জীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

জীবনবিজ্ঞান অধ্যায় : উৎসেচক – প্রশ্ন ও উত্তর

দেওয়া রইলো উৎসেচক সম্পর্কিত ৩০টি প্রশ্ন ও উত্তর ।

দেখে নাও৫৬টি বায়োলজির প্রশ্ন ও উত্তর

1. “ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি ” সংস্থা উৎসেচকে কয়টি শ্রেনীতে ভাগ করেন?
– 4 ভাগে
– 5 ভাগে
– 6 ভাগে
– 3 ভাগে

2. কোনটি উৎসেচকটি জাইমোজেন এর উদাহরণ নয়?
– এন্টারোকাইনোজেন
– পেপসিনোজেন
– কাইমোট্রিপসিনোজেন
– ট্রিপসিনোজেন

3. কোন উৎসেচক পেশী কোষের মায়োসিনোজেনকে মায়োসিনে পরিনত করে?
– কোয়াগুলেজ
– রেনিন
– ইনভার্টেজ
– ইরিপসিন

4. কোন উৎসেচকটি সাবস্ট্রেটের আর্দ্রবিশ্লেষন বা হাইড্রোলেজ ঘটায় না?
– অ্যাসিটাইল কোলিন
– ফিউমারেজ
– ট্রিপসিন
– ল্যাকটোজ

5. নিম্নের কোনটি হাউস কিপিং উৎসেচক?
– হেক্সোকাইনেজ
– ক্যাটালেজ
– লাইপেজ
– অ্যামাইলেজ

6. নিম্নের কোনটি বহিঃকোশীয় উৎসেচক নয়?
– পেপসিন
– অ্যালডোলেজ
– ট্রিপসিন
– লাইপেজ

7. কোন উৎসেচকটি এনজাইমের ট্রান্সফারেজ ঘটায় না?
– ট্রান্সমিথাইলেজ
– অ্যালডোলেজ
– ফসফোরাইলেজ
– হেক্সোকাইনেজ

8. উৎসেচকের তালাচাবি মতবাদটি কে প্রবর্তন করেন?
– লিউয়েনহুক
– ড্যানিয়েল কোপল্যান্ড
– বার্জেলিয়াস
– এমিল ফিসার

9. বেশীরভাগ উৎসেচক প্রোটিন ধর্মীয় হলেও কিছু RNA ধর্মী হয়। নিম্নের কোনটি RNA প্রকৃতির?
– ফিউমারেজ
– পেপসিন
– ট্রান্সমিথাইলেজ
– রাইবোজাইম

10. নিম্নের কোন সংস্থাকে উৎসেচকের শ্রেনীবিভাগ ও নামকরণের দায়িত্ব দেওয়া হয়?
– NIB
– UEN
– IUB
– BIN

দেখে নাওকোশ তত্ত্ব ও কোশের গঠন – প্রশ্ন ও উত্তর

11. বৃহত্তম উৎসেচকটি হল—
– পারঅক্সিটেজ
– রাইবোনিউক্লিয়েজ
– লাইসোজাইম
– ক্যাটালেজ

12. উৎসেচকের ঘনত্বের সাথে বিক্রয়ার গতির কী সম্পর্ক?
– সমান
– ব্যাস্তানুপাতিক
– বিক্রিয়া হয় না
– সমানুপাতিক

13. . নিম্নের কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক?
– রেনিন
– সুক্রেজ
– লাইপেজ
– অ্যামাইলেজ

14. উৎসেচকের সক্রিয় স্থানে নিম্নের কোন অ্যামাইনো অ্যাসিড টি থাকে না?
– হিস্টিডিন
– সেরিন
– থ্রিওনিন
– টাইরোসিন

15. ট্রিপস উৎসেচকের pH এর মান কত?
– 6.7
– 2.0
– 8.3
– 7.4

দেখে নাওজীবনবিজ্ঞান অধ্যায় : রক্ত ও সংবহনতন্ত্র – প্রশ্ন ও উত্তর

16. নিম্নের কোন বৈশিষ্ট্যটি উৎসেচকের নয়?
– সব উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে
– উৎসেচকের সক্রিয়তা নিদিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল
– এরা বিক্রিয়া শেষে নিজেদের রাসায়নিক পরিবর্তন ঘটায়
– উৎসেচক PH ভারসাম্যে ক্রিয়া করে

17. কে প্রথম ইষ্ট কোশ থেকে এনজাইমকে পৃথক করেন?
– সামনার
– বার্জেলিয়াস
– এমিল ফিসার
– বুকনার

18. স্যালিভারি অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে কোন ধাতব আয়ন?
– Mg2+
– Mn2+
– Cl-
– Zn2+

19. নিম্নের কোনটি অ্যালোস্টেরিক নিয়ন্ত্রণকারী উৎসেচক নয়?
– অ্যাসপারটেট ট্রান্সকার্বাময়লেজ
– এন্টারোপেপটাইডেজ
– ফসফোফ্রুক্টোকাইনেজ
– আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ

দেখে নাও :  সালোকসংশ্লেষ ও শ্বসন – প্রশ্ন ও উত্তর

20. নিম্নের কোন উৎসেচকটি 100°c উষ্ণতায় সক্রিয় থাকে না?
– মাসল অ্যাডেনাইলেট কাইনেজ
– Taq পলিমারেজ
– অ্যাসিটাইল কার্বোক্সিলেজ
– ভেনম ফসফোকাইনেজ

21. ফিউমারেজ উৎসেচকের পরম pH এর মান কত?
– 7.6
– 7.8
– 9.7
– 8.3

22. কোন ধাতব আয়ন আর্জিনেজ উৎসেচককে সক্রিয় করে?
– Mg2+
– Ca2+
– Cl-
– Mn2+

23. কোনটি অ্যাডোপটিভ উৎসেচক?
– ATP সিন্থেটেজ
– লাইপেজ
– হেক্সোকাইনেজ
– সবকটিই

24. “গ্লুটামাইন সিন্থেটেজ” উৎসেচকটি নিম্নের কোন শ্রেনীর অন্তর্ভুক্ত?
– লাইগেজ
– আইসোমারেজ
– লাইয়েজ
– অক্সিডোরিডাকটেজ

25. নিম্নের কোনটি অ্যান্টি এনজাইম রূপে কাজ করে?
– ক্রিয়েটাইন ফসফোকাইনেজ
– ট্রিপসিন ইনহিবিটর
– সবকটিই
– ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ

দেখে নাওজনন ও বংশগতি প্রশ্ন ও উত্তর

26. ল্যাকটেজ ডিহাইড্রোজিনেজ এর কয়টি আইসোএনজাইম আছে?
– 6 টি
– 3 টি
– 5 টি
– 4 টি

27. ইনডিউসড ফিট মতবাদের প্রবক্তা কে?
– ফিসার
– কুনে
– বুকনার
– কোশল্যান্ড

28. এনজাইম কমিশন নাম্বারে ( Enzyme Commission Number, ECN) কয়টি সংখ্যা দেওয়া হয়?
– 4 টি
– 2 টি
– 5 টি
– 3 টি

29. কে প্রথম জৈব অনুঘটক গুলোকে এনজাইম বা উৎসেচক নামে অভিহিত করেন?
– বুকনার
– জেমস সামনার
– কুনে
– বার্জেলিয়াস

30. প্রতি 10°c উষ্ণতা বৃদ্ধিতে উৎসেচকের ক্রিয়ার হারের কী পরিবর্তন ঘটে?
– দশগুন বেড়ে যায়
– দ্বিগুন বেড়ে যায়
– একই থাকে
– কমে যায়

Scroll to Top