100 MCQ – Life Science GK in Bengali

71. গুরুমস্তিষ্কের কাজ  –
– চাপ, তাপ, স্পর্শ, যন্ত্রনা, অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণে সাহায্য করা
– স্মৃতিশক্তি, বিচারবুদ্ধি, ইচ্ছাশক্তি, বাক্শক্তি ও চিন্তাশক্তির মতো উন্নত মানসিক ক্ষমতাগুলি নিয়ন্ত্রণ
– দর্শন, শ্রবণ, স্বাদগ্রহন, ঘ্রান গ্রহণ নিয়ন্ত্রণ
– সবকটি

72. স্ত্রীদেহ থেকে নিঃসৃত একটি স্টেরয়েড প্রকৃতির হরমোন হলো –
– ইস্ট্রোজেন
– গ্রোথ হরমোন
– গ্লুকাগন
– এড্রিনালিন

73. অক্সিন হলো –
– উদ্ভিদ হরমোন
– প্রাণী হরমোন
– উৎসেচক
– রেচন পদার্থ

74. প্রদত্ত কোন হরমোনটি থাইরয়েড  গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ?
– থাইরোট্রপিন
– ক্যালসিটোনিন
– থাইরক্সিন ( T4 )
– ট্রাই-আয়োডোথাইরোনিন ( T4 )

75. নিউরোপ্লাজমে থাকে কিন্তু অ্যাক্সপ্লাজমে থাকে না  –
– মায়োফাইব্রিল
– নিউরোফাইব্রিল
– নিজল দানা
– সোয়ান কোষ

দেখে নাওবিভিন্ন রোগ ও রোগের জীবাণুর নাম

76. সুষুন্মাকান্ড  ______ টি খন্ড নিয়ে গঠিত । 
– ৩৩ টি
– ১২ টি
– ৩০ টি
– ৩১ টি

77. শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
– থ্যালামাস
– সেরিবেলাম
– পনস
– সবগুলি

78. প্রাণীদের প্রধান বৃদ্ধিকারক হরমোন –
– ইনসুলিন
– এড্রিনালিন
– STH
– ACTH

79. প্রদত্ত কোন করোটীয় স্নায়ু  সংজ্ঞাবহ (Sensory ) প্রকৃতির ?
– অডিটরি
– অলফ্যাক্টরি
– সবকটি
– অপটিক

80. একটি বহির্বাহী স্নায়ুর উদাহরণ হলো 
– ভেগাস
– ফেসিয়াল
– অকিউলোমোটর
– অপটিক

Scroll to Top