61. মিশ্র স্নায়ু হলো –
– স্পাইনাল এক্সেসরি
– অডিটরি
– গ্লাসোফ্যারিঞ্জিয়াল ✓
– অপটিক
62. মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম নয়
– কনীনিকা ✓
– লেন্স
– কর্নিয়া
– একুয়াস হিউমোর
63. হেটেরো অক্সিন কাকে বলে ?
– IAA ✓
– ডারমিন
– IBA
– CCC
64. স্বীটিও করোটীয় স্নায়ুটি হলো –
– অকিউলমোটর
– অলফ্যাক্টরি
– অডিটরি
– অপটিক ✓
65. কোন জোড়াটি সঠিক নয় ?
– সাইটোকাইনিন – কোষ বিভাজন
– জিব্বেরেলিন – পত্রমোচন রোধ ✓
– অক্সিন – অগ্রস্থ প্রকটতা
– অ্যাবসাইসিক অ্যাসিড – পত্ররন্ধ্রের বন্ধ হয়ে যাওয়া
দেখে নাও : ৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর
66. তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে যে অংশ তা হলো –
– রেটিনা
– কোরয়েড
– কর্নিয়া
– আইরিশ ✓
67. প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে
– হাইপোথ্যালামাস
– এপিথ্যালামাস
– মেটাথ্যালামাস
– থ্যালামাস ✓
68. হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে ?
– ADH ✓
– থাইরক্সিন
– TSH
– STH
69. প্রদত্ত কোন অন্ত:ক্ষরা গ্রন্থি থেকে TSH নিঃসৃত হয় ?
– পিটুইটারি ✓
– থাইরয়েড
– এড্রিনাল
– শুক্রাশয়
70. নাইট্রোজেনধর্মী একটি অম্লিক উদ্ভিদ হরমোন হলো –
– জিব্বেরেলিন
– অক্সিন ✓
– সাইটোকাইনিন
– ইথিলিন