71. ভারত তথা এশিয়ার দীর্ঘতম গিরিপথ কোনটি?
– জোজিলা
– মানা পাস
– বানিহাল
– লিপুলেখ
72. নিন্মলিখিত কোন যুদ্ধটি ভারতে ফরাসিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে?
– বন্দিবাসের যুদ্ধ
– বক্সারের যুদ্ধ
– পলাশীর যুদ্ধ
– প্রথম কর্ণাটকের যুদ্ধ
73. রাসায়নিক সারের ব্যাবহার সবচেয়ে বেশি হয়-
– অন্ধ্রপ্রদেশ
– পাঞ্জাব
– আসাম
– গুজরাট
74. WMO এর সদর দপ্তর কোথায়?
– রোম
– ওয়াশিংটন
– লন্ডন
– জেনিভা
75. বিশ্বের দ্রুত বিকশিত Tech Hub এর তকমা পেলো কোন শহর?
– লন্ডন
– মুম্বাই
– ব্যাঙ্গালুরু
– প্যারিস
দেখে নাও : General Knowledge MCQ in Bangla – Practice Set
76. নিন্মের কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?
– শক
– গুপ্ত
– কুশান
– মৌর্য
77. নক আউট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
– বাস্কেটবল
– ফুটবল
– ক্রিকেট
– বক্সিং
78. একটি এন্ডবায়োটিক ছত্রাক হলো?
– পলিপোরাস
– সিংকাইট্রিয়াম
– এগারিকাস
– মরকেলা
79. পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল?
– চতুর্থ
– প্রথম
– দ্বিতীয়
– তৃতীয়
80. দন্ত চিকৎসার জন্য কোন দর্পন ব্যাবহার করা হয়?
– অবতল দর্পন
– সমতল দর্পন
– কোনোটিই নয়
– উত্তল দর্পন