১১. একটি বিকারে রাখা তরলের মধ্যে একটি বস্তু ভাসমান অবস্থায় আছে। সমগ্র সংস্থাটিকে বাধাহীন ভাবে পড়তে দেওয়া হলে, বস্তুটির ওপর তরলের উর্দ্ধঘাত-
[A] অপসারিত তরলের ওজনের সমান
[B] তরলে নিমজ্জিত অংশের ওজনের সমান
[C] শূন্য
[D] সমগ্র বস্তুটির ওজনের সমান
উত্তর : [C] শূন্য
১২. অভিকর্ষহীন স্থানে কোনো প্রবাহীর থাকবে না –
[A] পৃষ্টটান
[B] সান্দ্রতা
[C] চাপ
[D] ঊর্ধ্বঘাত
উত্তর : [D] ঊর্ধ্বঘাত
১৩. যে ধর্মের জন্য তরলের মুক্তপৃষ্ঠ টান করা পর্দার মতো আচরণ করে-
[A] সংসক্তি
[B] অসঞ্জন
[C] সান্দ্রতা
[D] পৃষ্ঠটান
উত্তর : [D] পৃষ্ঠটান
১৪. সাঁড়াশি কোন শ্রেণির যুগ্ম লিভার ?
[A] প্রথম শ্রেণির লিভার
[B] দ্বিতীয় শ্রেণির লিভার
[C] তৃতীয় শ্রেণির লিভার
[D] একই সাথে প্রথম ও দ্বিতীয় শ্রেণির লিভার
উত্তর : [A] প্রথম শ্রেণির লিভার
১৫. একটি যন্ত্র 5g -wt বল প্রয়োগ করে 12g – wt ভার তোলে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত ?
[A] 1
[B] 60
[C] 2.4
[D] 1.2
উত্তর : [C] 2.4
১৬. একটি যন্ত্রের 9.81N বল প্রয়োগ করে 2 kg ভর তোলে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা হল –
[A] 9.81
[B] 1
[C] 2
[D] 100
উত্তর : [C] 2
১৭. ভূগর্ভস্থ জলতল ভূপৃষ্ঠ থেকে কতটা গভীর হলে ” টিউবওয়েল ” দ্বারা ভূগর্ভস্থ জল উপরে তোলা সম্ভবপর হবে না –
[A] 20 ft
[B] 25 ft
[C] 28 ft
[D] 34 ft
উত্তর : [D] 34 ft
১৮. একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায়?
[A] নিরক্ষরেখায়
[B] উত্তর ও দক্ষিণ মেরুতে
[C] পাহাড়ের চূড়ায়
[D] খনির মধ্যে
উত্তর : [B] উত্তর ও দক্ষিণ মেরুতে
১৯. একখণ্ড সুতির কাপড়ের একটি পাশ যদি একটি বিকারে রাখা জলের মধ্যে ডোবানো হয় তবে সেটি ভিজে যায়, এর কারণ কি?
[A] মহাকর্ষ
[B] সান্দ্রতা
[C] স্থিতিস্থাপকতা
[D] কৈশিক ক্রিয়া
উত্তর : [D] কৈশিক ক্রিয়া
২০. মহাকর্ষীয় ধ্রুবকের একক নিচের কোনটি ?
[A] cm^4.sec-1.gm-2
[B] cm. sec-3.gm-2
[C] cm^3.sec-2.gm-1
[D] gm. cm-3.sec-2
উত্তর : [C] cm^3.sec-2.gm-1