মেডিসিন ২০২১ সালের নোবেল জিতলেন – ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ান
আমেরিকান বিজ্ঞানী ডেভিড জুলিয়াস (David Julius) এবং আর্ডেম পাতাপৌতিয়ানকে (Ardem Patapoutian) যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিনে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন।
তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।