200 Gk Question Answer in Bengali

81. Kg m/s^2 কার একক–
– ওপরের কোনোটিই নয়
– বল
– কৃতকার্যে
– ভরবেগ

82. সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে?
– Na
– Br
– Hg
– Ga

83. প্লাবতার সূত্র কে আবিষ্কার করেন?
– নিউটন
-আর্কিমিডিস 
– গ্যালিলিও
– রবার্ট হুক

84. নক্ষত্রদের ঝিকিমিক করার কারন?
– আলোর প্রতিসরণ
– আলোর অভ্যন্তরীণ পুর্ণ প্রতিফলন
– আলোর বিক্ষেপণ
– আলোর বিচ্ছুরণ

85. প্রকৃতিতে বল কাজ করে—
– জোড় বিজোড়
– একক ভাবে
– সবকটি
– জোড়ায় জোড়ায়

86. নীল বিদ্রোহের নেতা কে ছিলেন?
– ভবানী পাঠক
– দিগম্বর বিশ্বাস
– দেবী চৌধুরানি
– বুদ্ধ ভগৎ

87. সবচেয়ে হাল্কা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি?
– ক্রিপ্টন
– আর্গন
– হিলিয়াম
– নিওন

88. প্রথম ইংরেজি ভাষার মহিলা কবি – 
– আশাপূর্ণা দেবী
– অরুন্ধতী রায়
– তরু দত্ত
– কোনোটিই নয়

89. নিন্মলিখিত কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে?
– Zn
– Cu
– Fe
– Al

90. আফগানিস্তানের দীর্ঘতম নদী?
– মানস
– আমুদরিয়া
– হেলমন্দ
– কোনটিই না

Scroll to Top