‘ইকো-অস্কার ‘ বা ‘আর্থশট প্রাইজ’ পেলেন দিল্লির বিদ্যুৎ মোহন
‘ইকো-অস্কার ‘ নামে পরিচিত ‘আর্থশট প্রাইজ‘-এর জন্য পাঁচজন বিজয়ীদের মধ্যে রয়েছেন নতুন দিল্লির ১৭ বছর বয়সী বিদ্যুৎ মোহন। বিদ্যুৎকে ক্লিন আওয়ার এয়ার ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।
তার বিশেষ প্রযুক্তি ‘টাকাচার’ এর জন্য তিনি পুরষ্কারটি পেলেন। এই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে একটি ছোট এবং বহনযোগ্য যন্ত্র যা ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করে জ্বালানি ও সারের মতো জৈব-পণ্যে রূপান্তর করে ধোঁয়া নির্গমন কমাতে এবং বায়ু দূষণ মোকাবিলায় বিশেষ ভুমিকা নেয়।