100+ History MCQ Questions in Bengali

History MCQ Questions in Bengali

1. কে বল্লভভাই প্যাটেল কে ‘সর্দার’ অ্যাখ্যা দেন?

(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী ✓✓
(C) মৌলানা আজাদ
(D) সরোজিনী নাইডু


2. কে ‘মুদ্রারাক্ষস, গ্রন্থের লেখক?

(A) কালিদাস
(B) কলহন
(C) কৌটিল্য
(D) বিশাখদত্ত ✓✓


3. কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন?

(A)কুতুব উদ্দিন আইবক
(B)মহম্মদ বিন তুঘলক
(C)ফিরোজ শাহ তুঘলক ✓✓
(D)মহম্মদ কাশিম


4. মহাত্মা গাঁধি কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন?

(A) 1912 খ্রি.
(B) 1916 খ্রি.
(C) 1915 খ্রি. ✓✓
(D) 1914 খ্রি.


5. স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত?

(A) লালা লাজপত রাই ✓✓
(B) ভগত সিং
(C) লালা হরদয়াল
(D) চন্দ্রশেখর আজাদ


6. অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল?

(A) দেবনগরী
(B) ব্রাহ্মী ✓✓
(C) হায়রোগ্লিফিক
(D)গুরুমুখী


7. গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন?

(A) সারনাথ ✓✓
(B) বৈশালি
(C) লুম্বিনি
(D) বোধগয়া


8. ভারতের জাতীয় প্রতীক লিখিত ‘সত্যমেব জয়তে’ কথাটির উৎস –

(A) গাঁধিজির রচনা
(B) মুণ্ডক উপনিষদ ✓✓
(C) নেহুরুর বক্তৃতা
(D) উপরের কোনোটিই নয়


9. কে 1605 খ্রি. আগ্রা শহর স্থাপন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন?

(A) বহলুল লোদি
(B) সিকন্দর লোদি ✓✓
(C) ইব্রাহিম লোদি
(D) আকবর লোদি


10. 1940 সালে ‘আগস্ট প্রস্তাব’ পেশ করেন –

(A) লর্ড মর্লে
(B) লর্ড মিন্টো
(C) লর্ড লিনলিথগো ✓✓
(D) লর্ড মাউন্টব্যাটেন


11. সিন্ধু সভ্যতার অংশ মহেন-জো-দারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত?

(A) ভারত
(B) পাকিস্থান ✓✓
(C) উজবেকিস্তান
(D) আফগানিস্থান


12. ‘জয় হিন্দ’ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন?

(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গাঁধি
(C) বাল গঙ্গাধর তিলক
(D) সুভাষচন্দ্র বসু ✓✓


13. অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে ঘটে?

(A) 1918 খ্রি.
(B) 1919 খ্রি. ✓✓
(C) 1920 খ্রি.
(D) 1916. খ্রি.


14. সুভাষচন্দ্র বসু কোথায় ‘স্বাধীন ভারত’ সরকার গঠন করেন?

(A) সিঙ্গাপুর ✓✓
(B) কলকাতা
(C) টোকিও
(D) রেঙ্গুন


15. কে ভারতের জাতীয় গান রচনা করেন?

(A) শ্রী অরবিন্দ
(B) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী ✓✓
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গাঁধি


16. কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লাল কেল্লা নির্মাণ করেন?

(A) ঔরঙ্গজেব
(B) আকবর
(C) শাহজাহান ✓✓
(D) জাহাঙ্গীর


17. কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়?

(A) 1858 খ্রি.
(B) 1911 খ্রি. ✓✓
(C) 1943 খ্রি.
(D) 1923 খ্রি.


18. গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ –

(A) শুদ্রক
(B) সৌনক
(C) সৌমিল্য
(D) শুশ্রূত ✓✓


19. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?

(A) 1580 খ্রি.
(B) 1600 খ্রি. ✓✓
(C) 1606 খ্রি.
(D) 1620 খ্রি.


20. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমন করেন?

(A) 340 খ্রি. পূ.
(B) 356 খ্রি. পূ.
(C) 326 খ্রি. পূ. ✓✓
(D) 323 খ্রি. পূ.


21. গাঁধিজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন?

(A) গুজরাত
(B) সবরমতী আশ্রম ✓✓
(C) চম্পারণ
(D) ডান্ডি


22. আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হল –

(A) ইকবালনামা
(B) আকবরনামা
(C) সমিনাতু-উল-আলুলি
(D) রজমনামা ✓✓


23. কোন শাসক ‘পাগলা রাজা’ নাম পরিচিত?

(A) ঔরঙ্গজেব
(B) মহম্মদ বিন তুঘলক ✓✓
(C) ইলতুৎমিস
(D) কুতুবউদ্দিন আইবক


24. কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ?

(A) গুপ্ত
(B) বর্ধন
(C) মৌর্য ✓✓
(D) কুষাণ


25. কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্থান রাষ্ট্রের দাবি জানায়?

(A) 1940 খ্রি. ✓✓
(B) 1947 খ্রি.
(C) 1942 খ্রি.
(D) 1948 খ্রি.


26. গৌতম বুদ্ধ দেহ ত্যাগ করেন –

(A) কুন্দপুরে
(B) সারনাথে
(C) কুশিনগরে ✓✓
(D) কপিলাবস্তুতে


27. ‘রামচরিত’ এর রচয়িতা কে?

(A) শুভাকর গুপ্ত
(B) সন্ধ্যাকর নন্দী ✓✓
(C) জয়দেব
(D) অনিরুদ্ধ


28. মহেন-জো-দারোয় সিলমোহরের ওপর যে দেবতার খোদাই পাওয়া গেছে তা কিসের মূর্তি?

(A) শিবের আদি মূর্তি ✓✓
(B) দেবী মূর্তি
(C) বিষ্ণুর আদি মূর্তি
(D) ব্রহ্মার আদি মূর্তি


29. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত?

(A) অস্টাঙ্গিক
(B) মহাভিনিস্ক্রমন
(C) ভেরীঘোষ
(D) ধর্মচক্র প্রবর্তন ✓✓


30. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন?

(A) শিবাজি ✓✓
(B) শম্ভুজি
(C) আফজাল খাঁ
(D) শায়েস্তা খাঁ


31. ‘বিবি কা মকবরা’ স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত?

(A) হুমায়নের বোন
(B) দিলরাস বানু বেগম(ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী) ✓✓
(C) যোধাবাঈ
(D) নুরজাহান


32. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন কোন রাজা?

(A) ভাস্করবর্মন
(B) অপরাজিতবর্মন
(C) অনন্তবর্মন ✓✓
(D) যশোবর্মন


33. রাজারাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?

(A) উড়িষ্যা
(B) কেরল ✓✓
(C) কর্নাটক
(D) বিহার


34. যমুনা খাল ও শতুদ্র খাল খনন করিয়েছিলেন কে?

(A) জালালউদ্দিন শাহ
(B) মুইজউদ্দিন মুবারক শাহ
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক ✓✓


35. বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?

(A) তক্ষশিলা ✓✓
(B) উজ্জয়নী
(C) নালন্দা
(D) বিক্রমশীলা


36. ‘কাদম্বরী’ কার রচনা?

(A) পতঞ্জলি
(B) বাণভট্ট ✓✓
(C) পাণিনি
(D) কালিদাস


37. কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে?

(A) কুষাণ যুগে
(B) গুপ্ত যুগে
(C) পল্লব যুগে
(D) মৌর্য যুগে ✓✓


38. দাক্ষিনাত্যে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন?

(A) উলঘু খাঁ
(B) গাজী মালিক
(C) মালিক কাফুর ✓✓
(D) মালিক অম্বর


39. তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন?

(A) ওস্তাদ ইশা ✓✓
(B) শাহজাহান
(C) ফারুক বেগ
(D) বেবাদল খাঁ


40. ‘বাংলার মুকুটহীন রাজা’ বলে অভিহিত হন কে?

(A) অরবিন্দ ঘোষ
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ✓✓
(C) সুভাষচন্দ্র বসু
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


41. ভারতের রেলপথের জনক কে ছিলেন?

(A) কার্জন
(B) মিন্টো
(C) ক্যানিং
(D) ডালহৌসি ✓✓


42. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ – এর রচিয়তা কে?

(A) বি জি তিলক
(B) উইলিয়াম কেরি
(C) মৌলানা আজাদ ✓✓
(D) মোতিলাল নেহরু


43. ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল?

(A) 1769 – 73 খ্রি. ✓✓
(B) 1774 – 78 খ্রি.
(C) 1777 – 81 খ্রি.
(D) 1875 – 79 খ্রি.


44. কে দশম শিখ গুরুর পদ অলংকৃত করেন?

(A) গুরু হররায়
(B) গুরু গোবিন্দ সিং ✓✓
(C) গুরু হরগোবিন্দ
(D) গুরু হরকিষেণ


45. কে ‘গাঁধি বুড়ি’ নামে খ্যাত ছিলেন?

(A) ইন্দিরা গাঁধি
(B) প্রীতিলতা ওয়াদ্দেদার
(C) সরোজিনী নাইডু
(D) মাতঙ্গিনী হাজরা ✓✓


46. স্বাধীনতা দিবস প্রথম কবে পালন করা হয়েছিল?

(A) 1930, 5 জানুয়ারি
(B) 1930, 15 আগস্ট
(C) 1930, 26 জানুয়ারি ✓✓
(D) 1930, 31 ডিসেম্বর


47. টিপু সুলতানের রাজধানী ছিল –

(A) শ্রীরঙ্গপত্তম ✓✓
(B) মহিশুর
(C) শৃঙ্গেরি
(D) উপরের কোনোটিই নয়


48. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ কী?

(A) আনন্দ
(B) নবজাগরণ ✓✓
(C) যুদ্ধ
(D) বিপ্লব


49. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

(A) 1761
(B) 1775
(C) 1794
(D) 1757 ✓✓


50. মুঘল যুগে তাম্র মুদ্রার নাম কী ছিল?

(A) টাকা
(B) মনা
(C) দাম ✓✓
(D) নিষ্ক


51. ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন?

(A) চালুক্য
(B) চোল ✓✓
(C) চান্দেল্ল
(D) পল্লব


52. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?

(A) গোসল ✓✓
(B) ঋষভ
(C) গৌতম
(D) পার্শ্বনাথ


53. প্রাক ঐতিহাসিক ভারতের জনক কাকে বলা হয়?

(A) রবার্ট ব্রুস ✓✓
(B) আলেকজান্ডার কুনিং হাম
(C) কলোনেল মিন্ডস টেলর
(D) স্যার জন মার্শাল


54. নব্য প্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সবথেকে বেশি করত?

(A) আমরি
(B) কালিবঙ্গান ✓✓
(C) হরপ্পা
(D) লোথাল


55. মানুষ কোন যুগ থেকে ফসল উতপন্ন করতে শুরু করে?

(A) প্রাচীন প্রস্তর যুগ
(B) নব্য প্রস্তর যুগ
(C) মধ্য প্রস্তর যুগ ✓✓
(D) উপরের কোনটিই নয়


56. গুজরাটের কোন জায়গায় হরপ্পার সভ্যতার নিদর্শন পাওয়া যায়?

(A) খান্ডিয়া
(B) ধোলাবিরা ✓✓
(C) মানদা
(D) কুনটাসি


57. কোথায় প্রথম ধাতবযন্ত্রের ব্যবহার দেখা যায়?

(A) গৃহ নির্মানে
(B) বাসনপত্র তৈরিতে
(C) জঙ্গল অপসারণে ✓✓
(D) চাকা তৈরিতে


58. ভারতবর্ষের কোথায় প্রথম নব্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়?

(A) লিংসুয়র ✓✓
(B) মেহরগড়
(C) কোলচিহা
(D) চিরান্দ


59. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস জানবার জন্য কোনটিকে সেরা উৎস বলা হয়?

(A) বিদেশি পর্যটকদের লেখা
(B) লিপি ✓✓
(C) স্মৃতিস্তম্ভ
(D) ধর্ম সাহিত্য


60. কোথায় প্রথম 2000 থেকে 1000 খ্রি: পূ: মধ্যে লোহার ব্যবহার শুরু হয়?

(A) দেরাবের
(B) মানদা
(C) নৌসারো
(D) পীরক ✓✓


61. লাঙলের ব্যবহার সর্বপ্রথম কোথায় পাওয়া যায়?

(A) লোথাল
(B) হরপ্পা
(C) কলিবঙ্গান ✓✓
(D) বনবালি


62. কোথায় প্রথম সাইনবোর্ড দেখতে পাওয়া যায়?

(A) সুকতাজেন্দর
(B) বালাকোট
(C) রাখিগ্রহী
(D) ধোলাভীরা ✓✓


63. হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল?

(A) ১৬ ✓✓
(B) ১১
(C) ১৭
(D) ২১


64. যে রথ চালাত তাকে কি বলা হত?

(A) ভোজ
(B) সুতা ✓✓
(C) ভিকল
(D) সংগৃহিতা


65. কোন বেদে গায়ত্রীমন্ত্র অন্তর্ভুক্ত আছে?

(A) যজুর্বেদ
(B) সমবেদ
(C) ঋকবেদ ✓✓
(D) উপনিষদ


66. ‘বিদ’ কথাটির অর্থ কী?

(A) ঈশ্বর
(B) পবিত্র
(C) নীতি
(D) জ্ঞান ✓✓


67. বিষ্ণু পুরাণ থেকে কিসের বর্ণনা পাওয়া যায়?

(A) সিন্ধু উপত্যকার জীবন
(B) মৌর্য সাম্রাজ্য ✓✓
(C) বর্দ্ধন রাজাদের সাম্রাজ্য
(D) সাতবাহন সাম্রাজ্য


68. প্রাচীন ঐতিহাসিক ভুগোলের রত্নাকর বলতে কি বোঝাত?

(A) ভারত মহাসাগর ✓✓
(B) গঙ্গা, যমুনা ও সরস্বতীর সংযোগস্থল
(C) আরবসাগর
(D) গঙ্গাসাগর


69. উপনিষদ, যার অন্য নাম বন্দনা – কটি ভাগে বিভক্ত?

(A) ১০২
(B) ১১৪
(C) ১০৮ ✓✓
(D) ৯৮


70. কোন স্থানের উল্লেখ রামায়ণ ও মহাভারতে নেই?

(A) মগধ
(B) কৌশম্বি ✓✓
(C) কাশী
(D) পাঁচলা


71. মহাভারতের যুদ্ধ সম্ভবত: কোন সময়ে হয়েছিল?

(A) ২০০০ খ্রি: পূ:
(B) ১০০ খ্রি:
(C) ১০০ খ্রি: পূ:
(D) ১০০০ খ্রি: পূ: ✓✓


72. ‘মিতাক্ষর’ কার লেখা?

(A) শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর ✓✓
(B) মনু
(C) জীমূত বাহন
(D) হিমাদ্রী


73. প্রাচীন লোকেদের কাছে কোন প্রাণী পরিচিত ছিল?

(A) বাঘ
(B) সিংহ ✓✓
(C) হাতি
(D) গন্ডার


74. পুরানের সংখ্যা কটি?

(A) ২১
(B) ৫১
(C) ১৮ ✓✓
(D) ১০৮

75. কোন দেবতা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত?

(A) ইন্দ্র
(B) অশ্বিন ✓✓
(C) অরণ্যানী
(D) পূষণ


76. মগধের কোন রাজা তার রাজধানী গিরিব্রিজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন?

(A) কলাশোক ✓✓
(B) শিশুনাগ
(C) অজাতশত্রু
(D) উপরের কোনোটিই নয়


77. কোন গ্রন্থে বুদ্ধকে জ্ঞান ও দয়ার সাগর হিসাবে বর্ণনা করা হয়েছে?

(A) অমরকোষে
(B) জাতকের গল্পে
(C) বুদ্ধ চরিতে ✓✓
(D) উপরের কোনোটিই নয়


78. অনুব্রত কারা  সমর্থন করেন?

(A) হীনযান বৌদ্ধরা
(B) শিখরা
(C) মহাযান বৌদ্ধরা
(D) জৈনরা ✓✓


79. হর্ষবর্ধনের সময় বিশাল ধর্মসম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায়?

(A) প্রয়াগ ✓✓
(B) পাটলিপুত্র
(C) পুরুষপুর
(D) নালন্দা


80. কোন বিখ্যাত ইন্দ্রগ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ছিলেন?

(A) ডিমিট্রিয়াস
(B) মিয়ান্ডার ✓✓
(C) স্ট্রাটো
(D) আলেকজান্ডার


81. অষ্টমমার্গ কোথাকার মূল কথা?

(A) দিব্যদান
(B) দীপবংশ
(C) ধর্মচক্র প্রবর্তন সুত্র ✓✓
(D) উপরের কোনোটিই নয়


82. কে ত্রিরত্নের ওপর গুরত্ব দিয়েছিলেন?

(A) মনু
(B) বুদ্ধ
(C) ইন্দ্র
(D) মহাবীর ✓✓


83. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে?

(A) রাষ্ট্রনীতি ✓✓
(B) অর্থনীতি
(C) ধর্মের শাসন
(D) ধর্ম


84. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল?

(A) মৎস
(B) বৎস ✓✓
(C) অঙ্গ
(D) অবন্তি


85. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করেছিল কারা ?

(A) ক্যাম্বিসেস
(B) সাইরাস
(C) প্রথম দরিয়াস ✓✓
(D) উপরের কোনোটিই নয়


86. অজাতশত্রু পিতাকে হত্যা করেছিলেন কার প্ররোচনায়?

(A) দেবদত্ত ✓✓
(B) অর্জুন
(C) চেতক
(D) দূর্মখ


87. ‘দেবনাম প্রিয়’ উপাধিটি কাকে দেওয়া হয়েছিল?

(A) কনিষ্ক
(B) হর্ষবর্ধন
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) অশোক ✓✓


88. ধর্মাশোকের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?

(A) জুনাগর লিপি
(B) সারনাথ লিপি ✓✓
(C) মাসকি সাহিত্য
(D) উপরের কোনোটিই নয়


89. তামিল মহাকাব্য ‘শিলাপ্পাদিকরম’ কার রচিত?

(A) সত্যনার
(B) ঋষি অগত্য
(C) ইলংগো ✓✓
(D) তিরু ভ্যলুভার


90. চৈনিক ব্যবসায়ীরা কোন দ্রব্য নিয়ে ভারতে এসেছিলেন?

(A) বাঁশ ✓✓
(B) লাঠি
(C) নারকেল
(D) তরমুজ


91. ‘সত্যসাই’ – কার রচনা?

(A) হর্ষবর্ধন
(B) হালা (একজন সাতবাহন শাসক) ✓✓
(C) অশোক
(D) বাসুদেব কানহো


92. ‘জিরো’ কে আবিষ্কার করেন?

(A) বরাহমিহির
(B) আর্যভট্ট
(C) ব্রহ্মগুপ্ত  ✓✓
(D) উপরের কোনোটিই নয়?


93. ‘মহারাজাধিরাজ’ উপাধি দেওয়া হয় কোন রাজাকে?

(A) কনিষ্ক
(B) সাতবাহন
(C) অশোক
(D) প্রথম চন্দ্রগুপ্ত ✓✓


94. ‘মৃচ্ছকটিকা’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

(A) বানভট্ট
(B) শুদ্রাক্ষ ✓✓
(C) বিক্রমাদিত্য
(D) কালিদাস


95. কার রাজত্বকালে মহাবলীপুরমে পাহাড় কেটে মন্দির স্থাপিত হয়েছিল?

(A) অশোক
(B) চোল
(C) পল্লব ✓✓
(D) সমুদ্রগুপ্ত


96. ডেসিমেল এর প্রবর্তক কে ছিলেন?

(A) ভাস্কর ✓✓
(B) বানভট্ট
(C) আর্যভট্ট
(D) উপরের কোনোটিই নয়


97. রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছিলেন?

(A) ধ্রূব
(B) দন্তিদূর্গ ✓✓
(C) প্রথম কৃষ্ণ
(D) প্রথম অমোঘবর্ষ


98. ১৩ শতকে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে স্থাপন করেছিলেন?

(A) তেজপাল ✓✓
(B) রাজ্যপাল
(C) দেব পাল
(D) মহেন্দ্র পাল


99. বিখ্যাত অভিধানলেখক অমরসিংহ কার সমসাময়িক ছিলেন?

(A) নাগার্জুন
(B) অশ্ব ঘোষ
(C) কালিদাস ✓✓
(D) পাণিনি


100. প্রাক মধ্যভারত জিল কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছিল?

(A) টাকা
(B) খেলা
(C) ওজন
(D) পয়সা ✓✓


101. বিখ্যাত ‘কৈলাস মন্দির’ কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল?

(A) রাষ্ট্রকূট ✓✓
(B) চোল
(C) কদ্স্ব
(D) পল্লব


102. ‘দশকুমার চরিত’ কে রচনা করেছিলেন?

(A) মহাকবি কালিদাস
(B) দানদীন ✓✓
(C) তুলসীদাস
(D) বেদব্যাস


103. গোয়ালিয়র লিপি থেকে কোন প্রতিহার শাসকের কৃতিত্বপূর্ণ কাজ সম্বন্ধে জানতে পারা যায়?

(A) প্রথম নাগভট্ট
(B) মহেন্দ্রপাল
(C) মিহিরভোজ ✓✓
(D) বৎসরাজ

Scroll to Top