৯০০+ বাংলা এক কথায় প্রকাশ । Bengali One Word Substitution
দেওয়া রইলো ৯০০+ বাংলা এক কথায় প্রকাশ (Bengali One Word Substitution )। ek kothay prokash in bengali ।
১ থেকে ১০০ টি এক কথায় প্রকাশ
নং | বর্ধিত রূপ | এক কথায় প্রকাশ |
---|---|---|
১ | ঋণ নেই যার | অঋণী |
২ | যা বলার যােগ্য নয় | অকথ্য |
৩ | কল্পনা করা যায় না এমন | অকল্পনীয় |
৪ | কাতর না হয়ে | অকাতরে |
৫ | অকালে উৎপন্ন কুমড়া | অকালকুষ্মাণ্ড |
৬ | অকালে পক্ক হয়েছে যা | অকালপক্ব |
৭ | অকালে পক্ক হয়েছে যা | অকালপক্ব |
৮ | কিছু নেই যার | অকিঞ্চন |
৯ | যার কোনাে কিছু থেকেই ভয় নেই | অকুতােভয় |
১০ | কোনাে কিছু থেকেই যার ভয় নেই | অকুতোভয় |
১১ | উপকারীর উপকার স্বীকার করে না যে | অকৃতজ্ঞ |
১২ | যে (পুরুষ) দ্বার পরিগ্রহ করে নি | অকৃতদার |
১৩ | অক্ষি পত্রের (চোখের পাতা) লোম | অক্ষিপক্ষ্ম |
১৪ | চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী | অক্ষৌহিণী |
১৫ | অন্য গতি নাই যার | অগত্যা |
১৬ | চোখের আড়ালে থাকা | অগোচরে |
১৭ | ক্ষুধার অল্পতা | অগ্নিমান্দ্য |
১৮ | যা আগুনে পােড়ে না | অগ্নিসহ |
১৯ | অগ্রে যে গমন করে | অগ্রগামী |
২০ | অগ্রে জন্মেছে যে | অগ্রজ |
২১ | যে নারী অঘটন ঘটাতে পারদর্শী | অঘটনঘটনপটিয়সী |
২২ | যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না | অঙ্গনা |
২৩ | হাতের প্রথম আঙুল (বুড়াে আঙুল) | অঙ্গুষ্ঠ |
২৪ | ছুঁচ ঠেলবার জন্য আঙুলে পরার ধাতব টুপি | অঙ্গুষ্ঠান |
২৫ | অচেনা জায়গা | অচিনপুর |
২৬ | যা চিন্তা করা যায় না | অচিন্তনীয়, অচিন্ত্য |
২৭ | চিন্তা করা যায় না যা | অচিন্তনীয়, অচিন্ত্য |
২৮ | যা পূর্বে চিন্তা করা যায় নি | অচিন্তিতপূর্ব |
২৯ | জন্মহীন মৃত্যুহীন | অজ |
৩০ | অজ (ছাগল)কে গ্রাস করে যা | অজগর |
৩১ | জরা নেই যার | অজর |
৩২ | এখনো শত্রু জন্মায়নি যার | অজাতশত্রু |
৩৩ | এখনো দাড়িগোঁফ গজায়নি যার | অজাতশ্মশ্রু |
৩৪ | ছাগলের চামড়া | অজিন |
৩৫ | হরিণের চর্মের আসন | অজিনাসন |
৩৬ | জানা নেই যা | অজ্ঞাত |
৩৭ | কুলশীল জানা নেই যার | অজ্ঞাতকুলশীল |
৩৮ | কেউ জানতে পারে না এমনভাবে | অজ্ঞাতসারে |
৩৯ | অণুর ভাব | অণিমা |
৪০ | অণুকে দেখা যায় যার দ্বারা | অণুবীক্ষণ |
৪১ | তল স্পর্শ করা যায় না যার | অতলস্পর্শী |
৪২ | তল স্পর্শ করা যায় না যার | অতলস্পর্শী |
৪৩ | আগমনের কোন তিথি নেই যার | অতিথি |
৪৪ | তুলনা হয় না এমন | অতুলনীয় |
৪৫ | দেখে চোখের আশা মেটে না যাকে | অতৃপ্তদৃশ্য |
৪৬ | অধিক উক্তি | অত্যুক্তি |
৪৭ | দমন করা যায় না যাকে | অদম্য |
৪৮ | যা পূর্বে দেখা যায় নি | অদৃষ্টপূর্ব |
৪৯ | কটিদেশ থেকে পদতল পর্যন্ত | অধঃকায় |
৫০ | ঋণ গ্রহণ করে যে | অধমর্ণ |
৫১ | যে (পুরুষ) প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় দার পরিগ্রহ করেছে | অধিবেত্তা |
৫২ | পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ | অধিবেদন |
৫৩ | অধ্যয়ন করা হয়েছে যা | অধীত |
৫৪ | যা অধ্যয়ন করা হয়েছে | অধীত |
৫৫ | এক বস্তুতে ভিন্ন বস্তুর কল্পনা | অধ্যাস |
৫৬ | এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা | অধ্যাস |
৫৭ | অতিক্রম করা যায় না যা | অনতিক্রমণীয়/অনতিক্রম্য |
৫৮ | যা অতিক্রম করা যায় না | অনতিক্রম্য |
৫৯ | খুব বেশী দীর্ঘ নয় | অনতিদীর্ঘ |
৬০ | অন্যদিকে মন নেই যার | অনন্যমনা |
৬১ | যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন | অনন্যসাধারণ |
৬২ | অন্য কারো প্রতি আসক্ত হয়না যে নারী | অনন্যা |
৬৩ | যার অন্য উপায় নেই | অনন্যোপায় |
৬৪ | অন্য উপায় নেই যার | অনন্যোপায় |
৬৫ | অপনয়ন বা দূর করা যায় না যা | অনপনেয় |
৬৬ | অন্যের অপেক্ষা করতে হয় না যাকে | অনপেক্ষ |
৬৭ | অভিজ্ঞতার অভাব আছে যার | অনভিজ্ঞ |
৬৮ | অভিজ্ঞতার অভাব আছে যার | অনভিজ্ঞ |
৬৯ | যে নারীর অসূয়া (হিংসা) নেই | অনসূয়া |
৭০ | আদি নেই যার | অনাদি |
৭১ | হাতের চতুর্থ আঙুল | অনামিকা |
৭২ | আঘাত পায় নি যা | অনাহত |
৭৩ | যা আঘাত পায়নি | অনাহত |
৭৪ | যা আহুত (ডাকা) হয় নি | অনাহুত |
৭৫ | ঘর বা বাসস্থান নেই যার | অনিকেতন, গৃহহীন, হাঘরে |
৭৬ | চিরস্থায়ী নয় যা | অনিত্য |
৭৭ | কোনো ভাবেই যা নিবারণ করা যায় না | অনিবার্য |
৭৮ | কোনাে ভাবেই যা নিবারণ করা যায় না | অনিবার্য |
৭৯ | চোখের নিমেষ না ফেলে | অনিমেষ |
৮০ | যা বচন / বাক্যে প্রকাশযােগ্য নয় | অনির্বচনীয় |
৮১ | কথায় বর্ণনা করা যায় না যা | অনির্বচনীয় |
৮২ | যা বলা হয় নি | অনুক্ত |
৮৩ | অনুকরণ করার ইচ্ছা | অনুচিকীর্ষা |
৮৪ | উচ্চারণ করা যায় না যা | অনুচ্চার্য |
৮৫ | যা উচ্চারণ করা যায় না | অনুচ্চার্য |
৮৬ | অনুতে (পশ্চাতে) জন্মেছে যে | অনুজ |
৮৭ | যে মেয়ের বিয়ে হয়নি | অনুঢ়া |
৮৮ | অন্য ভাষায় রূপান্তরিত | অনুদিত |
৮৯ | জলময় স্থান | অনুপ |
৯০ | জলে মগ্ন স্থান | অনুপ,জলা |
৯১ | ঔষধের আনুষঙ্গিক সেব্য | অনুপান |
৯২ | মান্যব্যক্তি বিদায়কালে কিছুদূর এগিয়ে দেওয়া | অনুব্রজন |
৯৩ | যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
৯৪ | অনুসন্ধান করার ইচ্ছা | অনুসন্ধিৎসা |
৯৫ | অনুসন্ধান করতে ইচ্ছুক যে | অনুসন্ধিৎসু |
৯৬ | অসূয়া নেই এমন নারী | অনুসূয়া |
৯৭ | যে নারীর বিয়ে হয় না | অনূঢ়া(আইবুড়াে অর্থে) |
৯৮ | একতা বা ঐক্যের অভাব | অনৈক্য |
৯৯ | অভ্যন্তরে জল আছে যার | অন্তঃসলিল, অন্তঃসলিলা |
১০০ | অন্তরে জল আছে এমন (নদী) | অন্তঃসলিলা |