71. প্রথম কোন মহিলা পৃথিবীর সপ্তসমুদ্র সাঁতরে পার হয়েছিলেন ?
– সন্তোষ যাদব
– আরতি সাহা
– বাচেন্দ্রী পাল
– বুলা চৌধুরী ✓
72. পৃথিবীতে অপ্রচলিত শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হলো—
– সৌরশক্তি ✓
– বায়ু শক্তি
– জোয়ার ভাটা শক্তি
– ভুতাপ শক্তি
73. সাগা দাভা নামক উৎসব কারা পালন করত?
– কোনোটিই নয়
– বৌদ্ধরা ✓
– নাগারা
– জৈনরা
74. বেশিরভাগ উৎসেচক তৈরি হয়—
– প্রোটিন ✓
– শর্করা
– সুগার দিয়ে
– ফ্যাট
75. চার্লি চ্যাপলিনের আত্মজীবনী মুলক চলচ্চিত্র কোনটি
– গোল্ডেন রাশ
– লাইমলাইট ✓
– দ্য কিড
– দ্য ট্রাম্প
76. জোজিলা পাস সংযোগ করে –
– শ্রীনগর ও লেহ ✓
– কালিম্পং ও লাসা
– চাম্বা ও স্পিতি
– অরুনাচল প্রদেশ ও তিব্বত
77. বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
– মধ্যপ্রদেশ ✓
– ঝাড়খণ্ড
– উত্তরপ্রদেশ
– কেরল
78. কিষান ঘাট কার সমাধিস্থল?
– কে নারায়ন
– চৌধুরী চরন সিং ✓
– চন্দ্রশেখর
– জগজীবন রাম
79. প্রোটন কে আবিষ্কার করেন?
– আরকেমিদিস
– রাদারফোর্ড ✓
– আইজ্যাক নিউটন
80. বেশিরভাগ গাছ নাইট্রোজেন শোষণ করে এই আকারে –
– ইউরিয়া
– নাইট্রেট ও নাইট্রাইট ✓
– প্রোটিন
– নাইট্রেট, নাইট্রাইট ও ইউরিয়া