200 – Bengali General Knowledge MCQ Set

প্রশ্ন : ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক ?
■ পশ্চিমবঙ্গ
■ উত্তরপ্রদেশ ✓✓
■ ঝাড়খণ্ড
■ বিহার


প্রশ্ন : ‘পশ্চিমবঙ্গের শস্যাগার’ কোন জেলাকে বলা হয় ?
■ বর্ধমান ✓✓
■ বাঁকুড়া
■ বীরভূম
■ নদীয়া


প্রশ্ন : ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কোন দেশকে বলা হয় ?
■ নরওয়ে ✓✓
■ নেদারল্যাণ্ড
■ জাপান
■ নিউজিল্যাণ্ড


প্রশ্ন : ‘কলবর’ -নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করলো কোন রাজ্য সরকার ?
■ নাগাল্যান্ড
■ বিহার ✓✓
■ মণিপুর
■ মেঘালয়


প্রশ্ন : পাখিদের রক্ষা করতে ‘করুনা অভিযান’ লঞ্চ করলো কোন রাজ্য ?
■ মধ্যপ্রদেশ
■ গুজরাট ✓✓
■ বিহার
■ পশ্চিমবঙ্গ


প্রশ্ন : কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?
■ আরশোলা
■ শামুক
■ চিংড়ি
■ উপরের সবগুলোই ✓✓


প্রশ্ন : কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
■ শ্রীগুপ্ত
■ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
■ কুমার গুপ্ত ✓✓
■ সমুদ্রগুপ্ত


প্রশ্ন : কোন ক্ষেত্রে ‘ভাটনগর পুরস্কার’ প্রদান করা হয় ?
■ কৃষি
■ অর্থনীতি
■ সাহিত্য
■ বিজ্ঞান ও প্রযুক্তি ✓✓


প্রশ্ন : জিম্বাবুয়ের রাজধানীর নাম কি ?
■ হ্যানয়
■ হারারে ✓✓
■ প্রেটোরিয়া
■ লুসাকা


প্রশ্ন : ‘Holy City’ হিসেবে কোন শহর বিখ্যাত ?
■ রােম
■ জেরুজালেম ✓✓
■ বাগদাদ
■ মক্কা


প্রশ্ন : ভারতের কোন রাজ্য পূর্বে ‘নেফা’ নামে পরিচিত ছিল ?
■ পশ্চিমবঙ্গ
■ অরুণাচল প্রদেশ ✓✓
■ উত্তরপ্রদেশ
■ অসম


প্রশ্ন : কোলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
■ আন্না চান্দি
■ ফতিমা বিবি
■ শ্রীমতি পদ্মা খাস্তগীর ✓✓
■ ময়ূরী মজুমদার


প্রশ্ন : ১৮২০ এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
■ ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগর
■ রামমোহন রায়
■ ডিরোজিও ✓✓
■ দ্বারকানাথ ঠাকুর


প্রশ্ন : আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি ?
■ কলেরা
■ টাইফয়েড
■ ব্ল‍্যাকফুট ✓✓
■ আমাশয়


প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে কত সালে ?
■ ১৭৬৪
■ ১৭৬৫ ✓✓
■ ১৭৬৬
■ ১৭৬৩


প্রশ্ন : আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল –
■ লাব্রাডর স্রোত ✓✓
■ নিরক্ষীয় স্রোত
■ ক‍্যানারী স্রোত
■ ব্রাজিল স্রোত


প্রশ্ন : ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয় ?
■ ১৯০৫ ✓✓
■ ১৯০৬
■ ১৯১০
■ ১৯১২


প্রশ্ন : খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
■ দাবা ✓✓
■ খোখো
■ টেনিস
■ কুস্তি


প্রশ্ন : আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?
■ স্নেল ✓✓
■ হুক
■ বয়েল
■ ওয়েসিক


প্রশ্ন : চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
■ সংকোচী গহ্বর
■ সবুজ গ্ৰন্থি ✓✓
■ রেনেট কোষ
■ ফ্লেম কোষ


প্রশ্ন : মানবদেহে বৃহত্তম জয়েন্ট কোনটি ?
■ কনুই
■ হাঁটু ✓✓
■ হিপ
■ কাঁধ


প্রশ্ন : Open Skies Treaty থেকে সরে এলো কোন দেশ ?
■ জাপান
■ রাশিয়া ✓✓
■ ইজরায়েল
■ ভারত

Scroll to Top