21. অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত চলন হলো –
– ফার্নের শুক্রাণুর চলন
– মূলের অভিকর্ষের দিকে চলন ✓
– কাণ্ডের জলের বিপরীত দিকে চলন
– টিউলিপ ফুলের পাপড়ির চলন
22. সবচেয়ে স্ফীত করোটীয় স্নায়ুটি হলো –
– অডিটরি
– ট্রকলিয়ার
– ভেগাস
– ট্রাইজেমিনাল ✓
23. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না –
– থাইরক্সিন
– ইনসুলিন
– এড্রিনালিন
– পেপসিন ✓
24. স্নায়ুকোষকে পুষ্টি উপাদান সরবরাহকারী উপাদান সংশ্লেষিত হয় –
– সাইন্যাপসে
– নিউরোগ্লিয়াতে ✓
– নিউরোনে
– গ্যাংলিয়নে
25. রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যাওয়াকে বলে –
– ডায়াবেটিস মেলিটাস ✓
– হাইপারোপিয়া
– গ্লাইসেমিয়া
– গ্লাইকোসুরিয়া
দেখে নাও : Important General Science Questions and Answers in Bengali
26. এন্টিকিটোজেনিক হরমোন বলা হয় –
– প্রোল্যাকটিনকে
– ইনসুলিনকে ✓
– STH -কে
– গ্লুকাগনকে
27. একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন হলো –
– কাইনিন
– অক্সিটোসিন
– জিব্বরেলিন ✓
– অক্সিন
28. সবচেয়ে দীর্ঘ করোটিও স্নায়ু হলো –
– অডিটরি
– ভেগাস ✓
– ফেসিয়াল
– অপটিক
29. কোন হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখা যায় ?
– ভার্নালিন
– সাইটোকাইনিন ✓
– অ্যাবসাইসিক অ্যাসিড
– ফ্লোরিজেন
30. স্ত্রীদেহে ডিম্বাশয়ের ফলিকলের বৃদ্ধি ঘটিয়ে ডিম্বাণু উৎপাদন ও পুরুষের দেহে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপিত করে –
– ICSH
– STH
– FSH ✓
– ADH