100 Bangla General Knowledge MCQ Practice Set

61. কোন রাজ্য Go to Village প্রকল্প চালু করলো?
– কেরালা
– নাগাল্যান্ড
– মনিপুর
– মেঘালয়

62. কোন নদীটি আরব সাগরে মিশেছে?
– নর্মদা
– মাহি
– কৃষ্ণা
– গোদাবরী

63. নিন্মলিখিত কোনটি কেন্দ্রীয় কর নয়?
– আয়কর
– রাজস্ব
– আবগারি শুল্ক
– বহিঃশুল্ক

64. একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা-
– PT/2
– RT/2
– PTR
– P/RT

65. ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
– প্রত্যক্ষভাবে
– পরোক্ষভাবে
– রাজ্যসভায়
– A এবং B উভয়

দেখে নাওGeneral Knowledge (GK) in Bengali – Practice Set

66. DC তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত হার্জ ?
– 1000
– 0
– 10
– অসীম

67. ফিমার হাড়টি কোথায় পাওয়া যায়?
– মুখমণ্ডলে
– বাহুতে
– পা
– করোটিতে

68. একটি____তন্তু, ত্বকের তলদেশ ও অন্ত অঙ্গের মধ্যবর্তী স্থান গঠন করে।
– মাসকিউলার
– এপিথেলিয়াল
– এপিডার্মিস
– নার্ভর

69. তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হলো?
– অ্যামমিটার
– কমিউমিটার
– ভোল্টমিটার
– অ্যনিমোমিটার

70. সংসদের যুগ্ম অধিবেশন আহব্বান করেন কে?
– রাষ্ট্রপতি
– প্রধানমন্ত্রী
– উপরাষ্ট্রপতি
– লোকসভার অধ্যক্ষ

Scroll to Top