51. পারদের আপেক্ষিক তাপ কত?
– 160
– 236
– 140 ✓
– 332
52. দেশলাই কে আবিষ্কার করেন?
– এডিসন
– জন ওয়াকার ✓
– রবার্ট হুক
53. ____ উদ্ভিদের বীজগুলি নগ্ন হয়।
– লেবু
– গাজর
– গম
– পাইনফল ✓
54. ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যাবহার করা হয়?
– হাইড্রোক্লোরাড অ্যাসিড
– সালফিউরিক অ্যাসিড ✓
– নাইট্রিক অ্যাসিড
– আসেটিক অ্যাসিড
55. মস্তিষ্কের কোন অংশটি আমাদের শ্বাসপ্রস্বাসে সাহায্য করে?
– মেডালা ✓
– লঘুমস্তিস্ক
– গুরু মস্তিস্ক
– হাইপোথালামস
56. মানুষের হৃদপিণ্ডের ওজন প্রায় কত?
– 400 গ্রাম
– 450 গ্রাম
– 350 গ্রাম
– 300 গ্রাম ✓
57. নিচের কোন হাইড্রোকার্বনটি অসম্পৃক্ত?
– ইথিলিন ✓
– ইথেন
– মিথেন
– Both A এবং B
58. শামুকের রেচন অঙ্গ–
– নেফ্রিডিয়া
– কক্সাল গ্রন্থি
– বোজানাসের অঙ্গ ✓
– কেবারের অঙ্গ
59. মানব দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম –
– স্টেপিস ✓
– ইনকাস
– মেলিয়াস
– ফিমার
60. ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?
– সংসদ
– প্রধানমন্ত্রী
– সুপ্রিম কোর্ট ✓
– রাষ্ট্রপতি