সাধারণ জ্ঞানের ৩৩টি ছোট প্রশ্ন ও উত্তর
1. কোন বিল অর্থ বিল কিনা কে ঠিক করেন
উত্তর – লোকসভার অধ্যক্ষ
2. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন
উত্তর – পাল বংশের
3. কামরূপ কোন রাজ্যের প্রাচীন নাম ছিল
উত্তর – আসাম
4. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি
উত্তর – গোদাবরী
5. ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়
উত্তর – পেলে
দেখে নাও – ১০০ টি General Knowledge in Bengali – প্রশ্ন ও উত্তর – সেট ১৬
6. হকির যাদুকর কাকে বলা হয়
উত্তর – ধ্যানচাঁদ
7. কোন খেলার জন্য উবের কাপ দেওয়া হয়
উত্তর – ব্যাডমিন্টন ( মহিলা )
8. আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত
উত্তর – হকি
9. আনন্দমঠের রচয়িতা কে
উত্তর – বঙ্কিমচন্দ্র
10. নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত
উত্তর – কৃষ্ণা
দেখে নাও – ১০০ টি জেনারেল নলেজ GK প্রশ্ন ও উত্তর
11. আদিনা মসজিদ কোথায় অবস্থিত
উত্তর – পাণ্ডুয়া
12. বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয়
উত্তর – 1856
13. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন
উত্তর – উপরাষ্ট্রপতি
14. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত
উত্তর – ফুটবলের সাথে
15. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন
উত্তর – সুভাষ চন্দ্র বোস
16. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন
উত্তর – ডাঃ রাজেন্দ্র প্রসাদ
দেখে নাও – ৭৫ টি বাংলা সাধারণ জ্ঞান মিক্সড প্রশ্ন ও উত্তর – সেট ১৩
17. বন্দেমাতরম সংগীত কোন গ্রন্থের অন্তর্ভুক্ত
উত্তর – আনন্দমঠ
18. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন
উত্তর – লর্ড কর্নওয়ালিশ
19. দীন ই ইলাহি কে প্রবর্তন করেন
উত্তর – আকবর
20. গরবা নাচ কোন রাজ্যের বিশিষ্ট নৃত্য
উত্তর – গুজরাট
21. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসে ছিলেন
উত্তর – হিউয়েন সাঙ
22. রাজতরঙ্গিনীর রচয়িতা কে
উত্তর – কলহন
23. কোন গুপ্ত সম্রাট শকারী উপাধি গ্রহণ করেন
উত্তর – দ্বিতীয় চন্দ্র গুপ্ত
24. সরিস্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত
উত্তর – রাজস্থান
25. পথের দাবী কে লিখেছিলেন
উত্তর – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
26. পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়ে ছিল
উত্তর – 1761
27. বিহু কোন রাজ্যের উৎসব
উত্তর – আসাম
28. শেরশাহের সেনাপতি কে ছিলেন
উত্তর – ব্রহ্মজিৎ গৌড়
29. দ্বিখন্ডিত নামে বিতর্কিত বইটি কার লেখা
উত্তর – তসলিমা নাসরিন
30. কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত
উত্তর – ঝিলাম
31. আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করে ছিলেন
উত্তর – রামমোহন রায়
32. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত
উত্তর – ডিগবয়
33. সীমান্ত গান্ধী কাকে বলা হয়
উত্তর – আব্দুল গফফর খান