৪১. যে যন্ত্র শব্দশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে তা নীচের কোনটি –
[A] ট্রান্সফর্মার
[B] মাইক্রোফোন
[C] মোটর
[D] গ্যালভানোমিটার
উত্তর : [B] মাইক্রোফোন
৪২. আলোকতড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
[A] আলোকশক্তি থেকে তড়িৎশক্তি
[B] যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি
[C] তড়িৎশক্তি থেকে আলোক শক্তি
[D] রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তি
উত্তর : [A] আলোকশক্তি থেকে তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়
৪৩. একটি স্থির বস্তুতে থাকে –
[A] গতিশক্তি
[B] স্থিতিশক্তি
[C] ভরবেগ
[D] গতিশক্তি ও স্থিতিশক্তি
উত্তর : [B] স্থিতিশক্তিতে
৪৪. “ওয়াট”- কিসের একক ?
[A] ক্ষমতা
[B] শক্তি
[C] কার্য
[D] বল
উত্তর : [A] ক্ষমতা
৪৫. যখন 1 N পরিমাপের একটি বলের প্রয়োগবিন্দুর সরণ 1m হয়, তখন ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাপ কত?
[A] 1 W
[B] 1 J
[C] 1 erg
[D] উপরের কোনোটিই নয়
উত্তর : [B] 1 J (কারন এক নিউটন মিটার = ১ জুল )
৪৬. চুনে জল ঢাললে শক্তির রূপান্তর কেমন হবে –
[A] শক্তির রূপান্তর হবে না
[B] রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে তাপশক্তিতে
[C] তাপশক্তি রূপান্তরিত হবে রাসায়নিক শক্তিতে
[D] তেজস্ক্রিয় বিকিরণ হবে
উত্তর : [B] রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে তাপশক্তিতে
৪৭. “বল x সময়” হল-
[A] শক্তি
[B] বেগ
[C] কার্য
[D] ঘাত
উত্তর : [D] ঘাত (Force x Time = Impulse )
৪৮. রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায় –
[A] তড়িৎকোশে
[B] ট্রান্সফর্মারে
[C] ডায়নামোতে
[D] ট্রান্সডিউসার
উত্তর : [A] তড়িৎকোশে
৪৯. কোন ক্ষেত্রে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
[A] শ্বসন
[B] সন্ধান
[C] সালোকসংশ্লেষ
[B] বাষ্পমোচন
উত্তর : [C] সালোকসংশ্লেষ
৫০. দুটি বস্তু, একটি হাল্কা এবং একটি ভারী ; দুটি বস্তুর ওপর যদি একই মানের বল, একই অভিমুখে, একই সময় ধরে ক্রিয়াশীল থাকে,তাহলে দুটি বস্তুই অর্জন করবে –
[A] একই বেগ
[B] একই ভরবেগ
[C] একই ত্বরণ
[D] উপরের কোনোটিই নয়
উত্তর : [D] উপরের কোনোটিই নয়