশ্মি
32. পতঙ্গের নির্মচন নিয়ন্ত্রণ করা হয়–
– জুভিনাইল দ্বারা
– একোটন দ্বারা
– একডাইসন দ্বারা
– প্যারাহরমোন
33. তড়িৎযোজী যৌগের ক্ষুদ্রতম একক-
– পরমানু
– অনু
– আয়ন
– ইলেকট্রন
34. নিচের কোনটির কারণে মাম্পস রোগ হয়?
– ফাঙ্গি
– ছত্রাক
– ভাইরাস
– ব্যাকটেরিয়া
35. অলিম্পিক্স কথাটি অলিম্পাস শব্দ থেকে এসেছে যা হলো?
– দীপ
– পাহাড়
– নদি
– হ্রদ
দেখে নাও : ২৫টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর – সেট ৫
36. জেনোফার হল-
– প্রোক্যারিওটিক কোষে অবস্থিত DNA
– প্রোক্যারিওটিক কোষে অবস্থিত DNA ও প্রোটিন
– প্রোক্যারিওটিক কোষে অবস্থিত RNA
– প্রোক্যারিওটিক কোষে অবস্থিত DNA ও RNA
37. দক্ষিণ মেরুতে প্রথম গবেষণাগারটির নাম কি?
– পূর্বা
– মৈত্রী
– জাহ্নবী
– দক্ষিণ গঙ্গোত্রী
38. ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত?
– -2
– -3
– +2
– +3
39. NH-6 সংযোগ করে—
– কলকাতার সঙ্গে নিউজলপাইগুড়ি
– দিল্লির সঙ্গে অমৃত্সর
– দিল্লির সঙ্গে ভুপাল
– কোলকাতার সঙ্গে মুম্বাই
40. UNIDO-এর সদর দপ্তর কোথায়?
– নিউইয়র্ক
– জেনেভা
– ওয়াশিংটন ডিসি
– ভিয়েনা