100 MCQ – Life Science GK in Bengali

81. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো –
– জিব্বেরেলিন
– অক্সিন
– থাইরক্সিন
– সাইটোকাইনিন

82. নিউরোনের বহির্মুখী শাখাকে কি বলা হয় ?
– অ্যাক্সণ
– সাইটন
– ডেনড্রন
– নিজল দানা

83. উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে –
– ইথিলিন
– অক্সিন
– সাইটোকাইনিন
– জিব্বেরেলিন

84. তারারন্ধ্র প্রসারিত করে অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন হরমোন ?
– থাইরক্সিন
– ইস্ট্রোজেন
– ইনসুলিন
– এড্রিনালিন

85. প্রদত্ত প্রাণী  হরমোন গুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ?
– এড্রিনালিন
– STH
– থাইরক্সিন
– ইনসুলিন

দেখে নাওঅভিযোজন ও অভিব্যক্তি –  প্রশ্ন ও উত্তর

86. মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ তা হলো –
– কোন কোষ
– জনন কোষ
– রড কোষ
– দেহ কোষ

87. মস্তিষ্কের গহ্বরকে বলে –
– নিলয় বা ভেন্ট্রিকল
– অলিন্দ
– নিউরোসিল
– নিউরোহিউমোর

88. ক্যালোরিজিনিক হরমোন হলো –
– GTH
– STH
– ACTH
– থাইরক্সিন

89. প্রতিবর্ত ক্রিয়া প্রধানত নিয়ন্ত্রিত হয়  ________ দ্বারা । 
– লঘুমস্তিস্ক
– হাইপোথ্যালামাস
– থ্যালামাস
– সুষুন্মাকান্ড

90. বয়:সন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয়ে যায় কোন হরমোনের জন্য ?
– প্রোজেস্টরণ
– ইস্ট্রোজেন
– টেস্টোস্টেরন
– থাইরক্সিন

Scroll to Top