রমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ – বিজয়ীদের তালিকা
২০২১ সালে ৬৩তম রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন ৫ জন।
- বাংলাদেশের ভ্যাকসিন প্রস্তুতকারক বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী
- পাকিস্তানের অর্থনীতিবিদ মহম্মদ আমজাদ সাকিব
- ফিলিপাইনের মাছ ও সম্প্রদায়ের পরিবেশবিদ রবার্তো ব্যালন
- মানবিক কাজ ও শরণার্থী সহায়তার ক্ষেত্রে কর্মরত মার্কিন নাগরিক স্টিভেন মানসি
- ইন্দোনেশিয়ার অনুসন্ধানী সাংবাদিক ওয়াচডক
রমন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য –
- ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের সম্মানে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
- এই পুরস্কারকে ‘এশিয়ার নোবেল’ ও বলা হয়ে থাকে।
Covered Topics : রামোন ম্যাগসেসে পুরস্কার, রামোন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্তদের তালিকা, রামন ম্যাগসেসে পুরস্কার 2021