100 MCQ – Life Science GK in Bengali

31. থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো  –
– অগ্ন্যাশয়
– শুক্রাশয়
– এড্রিনাল
– থাইরয়েড

32. প্রদত্তগুলির মধ্যে কোনটি অন্তর্বাহী স্নায়ু ?
– হাইপোগ্লসাল
– অকিউলোমোটর
– অপটিক
– ট্রকলিয়ার

33. জিব্বেরেলিন হলো –
– পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
– পিউরিন গোষ্ঠীভুক্ত
– টারপিনয়েড গোষ্ঠীভুক্ত
– কোনোটিই নয়

34. চোখের পিতবিন্দু রয়েছে –
– কোরয়েডে
– সিলিয়ারি বডিতে
– রেটিনায়
– স্ক্লেরাতে

35. মস্তিষ্কের কোন অংশ মানসিক আবেগ অর্থাৎ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন, চাপ, তাপ, ভালোবাসা ইত্যাদি নিয়ন্ত্রণ করে ?
– থ্যালামাস
– হাইপোথ্যালামাস
– লঘুমস্তিস্ক
– গুরুমস্তিস্ক

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : পৌষ্টক তন্ত্র – প্রশ্ন ও উত্তর

36. হাইপারমেট্রোপিয়াতে বা হাইপারোপিয়াতে ব্যবহৃত হয় –
– অবতল লেন্স
– উভত্তল লেন্স
– সাধারণ লেন্স
– উত্তল লেন্স

37. স্নায়ুসন্ধি অঞ্চল থেকে নিঃসৃত হরমোনকে বলে –
– নিউরোহরমোন
– গ্রোথ হরমোন
– প্যারাক্রীন হরমোন
– অটোক্রিন হরমোন

38. মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদি তা হলো  –
– রেটিনা
– কর্নিয়া
– কোরোয়েড

39. ডিম্বাণুর বৃদ্ধিতে সাহায্য করে যে হরমোন –
– গ্লুকাগন
– টেস্টোস্টেরোন
– ইনসুলিন
– ইস্ট্রোজেন

40. রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে  রূপান্তরকারী হরমোনটির নাম হলো  –
– থাইরক্সিন
– গ্লুকাগন
– ইনসুলিন
– এড্রিনালিন

Scroll to Top