200 – Bengali General Knowledge MCQ Set

প্রশ্ন : এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?
■ ইয়াং সি কিয়াং ✓✓
■ সিন্ধু
■ গঙ্গা
■ ব্রহ্মপুত্র


প্রশ্ন : পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
■ টোংলু
■ টাইগার হিল
■ গ‍্যাংটক
■ সান্দাকফু ✓✓


প্রশ্ন : আকবরনামা বইটি রচনা করেন কে ?
■ তানসেন
■ আবুল ফজল ✓✓
■ ঘসেটি বেগম
■ গুলমজী খাঁ


প্রশ্ন : কার্য বা শক্তির SI এককের নাম কি ?
■ আর্গ
■ জুল ✓✓
■ ওয়াট
■ হার্জ


প্রশ্ন : ভারতীয় সংবিধান প্রদান করে-
■ এক নাগরিকত্ব ✓✓
■ দ্বি নাগরিকত্ব
■ বহুজাতিক নাগরিকত্ব
■ উপরের সবগুলোই


প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে ?
■ ব্রহ্মবান্ধব উপাধ‍্যায় ✓✓
■ লালন ফকির
■ মতিলাল নেহেরু
■ সুরেন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়


প্রশ্ন : “আন্তর্জাতিক ব্রেইল দিবস” পালন করা হয় প্রতি বছর কোন দিন ?
■ ২রা ফেব্রুয়ারি
■ ৪ঠা জানুয়ারি ✓✓
■ ১৫ই জুন
■ ৩রা মার্চ


প্রশ্ন : খনিজ পদার্থ “ফ্লোরিন” এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয় ?
■ দুর্বল দাঁত ✓✓
■ অ্যানিমিয়া
■ গয়টার
■ ক্ষুধামান্দ্য


প্রশ্ন : “নীল গ্রহ” কাকে বলে ?
■ পৃথিবী ✓✓
■ প্লুটো
■ ইউরেনাস
■ শনি


প্রশ্ন : সম্প্রতি প্রয়াত John Fulton Reid, কোন দেশের ক্রিকেটর ছিলেন ?
■ অস্ট্রেলিয়া
■ নিউজিল্যান্ড ✓✓
■ ইংল্যান্ড
■ শ্রীলঙ্কা


প্রশ্ন : সম্প্রতি প্রয়াত শান্তনু মহাপাত্র কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
■ সাংবাদিকতা
■ সঙ্গীত শিল্পী
■ মিউজিক কম্পোজার ✓✓
■ ফিল্ম ডিরেক্টর


প্রশ্ন : Bloomberg Billionaires Index 2021 -তে মুকেশ আম্বানির স্থান কত ?
■ ৪
■ ১২ ✓✓
■ ৫
■ ২


প্রশ্ন : সম্প্রতি Digital Payments Index লঞ্চ করলো কোন ব্যাঙ্ক ?
■ ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
■ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ✓✓
■ এইচ.ডি.এফ.সি. ব্যাঙ্ক
■ এদের কেউই নয়


প্রশ্ন : ‘Industries Act’ কত সালে গৃহীত হয়েছিল ?
■ ১৯৫০
■ ১৯৫১ ✓✓
■ ১৯৫২
■ ১৯৫৩


প্রশ্ন : সরকার কবে শিল্পনীতি ঘোষণা করে ?
■ ১৯৪৭, ৬ই এপ্রিল
■ ১৯৪৮, ৬ই এপ্রিল ✓✓
■ ১৯৪৭, ৬ই জুন
■ ১৯৪৮, ৬ই জুন


প্রশ্ন : জামিরখানা মসজিদ কে স্থাপন করেন ?
■ ঔরঙ্গজেব
■ ইলতুতমিস
■ মহম্মদ বিন তুঘলক
■ আলাউদ্দিন খিলজী ✓✓


প্রশ্ন : National Highway Authority of India (NHAI) সংস্থাটি কত সালে গঠিত হয় ?
■ ১৯৬৬
■ ১৯৭৭
■ ১৯৮৮ ✓✓
■ ১৯৯৯


প্রশ্ন : কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
■ ঝাড়খণ্ড
■ ছত্রিশগড় ✓✓
■ অসম
■ মধ্যপ্রদেশ


প্রশ্ন : রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন ?
■ শিবাজি
■ শেরশাহ
■ আকবর ✓✓
■ শাহজাহান


প্রশ্ন : জোসেফ ডুপ্লে কোথাকার প্রশাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন ?
■ গোয়া
■ পন্ডিচেরি ✓✓
■ সুরাট
■ কোনটিই নয়


প্রশ্ন : নীচের কার প্রকৃত নাম উলুঘ খান ?
■ গিয়াসউদ্দিন বলবন ✓✓
■ আলাউদ্দিন খলজি
■ গিয়াসউদ্দিন তুঘলক
■ কেউই নন


প্রশ্ন : সব লাল হো জায়েগা উক্তিটি কার ?
■ রঞ্জিত সিং ✓✓
■ ভগৎ সিং
■ লালা লাজপত রায়
■ বিনোভা দে


প্রশ্ন : লেবুতে কোন ভিটামিন থাকে ?
■ ভিটামিন A
■ ভিটামিন B
■ ভিটামিন C  ✓✓
■ ভিটামিন D


প্রশ্ন : জীবনস্মৃতি কার আত্মজীবনী ?
■ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
■ রবীন্দ্রনাথ ঠাকুর ✓✓
■ মান্না দে
■ বিমল মিত্র


প্রশ্ন : পান্না হীরক খনি কোথায় অবস্থিত ?
■ উত্তরপ্রদেশ
■ হরিয়ানা
■ পাঞ্জাব
■ মধ‍্যপ্রদেশ ✓✓


প্রশ্ন : নীলদর্পন নাটকের রচয়িতা কে ?
■ বিপিন চন্দ্র পাল
■ গিরিশ চন্দ্র ঘোষ
■ দীনবন্ধু মিত্র ✓✓
■ বিজন ভট্টাচার্য


প্রশ্ন : World Book and copyright day কবে পালন করা হয় ?
■ ২১শে এপ্রিল
■ ২২শে এপ্রিল
■ ২৩শে এপ্রিল ✓✓
■ ২৪শে এপ্রিল


প্রশ্ন : আপেলের রাজ্য কাকে বলা হয় ?
■ উত্তরপ্রদেশ
■ হিমাচল প্রদেশ ✓✓
■ বিহার
■ পশ্চিমবঙ্গ


প্রশ্ন : ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কি ?
■ দক্ষিণাত্যের সিঁড়ি ✓✓
■ ঋতু
■ বরফে ঢাকা অঞ্চল
■ বহু দ্বীপের দেশ


প্রশ্ন : ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ?
■ মুম্বাই
■ চেন্নাই
■ ব্যাঙ্গালুরু ✓✓
■ আহমেদাবাদ


প্রশ্ন : Economic Nightmare of India বইটির লেখক কে ?
■ মোরারজি দেশাই
■ চরণ সিং ✓✓
■ জ্যোতি বসু
■ মহম্মদ ইউনুস


প্রশ্ন : অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলে ?
■ স্পর্শ পদ্ধতি
■ হল পদ্ধতি ✓✓
■ ডাউন পদ্ধতি
■ হেবার পদ্ধতি


প্রশ্ন : ক‍্যালামাইন কোন মৌলের আকরিক ?
■ ক‍্যালশিয়াম
■ ম‍্যাগনেশিয়াম
■ অ্যালুমিনিয়াম
■ জিঙ্ক ✓✓

Scroll to Top