100 Bangla General Knowledge MCQ Practice Set

51. শব্দের বেগ সবচেয়ে বেশি হয় –
– গ্যাসে
– তরলে
– শুন্যস্থানে
– কঠিন

52. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
– ইংল্যান্ড
– ভারত
– চীন
– রাশিয়া

53. কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়?
– পাঞ্জাব
– অন্ধ্রপ্রদেশ
– গুজরাট
– উত্তরপ্রদেশ

54. গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য?
– পশ্চিমবঙ্গে
– বিহার
– ওড়িশা
– আসাম

55. My life My mission বইটির লেখক কে?
– চেতন ভগত
– নরেন্দ্র মোদি
– বাবা রামদেব
– বিক্রম শেঠ

দেখে নাওImportant General Science Questions and Answers in Bengali

56. সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্দ নাম?
– সুনীল গঙ্গোপাধ্যায়
– মহেশ্বেতা দেবী
– আশাপূর্ণা দেবী
– বলাইচাঁদ মুখোপাধ্যায়

57. 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?
– জাকার্তা
– মিলান
– প্যারিস
– বার্মিংহোম

58. 235U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয় –
231Th90
238Th92
232Th90
235Th90

59. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
– বৈকাল
– কাস্পিয়ান
– সুপিরিয়র হ্রদ
– টিটিকাকা

60. ফিউজ এর প্রাথমিক কাজ কি?
– যন্ত্রপাতি সুরক্ষিত রাখা
– লাইন রক্ষা করা
– উচ্চ তড়িৎ প্রবাহে বাধাদান করা
– তড়িৎ বর্তনী খোলা রাখা

Scroll to Top