প্রশ্ন : জাপানের বৃহত্তম বিমান বন্দর কোনটি ?
■ ওসাকা
■ টোকিও ✓✓
■ হিরোশিমা
■ নাগাসাকি
প্রশ্ন : পৃথিবীর কয়টি গতি ?
■ একটি
■ দুটি ✓✓
■ চারটি
■ পাঁচটি
প্রশ্ন : পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
■ রামমোহন রায়
■ দয়ানন্দ সরস্বতী
■ আত্মারাম পাণ্ডুরঙ্গ ✓✓
■ জ্যোতিবা ফুলে
প্রশ্ন : ভারত গৌরব অ্যাওয়ার্ড ২০২০ পেলেন কোন আইপিএস অফিসার ?
■ সৌহার্দ গোস্বামী
■ কৈলাস মোহান্তি ✓✓
■ করুণা সাগর
■ জীবন কুমার
প্রশ্ন : কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
■ স্বামী দয়ানন্দ সরস্বতী
■ গোবিন্দ রানাডে
■ আত্মারাম পান্ডুরঙ্গ
■ লালা হংসরাজ ✓✓
প্রশ্ন : সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
■ অন্ধ্রপ্রদেশ ✓✓
■ মধ্যপ্রদেশ
■ মহারাষ্ট্র
■ কর্ণাটক
প্রশ্ন : কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
■ জম্মু ও কাশ্মীর ✓✓
■ অন্ধ্রপ্রদেশ
■ কেরল
■ তেলেঙ্গানা
প্রশ্ন : ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
■ ২৬শে জানুয়ারি
■ ২৬শে ডিসেম্বর
■ ২৬শে জুলাই
■ ২৬শে নভেম্বর ✓✓
প্রশ্ন : দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইনডিপেনডেন্স -এর রচয়িতা কে ?
■ বিনায়ক দামোদর সাভারকর ✓✓
■ হরিশচন্দ্র মুখোপাধ্যায়
■ রমেশচন্দ্র দত্ত
■ দাদাভাই নৌরজি
প্রশ্ন : জাতীয় কন্যা দিবস পালন করা হয় কবে ?
■ ২৩শে জানুয়ারি
■ ২৪শে জানুয়ারি ✓✓
■ ২৫শে জানুয়ারি
■ ৬শে জানুয়ারি
প্রশ্ন : কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?
■ ১১৯১ খ্রিস্টাব্দে ✓✓
■ ১১৯৯ খ্রিস্টাব্দে
■ ১১৯২ খ্রিস্টাব্দে
■ ১১৭২ খ্রিস্টাব্দে
প্রশ্ন : ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে ?
■ ১৯২১সালে
■ ১৯৫১সালে
■ ১৯১১সালে ✓✓
■ ১৯১০সালে
প্রশ্ন : কলকাতা সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
■ স্যার এলিজা ইম্পে ✓✓
■ বরেওয়েল
■ ফিলিপ ফ্রান্সিস
■ মনসুন
প্রশ্ন : মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয় ?
■ কৌরব ও পাণ্ডব ✓✓
■ কুরু ও কোশল
■ পাণ্ডব ও ক্ষত্রিয়
■ ক্ষত্রিয় ও কৌরব
প্রশ্ন : হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
■ ফ্ল্যাজেলা
■ সিলিয়া
■ চোষক কঙ্গ
■ কর্ষিকা ✓✓
প্রশ্ন : বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে ?
■ ১৮৫৬ ✓✓
■ ১৮১৭
■ ১৮২৯
■ ১৮১৯
প্রশ্ন : ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
■ রৈখিক গতি
■ চলন গতি
■ ঘূর্ণন গতি ✓✓
■ স্পন্দন গতি
প্রশ্ন : বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কী বলে ?
■ থার্মোমিটার
■ ব্যারোমিটার ✓✓
■ ম্যানোমিটার
■ সিসমোমিটার