General Awareness MCQ in Bengali
দেওয়া রইলো ৫০টি সাধারণ জ্ঞান ( General Awareness MCQ in Bengali ) -এর প্রশ্ন ও উত্তর ।
দেখে নাও – Bengali GK | বাংলা সাধারণ জ্ঞান – সেট ১১
1. নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে?
– ফ্লোয়েম কলা
– স্কেরেনকাইমা কলা
– কোলেনকাইমা কলা
– জাইলেম কলা
2. কোনো বিক্ষেপিত আলোকরশ্মির তীব্রতা……?
– আলোর তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক
– আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক
– আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমানুপাতিক
– আলোর তরঙ্গদৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক
3. জলে ভাসমান কোন বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত?(CRA Exam “12)
– বস্তুর আয়তনের সমান
– ভাসমান বস্তুর জলে গভীরতার সমান
– বস্তুর জলে নিমজ্জিত অংশের উল্লম্ব উচ্চতার সমান
– বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান
4. একটি কাঠের ব্লক জলে ভাসছে। জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? (Group D Exam “12)
– সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভাসতে থাকবে
– ব্লকটি ডুবে যাবে
– ব্লকটির উপরের অংশ অ্যালকোহলের উপরে থাকবে
– কোন পরিবর্তন হবে না
5. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো বাদামি বা নীল হয়?( Group D Exam “13)
– কর্নিয়া
– কোরয়েড
– আইরিশ
– পিউপিল
6. রেশম প্রস্তুত হয়?
– রেশমকীটের লার্ভা দ্বারা
– রেশমকীটের পিউপা দ্বারা
– রেশমকীটের ডিম দ্বারা
– রেশমকীটের দ্বারা
7. আরশোলার দেহে কতগুলি শ্বাসছিদ্র থাকে?
– 12 জোড়া
– 8 জোড়া
– 10 জোড়া
– 6 জোড়া
8. নাইট্রোজেনকে আবদ্ধ করতে সক্ষম জীবাণুর নাম?
– নস্টক
– অ্যাজোটোব্যাকটর
– সবগুলোই
– অ্যানাবিনা
9. কোন পরিবাহীর রোধ 100Ω হলে, পরিবাহিতা কত হবে?
– 0.01Ω.m
– 100Ω.m
– 0.01Ω/m
– 0.01/Ω
10. প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেন?
– স্লেইডেন
– রবার্টসন
– রবার্ট হুক
– লিউয়েনহক
দেখে নাও – জেনারেল নলেজ – General Knowledge in Bengali – সেট ১০
11. প্লাস্টিক টেপ রেকর্ডারের টেপে যে প্রলেপ থাকে, তা হলো? (ASM Exam “09)
– আয়রন সালফেট
– আয়রন অক্সাইড
– ম্যাগনেসিয়াম অক্সাইড
– জিংক অক্সাইড
12. সালোকসংশ্লেষের সময় ইলেকট্রন পরিবহনের জন্য দায়ী ধাতব আয়নটি হল? (WBCS “10)
– আয়রন
– কোবাল্ট
– সোডিয়াম
– পটাশিয়াম
13. একটি গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে হলে?
– একটি নিম্নমানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হয়
– একটি উচ্চমানের রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হয়
– একটি নিম্নমানের রোধকে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়
– একটি উচ্চমানের রোধকে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়
14. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কয়টি?(WBCS”13)
– 17টি
– 11টি
– 77টি
– 7টি
15. 7000Å তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলোকরশ্মি কোন মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গদৈর্ঘ্য হয় 5000Å ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
– 1.33
– 1.2
– 1.4
– 1.5
16. নিম্নলিখিতের মধ্যে কোনটি মৌলিক পদার্থ? (ASM Exam “08)
– পান্না
– হীরক
– চুনি
– নীলকান্তমণি
17. কোন আলোক রশ্মির কম্পাঙ্ক 2×10¹⁵ Hz হলে Å এককে তরঙ্গদৈর্ঘ্য কত?
– 2000Å
– 3000Å
– 1500Å
– 1000Å
18. একটি n-p-n ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহিত হয়?(ESM-III Exam “10)
– বেস থেকে
– এমিটার থেকে
– কালেকটার থেকে
– কোনোটিই নয়
19. টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে কোন অঙ্গাণু?
– থাইলাকয়েড
– রাইবোজোম
– লাইসোজোম
– এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
20. বায়োপসি করা হয়? (Group D Exam “12)
– মৃতব্যক্তির টিস্যু নিয়ে
– শিরার রক্ত নিয়ে
– ধমনীর রক্ত নিয়ে
– জীবিত ব্যাক্তির টিস্যু নিয়ে
দেখে নাও – জেনারেল নলেজ – General Knowledge in Bengali – সেট ১০
21. মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? (Group D Exam “12)
– সাব ম্যাক্সিলারি গ্রন্থি
– সাবলিঙ্গুয়াল গ্রন্থি
– প্যারোটিড গ্রন্থি
– ইনফ্রা অরবিটাল গ্রন্থি
22. এক টুকরো বরফ একটি কাচের গ্লাসে রাখা জলে ভাসছে। বরফটি সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? (Group D Exam”12)
– জলতল হ্রাস পাবে
– জলতল প্রথমে উপরে উঠবে এবং পরে নিচে নামবে
– জলতলের কোনো পরিবর্তন হবে না
– জলতল বৃদ্ধি পাবে
23. উৎসেচক জৈব রাসায়নিক বিক্রিয়ার বৃদ্ধি করে? (WBCS “10)
– বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধি করে
– বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বৃদ্ধি করে
– বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি হ্রাস করে
– বিক্রিয়ার তাপমাত্রা হ্রাস করে
24. “সল্ক” টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? (Group D Exam “12)
– জলাতঙ্ক
– পোলিও
– গুটি বসন্ত
– হাম
25. চাপ প্রয়োগের ফলে রোধ কমে যায় নিচের কোনটির?
– কার্বন
– জার্মেনিয়াম
– পারদ
– সেলেনিয়াম
26. ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? (ECRC Exam “08)
– সৌর বিদ্যুৎ
– তাপবিদ্যুৎ
– নিউক্লিয় চুল্লি
– জলবিদ্যুৎ
27. 9.3kcal তাপ উৎপন্ন হয় কোন বস্তু থেকে?
– 1 গ্রাম ফ্যাট থেকে
– 1 গ্রাম গ্লুকোজ থেকে
– 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে
– 1 গ্রাম প্রোটিন থেকে
28. অ্যালজাইমার রোগটি হলো? (TC/CC Exam “11)
– অনাক্রম্যতাজনিত রোগ
– মস্তিষ্কের রোগ
– বৃক্কের রোগ
– যকৃতের রোগ
29. নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়?(Group D Exam “12)
– হিলিয়াম
– বিউটেন
– ইথিলিন
– মিথেন
30. নিম্নের কোনটি endemic জাতীয় উদ্ভিদ?(WBCS “11)
– Kydia calycina
– Quercus incana
– Eleusine coracana
– Phoenir paludosa
দেখে নাও – ৪০টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সেট – ৯
31. প্রথম কৃত্রিম ভাবে প্রস্তুত মৌল কোনটি? (RRB “15)
– ফ্রান্সিয়াম
– টেকনেশিয়ান
– নেপচুনিয়াম
– আইনস্টেনিয়াম
32. থাইলাকয়েড কোথায় থাকে?
– মাইটোকনড্রিয়ার মধ্যে
– থাইরয়েড গ্রন্থির মধ্যে
– প্লাস্টিডের মধ্যে
– অগ্ন্যাশয় গ্রন্থির মধ্যে
33. জোঁকের রেচন অঙ্গের নাম কী?
– নেফ্রিডিয়া
– কক্সাল গ্রন্থি
– বোজনাসের অঙ্গ
– ফ্লেমকোশ
34. নিম্নলিখিত কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়?(TC Exam “09)
– নিয়ন
– হাইড্রোজেন
– হিলিয়াম
– নাইট্রোজেন
35. নিচের উদ্ভিদের মধ্যে কোনটির স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ থাকে?(WBCS “08)
– সূর্যমুখী
– ফার্ন
– ক্যাকটাস
– জলপদ্ম
36. জিপসাম কোন ধাতুর আকরিক?(Loco pilot “13)
– আয়রন
– ক্যালসিয়াম
– ম্যাগনেসিয়াম
– সোডিয়াম
37. বাড়িতে 5টি 60W বাল্ব রোজ 5ঘন্টা জ্বললে এক মাসে তড়িৎশক্তি খরচ হয়?( PSC clerk “04)
– 45 kW-h
– 3 kW-h
– 300 W-h
– 12 W-h
38. লোহার বিশুদ্ধ রূপটি হলো?(Group D Exam “12)
– ইস্পাত
– ঢালাই লোহা
– পেটা লোহা
– কলঙ্কহীন ইস্পাত
39. ক্ল্যাডোগ্রাম নিম্নের কোনটিকে ব্যাখ্যা করে?(WBCS”12)
– ফেনেটিক সম্পর্ক
– জিনগত সম্পর্ক
– শ্রেণীবিন্যাসগত সম্পর্ক
– বিবর্তনমূলক সম্পর্ক
40. আপেক্ষিক রোধের SI একক হল? (Jr Acc Asstt Exam “09)
– ওহম/মিটার
– ওহম/মিটার²
– ওহম-মিটার
– ওহম
দেখে নাও – ৫০টি General Awareness in Bangla MCQ – সেট ৮
41. STP তে একটি সম্পৃক্ত দ্রবণ হলো? (ASM Exam “08)
– লাল
– বর্ণহীন
– লাল এবং সবুজ
– সবুজ
42. সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরি করে তা হলো?(Group D Exam”12)
– সালফোনিক অ্যাসিড
– সালফিউরিক অ্যাসিড
– কোনোটিই নয়
– সালফিউরাস অ্যাসিড
43. নিম্নলিখিত মধ্যে কোনটি non-ferrous ধাতু?(Jr Cleark Exam “09)
– কোবাল্ট
– অ্যালুমিনিয়াম
– নিকেল
– আয়রন
44. কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট?
– হাইড্রোজেন
– মলিবডেনাম
– নাইট্রোজেন
– সোডিয়াম
45. মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে? (TC/CC Exam “10)
– আঙুল
– বুক
– কোনোটিই নয়
– মস্তিষ্ক
46. নিচের কোনটি মেটামরফিক রকের উদাহরণ নয়? (RRB “16)
– লাইমস্টোন
– কোয়ার্টজ
– মার্বেল
– নিস
47. বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বলে?(ASM Exam “09)
– আইসোবার
– আইসোকার্ভ
– আইসোকোর
– V.T.P লেখ
48. রক্তে কোন যৌগ রূপে অক্সিজেন পরিবাহিত হয়?
– কার্বোঅ্যামিনো হিমোগ্লোবিন
– কার্বোঅ্যামিনো প্রোটিন
– কার্বনিক অ্যাসিড
– কোনোটিই নয়
49. একটি লোহার পেরেকে মরচে পড়লে, আয়রন অক্সাইড তৈরি হয় এবং(TC/CC Exam “10)
– ওজনের কোনো পরিবর্তন হয় না
– সঙ্গে ওজনও কমে
– সঙ্গে ওজনও বৃদ্ধি পায়
– বর্ণের কোনো পরিবর্তন হয় না
50. চোখের যে অংশে সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জাগায় তা হল?
– ফোবিয়া সেন্ট্রালিস
– আইরিশ
– ভিট্রিয়াস হিউমার
– অন্ধবিন্দু
Comments are closed.