41. জার্মান সিলভারে সিলভার এর পরিমাণ কত?
– ০%
– ৯০%
– ১০০%
– ১০%
42. নিচের কোন পদার্থটির ধ্রুবীয় দ্রাবক জলে দ্রবীভূত হয় ?
– খাদ্য লবন
– গ্লুকোজ
– ইথানল
– সবকটি
43. ননস্টিকের বাসন তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?
– পলিথিন
– টেফলন
– pvc
– নাইলন
44. লিমোনাইট কোন ধাতুর আকরিক-
– লোহা
– অ্যালুমিনিয়াম
– তামা
– কয়লা
45. স্তন্যপায়ীদের জরায়ু ও যোনি নালির মধ্যে অবস্থিত, সরু নালীর মতো সংযোগস্থলটির নাম-
– ইউরেথ্রা
– সারভিক্স
– কর্টেক্স
– ক্রিটোরিজ
দেখে নাও : অ্যাসিড ও ক্ষার – প্রশ্ন ও উত্তর
46. লেঞ্জের সূত্র থেকে কি জানতে পারা যায় ?
– আবিষ্ট তড়িচ্চালক বলের মান
– আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ
– আবিষ্ট প্রবাহের মান
– আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ
47. নিচের কোনটি একক বিহীন রাশি?
– উষ্ণতা
– ভর
– আপেক্ষিক গুরুত্ব
– ওজন
48. গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু-
– ফাইলেরিয়া
– সালমোনেলা
– অ্যামিবা
– প্লাজমোডিয়াম
49. কোন অবস্থায় আদর্শ গ্যাস , বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করে ?
– নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা
– নিম্নচাপ ও নিম্ন তাপমাত্রা
– উচ্চচাপ ও উচ্চ তাপমাত্রা
– উচ্চচাপ ও নিম্ন তাপমাত্রা
50. পিউটার ধাতু সংকরে কোন কোন ধাতু উপস্থিত থাকে ?
– তামা ও সীসা
– তামা ও টিন
– তামা ও দস্তা
– সীসা ও টিন