৩১. কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব (specific gravity) পরিমাপ করা হয় –
[A] হাইড্রোমিটার
[B] হাইগ্রোমিটার
[C] ট্যাকোমিটার
[D] গ্রাভিটিপেজ
উত্তর : [A] হাইড্রোমিটার
৩২. কোনো তরলের মধ্যে কোনো একটি বিন্দুতে ক্রিয়াশীল তরলের চাপ উক্ত বিন্দুতে তরলের গভীরতার –
[A] সমানুপাতিক
[B] ব্যস্তানুপাতিক
[C] বর্গের সমানুপাতিক
[D] বর্গমুলের সমানুপাতিক
উত্তর : [A] সমানুপাতিক
৩৩. একটি সরোলদোলকের পর্যায়কাল নির্ভর করে –
[A] পেন্ডুলামের বব -এর ভরের ওপর
[B] কম্পনের বিস্তারের ওপর
[C] পেন্ডুলামের দৈর্ঘ্যের ওপর
[D] উপরের কোনোটিই নয়
উত্তর : [C] পেন্ডুলামের দৈর্ঘ্যরে ওপর
৩৪. সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় –
[A] শক্তি
[B] মুক্তিবেগ
[C] ক্ষমতা
[D] ঘাত
উত্তর : [C] ক্ষমতা
৩৫. কার্য ঘটে কেবল যখন –
[A] প্রযুক্ত বল খুব বেশি হয়
[B] কার্যকর বলের অভিমুখে সরণ হয়
[C] প্রযুক্ত বল ও সরণ পরস্পরের লম্ব হয়
[D] বল প্রযুক্ত হয়
উত্তর : [B] কার্যকর বলের অভিমুখে সরণ হয়
৩৬. বল ও সরণের মধ্যে স্থূলকোন থাকলে , যে কার্য হয় তা হল –
[A] 1
[B] শূন্য
[C] + ve
[D] – ve
উত্তর : [D] -ve
৩৭. তাপশক্তির তড়িৎশক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে-
[A] হাইড্রামিটার রূপান্তরিত হয়
[B] থার্মোমিটার রূপান্তরিত হয়
[C] থার্মোকাপল রূপান্তরিত হয়
[D] ফটোকোশে রূপান্তরিত হয়
উত্তর : [C] থার্মোকাপল -এ রূপান্তরিত হয়
৩৮. কোনো গতিশীল বস্তুর ভরবেগ যদি 20% বৃদ্ধি পায় তাহলে তার গতিশক্তি বৃদ্ধির পরিমাপ হবে –
[A] 36%
[B] 40%
[C] 44%
[D] 50%
উত্তর : [C] 44%
৩৯. ডায়নামো রূপান্তরিত করে-
[A] যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে
[B] তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
[C] যান্ত্রিক শক্তিকে চৌম্বক শক্তিতে
[D] উপরের কোনটিই নয়
উত্তর : [A] যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
৪০. বল ও সরণের স্কেলার গুনফলকে বলা হয়
[A] কার্য
[B] ক্ষমতা
[C] শক্তি
[D] ভরবেগ
উত্তর : [A] কার্য