11. কোন পদার্থের আকার নেই?
– গ্যাসীয় ✓
– কঠিন
– প্লাজমা
– তরল
12. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্ঠা কে ছিলেন?
-হরিশচন্দ্র ✓
– প্রিমচাদ
– লাল্লুজি লাল
– পদ্দাকর ভট্ট
13. হুইলার দ্বীপ এর নতুন নাম কি ?
– বিক্রম সরাভাই
– C.V. Raman
– সতীশ ধাওয়ান
– আব্দুল কালাম ✓
14. নীচের কোনটি পৃথক বের করুন |
– বোন
– মা
– ভাই ✓
– কন্যা
15. হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে?
– নিউজিল্যান্ড
– ফিনল্যান্ড ✓
– হল্যান্ড
– থাইল্যান্ড
16. নউটংকি কোথাকার নৃত্য
– উত্তর প্রদেশ ✓
– তামিলনাডু
– পাঞ্জাব
– রাজস্থান
17. আরব সাগরের দ্বীপের কোন অংশটি মিনিকয় দ্বীপপুঞ্জ নামে পরিচিত?
– পশ্চিম
– উত্তর
– দক্ষিণ ✓
– পূর্ব
18. ECG করা হয় শরীরের কোন অঙ্গের জন্য?
– গলা
– হৃৎপিণ্ড ✓
– পাকস্থলী
– মস্তিস্ক
19. প্রথম IPL শুরু হয়েছিল?
– 2005
– 2009
– 2006
– 2008 ✓
20. পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন রাজ্যে ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি?
– তামিলনাড়ু
– কর্ণাটক
– গুজরাট ✓
– মধ্যপ্রদেশ