11. প্রদত্ত কোনটি এড্রিনালিন হরমোনের কাজ নয় ?
– ঘর্মক্ষরণ নিয়ন্ত্রণ
– রক্তচাপ নিয়ন্ত্রণ
– শুক্রাণুর নিষিক্তক্ষরণ ক্ষমতা প্রদান ✓
– শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ
12. একটি কৃত্রিম হরমোন হলো –
– ন্যাপথালিন এসিটিক অ্যাসিড ✓
– জিব্বেরেলিক অ্যাসিড
– জিয়াটিন
– ইন্ডোল এসিটিক অ্যাসিড
13. আমাদের অষ্টম করোটীয় স্নায়ুটি হলো –
– অপটিক স্নায়ু
– অলফ্যাক্টরি স্নায়ু
– অডিটরি স্নায়ু ✓
– ভেগাস স্নায়ু
14. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হলো –
– ADH
– ইস্ট্রোজেন ✓
– ACTH
– TSH
15. কোনটি অ্যাক্সনের অংশ নয় ?
– সোয়ান কোষ
– মায়োলিন সিড
– নিজল দানা ✓
– নিউরোলেমা
দেখে নাও : 50 Life Science MCQ in Bengali – জীবনবিজ্ঞান প্রশ্ন ও উত্তর
16. কৃষিক্ষেত্রে আগাছা দমনের জন্য ব্যবহার করা হয় –
– 2, 4-D ✓
– অক্সিন
– জিব্বেরেলিন
– কাইনিন
17. একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম হলো –
– অডিটরি
– অলফ্যাক্টরি
– অকিউলোমোটর ✓
– অপটিক
18. কোনটি কারক ?
– রড কোষ
– অন্তর্বাহী স্নায়ু
– স্বাদকোরক
– পেশি ✓
19. একটি লোকাল হরমোন হলো –
– টেস্টোস্টেরোন ✓
– ইনসুলিন
– এড্রিনালিন
– থাইরক্সিন
20. কর্ষণ মাধ্যমে কোন হরমোন প্রয়োগে উদ্ভিদের বিটপ অংশের বৃদ্ধি ঘটে ?
– সাইটোকাইনিন ✓
– জিব্বেরেলিন
– অক্সিন
– অ্যাবসাইসিক অ্যাসিড