200 – Bengali General Knowledge MCQ Set
প্রশ্ন : ভারতের গ্লাসগো কাকে বলা হয় ?
■ জয়পুর
■ আহমেদাবাদ
■ হাওড়া ✓✓
■ বারাণসী
প্রশ্ন : সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
■ জ্যোতিরাও ফুলে ✓✓
■ আত্মারাম পাণ্ডুরঙ্গ
■ রাজা রামমোহন রায়
■ শিশির কুমার
প্রশ্ন : ভাকরা-নাঙ্গাল জলাধার কোন নদীর উপর অবস্থিত ?
■ ঝিলাম
■ সিন্ধু
■ শতুদ্র ✓✓
■ বিপাশা
প্রশ্ন : ভারতের কোথায় জাফরান চাষ হয় ?
■ জম্মু ও কাশ্মীর ✓✓
■ আসাম
■ ঝাড়খণ্ড
■ উত্তরপ্রদেশ
প্রশ্ন : সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ?
■ দুই
■ তিন ✓✓
■ চার
■ পাঁচ
প্রশ্ন : ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ?
■ একটি
■ দুটি
■ তিনটি ✓✓
■ চারটি
প্রশ্ন : প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে ?
■ ১৯৪৭
■ ১৯৪৯
■ ১৯৫১ ✓✓
■ ১৯৫৩
প্রশ্ন : বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট আছে ?
– ৪০টি
– ৪১টি
– ৪২টি
– ৪৬টি ✓✓
প্রশ্ন : বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে ?
■ আসাম
■ ওড়িশা ✓✓
■ বিহার
■ ঝাড়খণ্ড
প্রশ্ন : বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় ?
■ ট্রপোস্ফিয়ার ✓✓
■ মেসোস্ফিয়ার
■ হেটেরোস্ফিয়ার
■ স্ট্র্য়াটোস্ফিয়ার
প্রশ্ন : কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
■ ১৮৫৭ ✓✓
■ ১৮৫৮
■ ১৮৫৯
■ ১৮৬০
প্রশ্ন : ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমা রেখা কোনটি ?
■ রেডক্লিফ রেখা
■ ম্যাকমোহন রেখা ✓✓
■ ডুরন্ড রেখা
■ ৩৮ সমান্তর রেখা
প্রশ্ন : নীচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম ?
■ CID
■ ISI
■ ROW
■ CIA ✓✓
প্রশ্ন : ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে ?
■ সঙ্গীতের ক্ষেত্রে
■ পত্রকারিতার ক্ষেত্রে
■ চিকিৎসার ক্ষেত্রে ✓✓
■ বিজ্ঞানের ক্ষেত্রে
প্রশ্ন : নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি ?
■ কিউই পাখি ✓✓
■ লিলি ফুল
■ শ্বেত লিলি
■ গোলাপ ফুল
প্রশ্ন : বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো কোন দেশের নাগরিক ?
■ স্পেন
■ পোর্তুগাল
■ ইতালি ✓✓
■ সুইডেন
প্রশ্ন : আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
■ চরক
■ ফ্রান্সিস বেকন ✓✓
■ এডওয়ার্ড টেলার
■ ল্যাঁভসিরেঁ
প্রশ্ন : ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
■ তামিলনাড়ুর এর্নাকুলামে ✓✓
■ হরিয়ানার কার্নালে
■ মহারাষ্ট্রের মুম্বাইয়ে
■ নিউ দিল্লিতে
প্রশ্ন : ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ?
■ রাজিয়া সুলতান
■ রমা দেবী
■ অরুণা আসফ আলী
■ অমৃতা কাউর ✓✓
প্রশ্ন : ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন ?
■ দাদা সাহেব ফালকে ✓✓
■ সি জি দেশমুখ
■ দাদাভাই নৌরজ
■ গৌতম কাজী