WBP Constable 2021 Question Paper with Answer Key
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা WBP Constable Exam । এই বছর WBP Constable Exam ২০২১ এর প্রিলিমিনারী পরীক্ষা সম্পন্ন হয়েছে ২৬শে সেপ্টেম্বর ২০২১ তারিখে । WBP Constable 2021 Question Paper with Answer Key ।
এই পরীক্ষাতে প্রতিবার লক্ষাধিক ছাত্র পরীক্ষা দিয়ে থাকে। অনেকেই এই পরীক্ষার প্রশ্নপত্র খোঁজ করে থাকে। তাই দেওয়া রইলো West Bengal Police Constable ও Lady Constable -এর Question Paper -এর PDF।
WBP Constable 2021 – Exam Details :
Board Name: West Bengal Police (wbprb)Examination Name: WBP Constable & Lady Constable 2021 Question Language: Bengali, Hindi Exam Tier: Preliminary (Tier-1)Exam Date: 26/09/2021 Official Website: @wbpolice.gov.in
WBP Constable 2021 Exam Details
WBP Constable 2021 Preliminary Question Paper:
File Name: WBP Constable Preliminary Question Paper 2021 File Size: 8 MB No of Pages 24 Date of Exam 26/09/2021
WBP Constable 2021 Preliminary Answer Key :
File Name: WBP Constable 2021 Preliminary Answer Key (Unofficial ) File Size: 1.1 MB No of Pages 06 Date of Exam 26/09/2021
WBP Constable 2021 Preliminary Official Answer Key :
File Name: WBP Contable Preliminary 2021 Official Answer Key File Size: – No of Pages – Release Date Coming Soon
WBP Official Answer Key
WBP Constable General Knowledge Solution
গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ➟ সংস্কৃত।
প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন ➟ সিন্ধু সভ্যতা।
মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি ➟ কমলা হ্যারিস।
সংবিধান গৃহীত হয়েছিলো➟ 1949, 26 নভেম্বর।
অলিম্পিকের পাঁচটি রিংয়ের মধ্যে এশিয়ার প্রতিনিধিত্ব করে ➟ হলুদ রিং।
জাতীয় প্ল্যানিং কমিশন➟ 1950।
Amphan নাম ➟ থাইল্যান্ড এর দেওয়া।
2023 ICC ক্রিকেট বিশ্বকাপ➟ ভারতবর্ষ।
অজাতশত্রু➟ মগধের অধিপতি ছিলেন।
হিন্দি সিনেমার দাদামনি ➟ অশোক কুমার।
কেরালায় নতুন ফসল তোলার উৎসব➟ ওনাম।
প্রথম প্রতিশ্রুতি ➟ আশাপূর্ণা দেবী।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে 2021 সালের আগস্ট মাসের সভাপতি➟ ভারত।
বক্সা Tiger Reserve ➟ আলিপুরদুয়ার।
ক্লোরোফিলে থাকে ➟ ম্যাগনেসিয়াম।
কন্যাশ্রী প্রকল্প➟ 2013।
সিন্ধু সভ্যতায় বন্দর➟ লোথাল।
2020 তীরন্দাজিতে দ্রোনাচার্য ➟ ধর্মেন্দ্র তিওয়ারি।
গান্ধীজি একমাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি হন ➟ বেলগাঁও অধিবেশনে।
সর্বভারতীয় কিষান সভা➟ 1936
ভারত T20 বিশ্বকাপ জয়ী হয় ➟ 2007 সালে।
কুচিপুড়ি ➟ নৃত্যের নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামের নাম থেকে।
পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালিত হয় ➟ 1 সেপ্টেম্বর।
লেন্সের ক্ষমতার একক➟ ডায়পটার।
পশ্চিমবঙ্গের রাজ্য পশু➟ মেছো বিড়াল।
1857 মহাবিদ্রোহে কানপুরের নেতৃত্বে ছিলেন ➟ নানা সাহেব।
10 ডিগ্রি চ্যানেল ➟ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে গেছে।
পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয় ➟ 1930, লাহোর অধিবেশন।
উইংস অফ ফায়ার ➟ Dr. A P J Abdul Kalam Sir এর আত্মজীবনী।
শক্তির একক নয় ➟ Pascal।
2020 টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়ার বাড়ি ➟ হরিয়ানার পানিপথ।
ত্রিপিটক ➟ পালি ভাষায় রচিত।
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু ➟ জয়ী সেতু।
দিন-ই-ইলাহী প্রচলন করেন ➟ আকবর।
রবি শস্য নয় ➟ তুলা।
2020 সাহিত্যে নোবেল পান ➟ লুইস গ্লাক।
টোকিও অলিম্পিকে পদক জয়ী লভলিনা বরগোহাই এর বাড়ী ➟ আসাম রাজ্যে।
বাংলা রেনেসাঁস এর জনক ➟ রাজা রামমোহন রায়।
কলামকারী চিত্রশৈলী ➟ অন্ধ্রপ্রদেশ রাজ্যে উৎপত্তি হয়।
LPG গ্যাস সিলিন্ডারে ➟ বিউটেন ও প্রোপেন।
পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপনিবেশ ছিলো ➟ শ্রীরামপুর, হুগলী।
ডেঙ্গি রোগ ছড়ায় ➟ এডিস মশা দ্বারা।
HIDCO ➟ Housing Infrustructure Development Corporation।
Covered Topics : WBP Constable Recruitment Exam 2021 Question Paper, WBP Constable Recruitment Exam 2021 Answer Key