50 Science GK MCQ in Bengali – Practice Set

11. অ্যামোনিয়ার জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্ত করলে যে পদার্থ অধঃক্ষিপ্ত হয় তার বর্ণ কেমন ?
– বাদামি
– সবুজাভ হলুদ
– সাদা
– লাল

12. মানুষের অ্যাপেনডিক্স কোন অঙ্গে রূপান্তর ?
– জেজুনাম
– কোলন
– সিকাম
– ইলিয়াম

13. নীচের কোনটি সঠিক নয়?
– সুরশলাকার গতি – স্পন্দন গতির উদাহরণ
– তরঙ্গের বিস্তার বেশি হলে তরঙ্গের তীব্রতাও বেশি হবে
– পড়ন্ত বস্তুর গতি-পর্যাবৃত্ত গতির উদাহরণ
– শব্দ তরঙ্গ- একটি যান্ত্রিক তরঙ্গ।

14. রেমিজেস পালক থাকে পাখির কোন অঙ্গে ?
– মাথায়
– পুচ্ছে
– ডানাই
– বুকের নিচে

15. ভারতের ব্যাঘ্র প্রকল্প শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
– 1972
– 1952
– 1985
– 1973

দেখে নাওবিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের তালিকা

16. সচল অস্থি সন্ধির প্রকোষ্ঠে কোন তরল থাকে ?
– কোশরস
– লসিকা
– সাইনোভিয়াল তরল
– মস্তিষ্ক মেরুরস

17. নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়-
– কলেরা
– চিকেন পক্স
– মিসলস
– হেপাটাইটিস

18. বরফ গলনের ফলে আয়তন ___।
– কমে
– কোনোটিই নয়
– একই থাকে
– বাড়ে

19. পেশীর অস্থির সঙ্গে কি যুক্ত থাকে ?
– টেনডন
– কন্ডরা
– ১ ও ২ উভয়েই
– লিগামেন্ট

20. নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না ?*
– CO2
– NO
– No2
– CFC

Scroll to Top