২০২২ সালের অ্যাবেল পুরস্কার পেলেন ডেনিস পার্নেল সুলিভান
২০২২ সালের অ্যাবেল পুরস্কার পেলেন আমেরিকান গণিতবিদ ডেনিস পার্নেল সুলিভান (Dennis Parnell Sullivan)।
নরওয়ে সরকারের তরফ থেকে প্রতিবছর এক বা একাধিক গণিতবিদ দের এই পুরস্কার দেয়া হয় গণিত শাস্ত্রে তাদের অসামান্য অবদানের জন্য।
যেহুতু গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না, সেইজন্য অনেকেই অ্যাবেল পুরস্কারকে গণিতের ক্ষেত্রে নোবেল পুরস্কারের সমতুল্য বলে মনে করেন, যদিও দুটি পুরস্কারের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই। ঊনবিংশ শতাব্দীর নরওয়ের বিখ্যাত গণিতজ্ঞ নিলস হেনরিক অ্যাবেল (Niels Henrik Abel) এর নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়।
প্রথম অ্যাবেল পুরস্কার দেওয়া হয়েছিল ২০০৩ সালে, সেইবছর এই পুরস্কার পান ফরাসি গণিতবিদ জিন-পিয়েরে সেরে (Jean-Pierre Serre)।