প্রশ্ন : উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন ?
■ মার্কিন ভূ-বিজ্ঞানী ✓✓
■ ব্রিটিশ ভূ-বিজ্ঞানী
■ বাঙালি ভূ-বিজ্ঞানী
■ চীনা ভূ-বিজ্ঞানী
প্রশ্ন : বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে ?
■ শশাঙ্ক
■ গোপাল
■ লক্ষণ সেন
■ বল্লাল সেন ✓✓
প্রশ্ন : ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা ?
■ ঝাড়খণ্ড
■ পাঞ্জাব ✓✓
■ মধ্যপ্রদেশ
■ রাজস্থান
প্রশ্ন : রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে ?
■ ভিটামিন A
■ ভিটামিন C
■ ভিটামিন D
■ ভিটামিন K ✓✓
প্রশ্ন : শিলং কোন রাজ্যের রাজধানী ?
■ মণিপুর
■ মেঘালয় ✓✓
■ কেরালা
■ গোয়া
প্রশ্ন : নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্ৰদূত কাকে বলা হয় ?
■ অবনীন্দ্রনাথ ঠাকুর ✓✓
■ যামিনী রায়
■ নন্দলাল বসু
■ প্রদীপ মাইতি
প্রশ্ন : রাজ্য সচিবালয়ের শীর্ষস্থানাধিকারী কে ?
■ রাজ্যপাল
■ মেয়র
■ নির্বাচন কমিশনার
■ মুখ্যসচিব ✓✓
প্রশ্ন : প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করে ?
■ সর্মিলা শর্মা
■ বাচেন্দ্রী পাল
■ ছন্দা গায়েন
■ অরুনিমা সিনহা ✓✓
প্রশ্ন : মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
■ যকৃত ✓✓
■ প্লীহা
■ অগ্ন্যাশয়
■ পিত্তথলি
প্রশ্ন : ‘Henley Passport Index 2021’ -তে ভারতের স্থান কত ?
■ ৫৮
■ ৮৫ ✓✓
■ ৫৫
■ ৪৮
প্রশ্ন : ‘Break Out Economies’ তালিকায় ভারতের স্থান কত ?
■ পঞ্চম
■ চতুর্থ ✓✓
■ প্রথম
■ দ্বিতীয়
প্রশ্ন : ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কী ?
■ বাদাম ✓✓
■ সোয়াবিন
■ গাজর
■ শসা
প্রশ্ন : রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় ?
■ আন্দিজ পর্বত
■ রকি পর্বত
■ আল্পস পর্বত ✓✓
■ বিন্ধ্য পর্বত
প্রশ্ন : প্রয়াত বেদ মেহতা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
■ খেলাধুলা
■ নভেলিস্ট ✓✓
■ সাংবাদিকতা
■ সঙ্গীত
প্রশ্ন : ‘One School One IAS’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ?
■ বিহার
■ ঝাড়খণ্ড
■ কেরালা ✓✓
■ মধ্যপ্রদেশ
প্রশ্ন : ‘ভারতীয় সেনা দিবস’ কবে পালন করা হয় ?
■ ১৪ই ফেব্রুয়ারি
■ ১৫ই জানুয়ারি ✓✓
■ ১৬ই জানুয়ারি
■ ১৭ই জানুয়ারি
প্রশ্ন : অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
■ বালগঙ্গাধর তিলক
■ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
■ জাকির নায়েক
■ মহাত্মা গান্ধী ✓✓
প্রশ্ন : গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে ?
■ কুষাণ ✓✓
■ মৌর্য
■ গুপ্ত
■ কোনটিই নয়
প্রশ্ন : আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?
■ ১২ই এপ্রিল
■ ১২ই মার্চ
■ ১২ই জুন
■ ১২ই আগস্ট ✓✓
প্রশ্ন : ‘কাশ্মীরের আকবর’ কাকে বলা হয় ?
■ জয়নাল আবেদিন ✓✓
■ আলাউদ্দিন হোসেন শাহ
■ ফিরোজ শাহ তুঘলক
■ সামসুদ্দিন শাহ