81st Golden Globe Awards : ৭ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য ব্রেভারি হিল্টন-এ অনুষ্ঠিত হয়ে গেল ২০২৪ সালের তথা ৮১তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে’-র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবারে সবচেয়ে বেশি বিভাগে (৯টি) নমিনেশন পেয়েছিল ‘Succession’ চলচ্চিত্রটি এবং ‘Oppenheimer’ চলচ্চিত্রটি সবচেয়ে বেশি (৫টি) বিভাগে পুরস্কার জয়লাভ করেছে। নীচে এবারের পুরস্কার প্রাপক/প্রাপিকার তালিকা দেওয়া হল।
মোশন পিকচার্স
পুরস্কারের বিভাগ | প্রাপক/প্রাপিকা | সংশ্লিষ্ট চলচ্চিত্র |
---|---|---|
বেস্ট মোশন পিকচার (ড্রামা) | ওপেনহাইমার | এটি মহাকাব্যিক জীবনী বিষয়ক থ্রিলার ফিল্ম |
বেস্ট মোশন পিকচার (মিউজিক্যাল বা কমেডি) | পুওর থিংস | এটি কল্পবিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র |
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা) | সিল্লিয়ান মারফি | ওপেনহাইমার |
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা) | লিলি গ্ল্যাডস্টোন | কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন |
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) | পল গিয়ামাটি | দ্য হোল্ডওভারস |
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) | এম্মা স্টোন | পুওর থিংস |
শ্রেষ্ঠ সহ অভিনেতা | রবার্ট ডাওনি জুনিয়র | ওপেনহাইমার |
শ্রেষ্ঠ সহ অভিনেত্রী | ডাভিন জয় র্যান্ডোলফ | দ্য হোল্ডওভারস |
শ্রেষ্ঠ পরিচালক | ক্রিস্টোফার নোলান | ওপেনহাইমার |
বেস্ট স্ক্রিনপ্লে | জাস্টিন ট্রিয়েট এবং আর্থার হারারি | অ্যানাটমি অফ অ্যা ফল |
শ্রেষ্ঠ অ্যানিমিটেড ফিচার ফিল্ম | দ্য বয় অ্যান্ড দ্য হিরোন | – |
বেস্ট মোশন পিকচার (বিদেশি চলচ্চিত্র) | অ্যানাটমি অফ অ্যা ফল (ফ্রান্স) | – |
বেস্ট অরিজিনাল স্কোর | লুডভিগ গোরানসন | – |
বেস্ট অরিজিনাল সং | হোয়াট ওয়াজ আই মেড ফর? – বিল্লি এলিস এবং এফ’ও কর্নেল | – |
টেলিভিশন ক্ষেত্র
পুরস্কারের বিভাগ | প্রাপক/প্রাপিকা | সংশ্লিষ্ট চলচ্চিত্র |
---|---|---|
বেস্ট সিরিজ (ড্রামা) | সাকসেশন | |
বেস্ট লিমিটেড সিরিজ | বীফ | |
বেস্ট সিরিজ (মিউজিক্যাল/কমেডি) | দ্য বিয়ার | |
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা) | কিরণ কুলকিন | সাকসেশন |
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা) | সারা সুক | সাকসেশন |
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) | জেরেমি অ্যালেন হোয়াইট | দ্য বিয়ার |
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) | আয়ো এদিবেরি | দ্য বিয়ার |
শ্রেষ্ঠ অভিনেতা (লিমিটেড সিরিজ) | স্টিভেন ইউন | বীফ |
শ্রেষ্ঠ অভিনেত্রী (লিমিটেড সিরিজ ) | আলি ওং | বীফ |
শ্ৰেষ্ঠ সহ-অভিনেতা (লিমিটেড সিরিজ) | ম্যাথিউ ম্যাকফাদেন | সাকসেশন |
শ্ৰেষ্ঠ সহ-অভিনেত্রী (লিমিটেড সিরিজ) | এলিজাবেথ দেবীকি | দ্য ক্রাউন |
শ্রেষ্ঠ পারফরমেন্স (স্ট্যান্ড-আপ কমেডি ) | রিকি গারভেইস | রিকি গারভাইস: আর্মাগেদন |
সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট | বার্বি |
এরকম আরও কিছু পোস্ট –
ফিল্মফেয়ার পুরস্কার 2024 – বিজেতাদের তালিকা PDF
ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ২০২৩ – বিজেতাদের তালিকা