151. গান্ধীজীর কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়?
– ভারত ছাড়
– আইন অমান্য
– অসহযোগ ✓
– নীলচাষের বিরুদ্ধে
152. পোস্ট অফিস গ্রন্থটির লেখক কে?
– অরুন্ধতী রায়
– বিক্রম শেঠ
– রবীন্দ্রনাথ ঠাকুর ✓
– আরডি বিন কার
153. দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন-
– অবতল আয়না ✓
– বিশেষ ধরনের আয়না
– সমতল আয়না
– উত্তল আয়না
154. ভরবেগের আন্তর্জাতিক একক হল—
– Kg m/s^2
– Kg m/s ✓
– Kg/m
– N m/s^2
155. খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত ?
– তামিলনাড়ু
– মধ্যপ্রদেশ ✓
– মহারাষ্ট্র
– উত্তর প্রদেশ
156. 2011 এর জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ মোট জনসংখ্যার দিক থেকে কত তম?
– তৃতীয়
– দ্বিতীয়
– প্রথম
– চতুর্থ ✓
157. নিচের কোনটি কোন পদার্থের রাসায়নিক ধর্মকে নির্ধারন করে?
– নিউট্রন সংখ্যা
– উপরের সবকটি
– ইলেক্ট্রন সংখ্যা ✓
– প্রোটন সংখ্যা
158. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন?
– আলাউদ্দিন খিলজী ✓
– এদের কেউ না
– আকবর
– ইলতুটমিস
159. 37 তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে ?
– ভারত চীন
– আমেরিকা কানাদা
– ভারত মায়ানমার ✓
– ভারত পাকিস্তান
160. ভরবেগের অভিমুখ কোন দিকে হয়?
– বেগের দিকে
– বলের দিকে ✓
– ভরের দিকে
– সরণের দিকে